Beauty of Mymensingh

Beauty of Mymensingh Amara jara mymensingh e bosobas kori, abong mymensingh e job korte chae tader jonno ei page, so sobai kuno jober information paile ei page e share korun

আবারো প্রান গেল আরেক জনের। ১০.৩০ মিনিটে বকশিমুল স্কুলের সামনে বাস এক্সিডেন্ট। বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।
22/07/2025

আবারো প্রান গেল আরেক জনের। ১০.৩০ মিনিটে বকশিমুল স্কুলের সামনে বাস এক্সিডেন্ট। বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।

HSC এর পর বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে যুক্ত হওয়ার জন্য ৩ টা রিটেন পরিক্ষা দিতে হয়,যেখানে অন্যান্য বাহিনীতে মাত্র ১ ...
21/07/2025

HSC এর পর বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে যুক্ত হওয়ার জন্য ৩ টা রিটেন পরিক্ষা দিতে হয়,যেখানে অন্যান্য বাহিনীতে মাত্র ১ টাই রিটেন এক্সাম ।

প্রথমে ১০০ মার্কের IQ এক্সাম হয়,সেখান থেকে বেশিরভাগকেই বাদ দেওয়া হয় ।

যারা সিলেক্টেড হয়,তাদেরকে ইংরেজি ৫০ মার্ক্স এর এক্সাম নেওয়া হয়,সেখান থেকেও বাদ দিয়ে যারা সিলেক্টেড হয় তাদের নেওয়া হয় গণিত এবং পদার্থবিজ্ঞান এক্সাম।

এতো গুলি রিটেন এক্সাম দিয়ে তারপর ভাইবা বোর্ড ফেইস করতে হয়,দেন মেডিকেল চ্যাকআপ (যেখানে ১ ইঞ্চিও ছাড় দেওয়া হয় না)

এরপর সবকিছুতে সিলেক্টেড হলে,তারপর ISSB.... (সবচেয়ে প্রতিযোগিতা হয় এখানে,১০০ জনের মধ্য থেকে ৭-৮ জন সিলেক্টেড হয়)

ISSB তে সিলেক্টেডের পর ট্রেনিং। এখান থেকেও অনেকে বাদ যায়।

এতোগুলি ধাপ পার হওয়ার পর তৈরী হয় একজন বিমানবাহিনীর অফিসার । যারা সবাই দেশের রত্ন ।

অথচ,তাদের জীবনের মুল্য এদেশে কতো কম। পুরানো বিমান দিয়ে চলছে প্রশিক্ষণ । নাই পর্যাপ্ত নিরাপত্তা।
প্রায়ই শোনা যায়,প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।

এই প্রাণহানির ১০০ ভাগ দায় রাষ্ট্রের।

এসব আবোল তাবোল বিমান দুনিয়ার আর কোন দেশে চলে না।

যুদ্ধ করার জন্য কেনা বিমানের এমনই হাল যে নিজের দেশের মানুষের উপরই ভাইঙ্গা পড়ে।

এটাই তো প্রথম না।

এর আগেও এই মডেলের বিমানে ট্রেনিং করতে যাইয়া দুইজন পাইলট নিহত হইসিল।

সেইদিন যদি এই দুইজন পাইলটের জীবনের দাম দেওয়া হত, তাহলে হয়তো আজ এই বাচ্চাগুলোরে মরতে হত না।

বাট দেওয়া হয় নাই।

হবেও না।

দুইদিন পর সবাই সবকিছু ভুইলা যাবে।

আমার আপনার টাকা দিয়ে ভাঙারি কিনে হাজার কোটি টাকার দুর্নীতি করা হবে।

দুর্নীতিবাজদের ছেলে মেয়েরা আমার আপনার টাকা নিয়ে কানাডা পড়তে যাবে।

আর সেই ভাঙারি বিমান স্কুলের উপর পইড়া আমাদের সন্তানরা পুড়ে যাবে, মরে যাবে।

কারো কিচ্ছু যাবে আসবে না।

দুনিয়ায় বাকি দেশগুলো অন্তত নিজের মানুষকে বাঁচতে দেয়।

আর আমরা এমন একটা দেশে জন্মাইছি, যেই দেশ আমাদের এমনকি স্কুলেও মাইরা ফালানোর যোগাড় যন্ত্র করে রাখে।

অথচ এই দেশের মানুষের রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু চাওয়া ছিল না।

না আমরা সিংগাপুর হতে চেয়েছি, না আমরা ইউরোপের নাগরিক সুবিধা চেয়েছি।

এ দেশের মানুষ তো শুধুই একটু বাঁচতে চেয়েছিলো.......

