Beauty of Mymensingh

Beauty of Mymensingh ময়মনসিংহের সৌন্দর্য উপভোগ করতে পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন

15/12/2025

ব্যবসা শুরু করতে বড় পুঁজি নয়, দরকার সাহস, সততা আর ধৈর্য

29/11/2025

Ai video

পবিত্র কুরআনে সূরা আত-তাওবা ৬৫-৬৬ আয়াতে মহান আল্লাহ বলেন, “যদি তুমি তাদের জিজ্ঞেস কর, তারা অবশ্যই বলবে, ‘আমরা তো কেবল আল...
27/11/2025

পবিত্র কুরআনে সূরা আত-তাওবা ৬৫-৬৬ আয়াতে মহান আল্লাহ বলেন,

“যদি তুমি তাদের জিজ্ঞেস কর, তারা অবশ্যই বলবে, ‘আমরা তো কেবল আলাপ-আলোচনা ও কৌতুক করছিলাম।’ বলো, ‘তোমরা কি আল্লাহ, তাঁর আয়াতসমূহ ও তাঁর রাসূলকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করছিলে? অজুহাত পেশ করো না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছ।"

বাউল আবুল সরকার আমার মহান রবের শানে সুস্পষ্ট বেয়াদবি করেছে। তার ঈমান আছে কি নাই সে কাফের নাকি মুশরিক তা এখন আমার কাছে বিবেচ্য নয়।

সে আমার ধর্ম আমার রবকে কটাক্ষ করেছে, এবং আজ তার পক্ষে যারাই দাঁড়াচ্ছে তারা প্রত্যেকেই আমার রবকে করা সেই কটাক্ষের পক্ষে দাঁড়িয়েছে।

এরা প্রত্যেকেই ইসলামের শত্রু, এরা ইসলামকে হেয় করার স্বাধীনতা চায়।

আবুল সরকার বাউল হোক আর প্রধানমন্ত্রী হোক, সে একজন এনার্কিস্ট। সে সকল ইমানদার মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীলতার মুখে ফেলেছে।

সরকার তাকে গ্রেফতারের মাধ্যমে উপযুক্ত পদক্ষেপের প্রথম ধাপ সম্পন্ন করেছে। এখন সুষ্ঠু বিচার নিশ্চিত করার মাধ্যমে বাকি ধাপ শেষ করতে হবে।

কোনভাবেই তাকে বিচারের মুখ থেকে বাঁচানোর চেষ্টার অর্থই হবে ইসলাম ও মুসলিমদের বিপক্ষে দাঁড়ানো।

১৫ ঘণ্টা ধরে ম্যানহোলে  নারী আটকে ময়মনসিংহে ১৫ ঘণ্টা ম্যানহোলে নারী আটকা— এটা দু*র্ঘট*না নয়, সিটি কর্পোরেশনের নি*র্ম*ম ...
16/11/2025

১৫ ঘণ্টা ধরে ম্যানহোলে নারী আটকে

ময়মনসিংহে ১৫ ঘণ্টা ম্যানহোলে নারী আটকা— এটা দু*র্ঘট*না নয়, সিটি কর্পোরেশনের নি*র্ম*ম অবহেলা!

আজকের ঘটনাটা শুনে রাগে–লজ্জায়–ক্ষোভে মাথা গরম!
ময়মনসিংহ শহরের বুকে খোলা ম্যানহোল রেখে মানুষকে মৃ*ত্যুকূ*পে ঠেলে দেওয়া—
এটা কোনো ভুল নয়… এটা সিটি কর্পোরেশনের অ*পরা*ধমূলক অবহেলা!

সকাল ৮টার দিকে এক নারী ম্যানহোলে পড়ে গেলেন—
কেউ জানল না, কেউ দেখল না,
আর সিটি কর্পোরেশন?
তারা তো হয়তো ঘুমাচ্ছিল!

টানা ১৫ ঘণ্টা এক নারী অন্ধকার, দুর্গন্ধ আর পানির নিচে অসহায়ভাবে পড়ে থাকলেন,
এটা কল্পনা করলেও শিউরে উঠতে হয়।
আর আমাদের সিটি কর্পোরেশনের চোখে–মুখে লজ্জা নেই,
দায়িত্ববোধ নামের জিনিসটা যেন অনেক আগেই মরে গেছে।

এলাকাবাসী শুনতে পেল তাঁর চিৎকার,
কিন্তু সিটি কর্পোরেশন কোথায় ছিল?
শহরের প্রতিটা খোলা ম্যানহোলই আজ একটা খু*নের ফাঁদ!

প্রশ্ন একটাই— শহরের মানুষ কি বাঁচার অধিকার হারিয়ে ফেলেছে?

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা শুধু ফটোসেশন আর উদ্বোধনে ব্যস্ত—
রাস্তার নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান কাজ,
আর সেটাই করতে ব্যর্থ তারা বারবার।

এ শহরে যে কোনো মুহূর্তে
একটি শিশু,
একজন বৃদ্ধ,
একজন পথচারী
এই ম*রণ*গর্তে পড়ে মা*রা যেতে পারে।
আর তাতে সিটি কর্পোরেশনের চোখে পানি আসবে?
নাকি আবারও “খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে”— এই বুলি ঝাড়বে?

**এখনই জবাব চাই!

এখনই সব খোলা ম্যানহোল ঢেকে নিরাপত্তা নিশ্চিত করো!
অন্যথায় প্রতিটা দু*র্ঘট*নার দায় সিটি কর্পোরেশন এড়াতে পারবে না।

#দায়িত্বহীনতার_প্রতিবাদ #প্রাণের_মূল্য_বোঝো #মানবিকতা_ আজ কোথায় --?

