16/11/2025
১৫ ঘণ্টা ধরে ম্যানহোলে নারী আটকে
ময়মনসিংহে ১৫ ঘণ্টা ম্যানহোলে নারী আটকা— এটা দু*র্ঘট*না নয়, সিটি কর্পোরেশনের নি*র্ম*ম অবহেলা!
আজকের ঘটনাটা শুনে রাগে–লজ্জায়–ক্ষোভে মাথা গরম!
ময়মনসিংহ শহরের বুকে খোলা ম্যানহোল রেখে মানুষকে মৃ*ত্যুকূ*পে ঠেলে দেওয়া—
এটা কোনো ভুল নয়… এটা সিটি কর্পোরেশনের অ*পরা*ধমূলক অবহেলা!
সকাল ৮টার দিকে এক নারী ম্যানহোলে পড়ে গেলেন—
কেউ জানল না, কেউ দেখল না,
আর সিটি কর্পোরেশন?
তারা তো হয়তো ঘুমাচ্ছিল!
টানা ১৫ ঘণ্টা এক নারী অন্ধকার, দুর্গন্ধ আর পানির নিচে অসহায়ভাবে পড়ে থাকলেন,
এটা কল্পনা করলেও শিউরে উঠতে হয়।
আর আমাদের সিটি কর্পোরেশনের চোখে–মুখে লজ্জা নেই,
দায়িত্ববোধ নামের জিনিসটা যেন অনেক আগেই মরে গেছে।
এলাকাবাসী শুনতে পেল তাঁর চিৎকার,
কিন্তু সিটি কর্পোরেশন কোথায় ছিল?
শহরের প্রতিটা খোলা ম্যানহোলই আজ একটা খু*নের ফাঁদ!
প্রশ্ন একটাই— শহরের মানুষ কি বাঁচার অধিকার হারিয়ে ফেলেছে?
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা শুধু ফটোসেশন আর উদ্বোধনে ব্যস্ত—
রাস্তার নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান কাজ,
আর সেটাই করতে ব্যর্থ তারা বারবার।
এ শহরে যে কোনো মুহূর্তে
একটি শিশু,
একজন বৃদ্ধ,
একজন পথচারী
এই ম*রণ*গর্তে পড়ে মা*রা যেতে পারে।
আর তাতে সিটি কর্পোরেশনের চোখে পানি আসবে?
নাকি আবারও “খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে”— এই বুলি ঝাড়বে?
**এখনই জবাব চাই!
এখনই সব খোলা ম্যানহোল ঢেকে নিরাপত্তা নিশ্চিত করো!
অন্যথায় প্রতিটা দু*র্ঘট*নার দায় সিটি কর্পোরেশন এড়াতে পারবে না।
#দায়িত্বহীনতার_প্রতিবাদ #প্রাণের_মূল্য_বোঝো #মানবিকতা_ আজ কোথায় --?