পৃথিবীতে সবচেয়ে অনিরাপদ মানুষের জীবন, আর বাংলাদেশে সেটা আরো ভয়াবহ অনিরাপদ।ঘর থেকে সকালে হাসিমুখে বের হয়ে দিনের শেষে প্রি...
21/07/2025

পৃথিবীতে সবচেয়ে অনিরাপদ মানুষের জীবন, আর বাংলাদেশে সেটা আরো ভয়াবহ অনিরাপদ।
ঘর থেকে সকালে হাসিমুখে বের হয়ে দিনের শেষে প্রিয়জন, প্রিয়মুখের কাছে হাসিমুখে ফিরে আসা টাই একটা কঠিন চ্যালেঞ্জ।

ঢাকা শহরের মতো ঘনবসতি পূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ এটা যে অদূরদর্শী কাজ তা বুঝতে রকেট সায়েন্স লাগে না।
মানুষের জীবনের কোনো মূল্য নেই কান্ড জ্ঞানহীন কাজ।

আল্লাহ হেফাজত করুন।

হে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো ঢাকা উত্তরায় বিমান বি'ধ্ব'স্ত! আজ সোমবার দুপুরে ঢাকা রাজধানীর উত্তরায় মেট্রোরেল স্টেশন ...
21/07/2025

হে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো

ঢাকা উত্তরায় বিমান বি'ধ্ব'স্ত! আজ সোমবার দুপুরে ঢাকা রাজধানীর উত্তরায় মেট্রোরেল স্টেশন অফিসের পাশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দু'র্ঘ'টনা'র শিকার হয়। ঘটনাস্থল: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস |

16/07/2025

ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ছিনতাইকারী আটক

15/07/2025

চাচা হেনা কোথায় ?

ময়মনসিংহ থেকে সিলেট পর্যন্ত একটা আন্তঃনগর ট্রেন চালু করা খুব প্রয়োজন বলে মনে করছেন উভয় এলাকার জনগণ। ট্রেনে সিলেট যেতে ...
15/07/2025

ময়মনসিংহ থেকে সিলেট পর্যন্ত একটা আন্তঃনগর ট্রেন চালু করা খুব প্রয়োজন বলে মনে করছেন উভয় এলাকার জনগণ। ট্রেনে সিলেট যেতে হলে ঢাকা দিয়ে ঘুরে যেতে হয়। এছাড়াও ভৈরব হয়ে কোন সরাসরি ট্রেন নেই। এতে করে যেমন খরচ বাড়ে তেমনি অনেক সময় ব্যয় হয়। ফলে ময়মনসিংহ-সিলেট- ময়মনসিংহ একটি আন্তঃনগর ট্রেন অতি প্রয়োজন।

14/07/2025

দুই সাবজেক্ট এ ফেল করছি

ময়মনসিংহ অঞ্চলের গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে আবারও ফুলপুর-তারাকান্দা থেকে ময়মনসিংহগামী বিআরটিসি বাস সার্ভিস ...
14/07/2025

ময়মনসিংহ অঞ্চলের গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে আবারও ফুলপুর-তারাকান্দা থেকে ময়মনসিংহগামী বিআরটিসি বাস সার্ভিস চালু হতে যাচ্ছে আগামী ২১ জুলাই, সোমবার।

নতুন এই রুটে বিআরটিসির যাত্রা শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ময়মনসিংহ ব্রিজ এলাকা থেকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. মুফিদুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাকির হোসাইন।

প্রথম ধাপে রুটটিতে একযোগে ৩টি বাস চলাচল করবে, যা যাত্রীসাধারণের যাতায়াত সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের জন্য ভ্রমণব্যবস্থায় স্বস্তি বয়ে আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আশেপাশের মানুষগুলো এভাবে এগিয়ে আসলে ব্যবসায়ী সোহাগ মা/রা পড়তো না🥹
14/07/2025

আশেপাশের মানুষগুলো এভাবে এগিয়ে আসলে ব্যবসায়ী সোহাগ মা/রা পড়তো না🥹

13/07/2025

হুজুর লেবাসধারি প্রতারক থেকে সাবধান

13/07/2025

আমরা ময়মনসিংহের লোক, আমরা সিংহ দিয়ে জমি চাষ করি ।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Beauty of Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category