11/11/2025

দেখুন কিভাবে টাকা থেকে পাখিটি ঊরে চলে গেল

10/11/2025
সকাল সকাল ময়মনসিংহ ছি*নতাইআজ ভোরে ডিএন চক্রবর্তী রোডের “জয় শাড়ি বিলাস”-এর মালিক দুলাল সাহার স্ত্রী নিয়মিত হাঁটতে বের হলে...
10/11/2025

সকাল সকাল ময়মনসিংহ ছি*নতাই
আজ ভোরে ডিএন চক্রবর্তী রোডের “জয় শাড়ি বিলাস”-এর মালিক দুলাল সাহার স্ত্রী নিয়মিত হাঁটতে বের হলে এক ছি'ন'তা'ই'কারী তার উপর হা'ম'লা চালায়। ছি'ন'তা'ই'কা'রী গলায় থাকা চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সাথে থাকা পাহারাদার বাধা দেয়।

এসময় ছি'ন'তাই'কা'রী পাহারাদারের পেটে ছু'রি মারে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি মৃ'ত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন যাবৎ এখানে ছি-নতাই সহ বিভিন্ন অপকর্ম ঘটে।প্রশাসন তার কোনো ব্যবস্থাই নেয় না।
২ বছর আগে এখানেই এক রিকশা ওয়ালাকে হ*ত্যা করা হয়।
পোস্টটি শেয়ার করে অন্যকে সচেতন করুন।এধরণের লোক সামনে আসলে যেন তারা সচেতন হতে পারে।আপনি নিজেও সচেতন হোন।আর অবশ্যই বিশেষ কোনো দিন ছাড়া স্বর্ণ অলঙ্কার পড়া থেকে আপাতত বিরত থাকুন।
এই যদি হয় আমাদের ময়মনসিং,😢

ময়মনসিংহ বাইপাসে অটোচালক মাসুদের জ/বা/ই, নিসআ’র দাবি দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারময়মনসিংহের আকুয়া ও ঢাকা বাইপাসের মধ্য...
23/10/2025

ময়মনসিংহ বাইপাসে অটোচালক মাসুদের জ/বা/ই, নিসআ’র দাবি দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদার
ময়মনসিংহের আকুয়া ও ঢাকা বাইপাসের মধ্যবর্তী স্থানে ফুলবাড়ীয়া ভালুকজান নিবাসী অটোচালক মাসুদ-কে নির্মমভাবে জ/বা/ই করে অটো ছি/ন/তা/ই করার ঘটনায় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ময়মনসিংহ সদর শাখা গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে। এই হত্যাকাণ্ড কেবল একজন পরিশ্রমী চালকের মৃত্যু নয় এটি দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার প্রতি এক ভয়াবহ হুমকি।

প্রশাসনের প্রতি নিসআ’র ময়মনসিংহ সদর শাখার দাবি

• এই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৩০২ (ইচ্ছাকৃত খুন) ও ধারা ৩৯২ (ছিনতাই) অনুযায়ী দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে।

• ময়মনসিংহ বাইপাসসহ দেশের সকল মহাসড়কে রাত্রীকালীন পুলিশ টহল ও নজরদারি বৃদ্ধি করতে হবে।

• নির্জন স্থানে চলাচলকারী চালক ও যাত্রীদের সুরক্ষায় CCTV স্থাপন ও নিরাপত্তা চৌকি চালু করতে হবে।

• প্রশাসনকে নি*হ*ত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

নিসআ মনে করে, একজন শ্রমজীবী চালকের জীবন কোনোভাবেই মূল্যহীন নয়। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে সাধারণ মানুষ ও পরিবহনশ্রমিকদের মধ্যে ভয় ও অনিরাপত্তা আরও বাড়বে।

সচেতনতা ও সুরক্ষা পরামর্শ

• রাতে বা ভোরে বাইপাসে একা অপেক্ষা না করে নিকটস্থ দোকান, হোটেল বা পাম্প এলাকায় অবস্থান করুন।

• অচেনা যাত্রী বা গাড়ির প্রতি সতর্ক থাকুন।

• সন্দেহজনক কিছু দেখলে দ্রুত ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানান।

• নিসআ দৃঢ়ভাবে বিশ্বাস করে, দ্রুত বিচারই পারে সমাজে আস্থা ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতে এমন নৃশংসতা ঠেকাতে।

14/08/2025
সকালে বিয়ে হয়েছেসন্ধ্যায় শ্বশুর মাথা ফাটায় দিছে! #অপরাধ: শ্বশুরের সামনে বিড়ি ধরাইছিলো😬৪টা সেলাই দিয়ে বাসর রাতের জন্য পেশ...
08/08/2025

সকালে বিয়ে হয়েছে
সন্ধ্যায় শ্বশুর মাথা ফাটায় দিছে!

#অপরাধ: শ্বশুরের সামনে বিড়ি ধরাইছিলো😬

৪টা সেলাই দিয়ে বাসর রাতের জন্য পেশেন্টকে রেডি করে দিলাম!!

#রোগীর_ভাষ্য:
শ্বশুর আমার খালু!
আগেও একসাথে বিড়ি খাইছি!!
বিয়ের পরেই খালু শ্বশুর হয়ে গেছে!!!

✒️ ডা. সাব্বির আহমেদ
Courtesy: Doctor's Diary

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Beauty of Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category