23/10/2025
ময়মনসিংহ বাইপাসে অটোচালক মাসুদের জ/বা/ই, নিসআ’র দাবি দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদার
ময়মনসিংহের আকুয়া ও ঢাকা বাইপাসের মধ্যবর্তী স্থানে ফুলবাড়ীয়া ভালুকজান নিবাসী অটোচালক মাসুদ-কে নির্মমভাবে জ/বা/ই করে অটো ছি/ন/তা/ই করার ঘটনায় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ময়মনসিংহ সদর শাখা গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে। এই হত্যাকাণ্ড কেবল একজন পরিশ্রমী চালকের মৃত্যু নয় এটি দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার প্রতি এক ভয়াবহ হুমকি।
প্রশাসনের প্রতি নিসআ’র ময়মনসিংহ সদর শাখার দাবি
• এই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৩০২ (ইচ্ছাকৃত খুন) ও ধারা ৩৯২ (ছিনতাই) অনুযায়ী দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে।
• ময়মনসিংহ বাইপাসসহ দেশের সকল মহাসড়কে রাত্রীকালীন পুলিশ টহল ও নজরদারি বৃদ্ধি করতে হবে।
• নির্জন স্থানে চলাচলকারী চালক ও যাত্রীদের সুরক্ষায় CCTV স্থাপন ও নিরাপত্তা চৌকি চালু করতে হবে।
• প্রশাসনকে নি*হ*ত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
নিসআ মনে করে, একজন শ্রমজীবী চালকের জীবন কোনোভাবেই মূল্যহীন নয়। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে সাধারণ মানুষ ও পরিবহনশ্রমিকদের মধ্যে ভয় ও অনিরাপত্তা আরও বাড়বে।
সচেতনতা ও সুরক্ষা পরামর্শ
• রাতে বা ভোরে বাইপাসে একা অপেক্ষা না করে নিকটস্থ দোকান, হোটেল বা পাম্প এলাকায় অবস্থান করুন।
• অচেনা যাত্রী বা গাড়ির প্রতি সতর্ক থাকুন।
• সন্দেহজনক কিছু দেখলে দ্রুত ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানান।
• নিসআ দৃঢ়ভাবে বিশ্বাস করে, দ্রুত বিচারই পারে সমাজে আস্থা ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতে এমন নৃশংসতা ঠেকাতে।