10/05/2025
আজকের সমাজে অনেক সময় দেখা যায়, একজন পুরুষের মূল্যায়ন শুধুমাত্র তার আয়ের উপর নির্ভর করে। যেন টাকা ছাড়া তার অস্তিত্বই মূল্যহীন। কিন্তু সত্যি কি তাই? একজন পুরুষের যোগ্যতা, সংগ্রাম, মানবিক গুণাবলি — এসবই তাকে পূর্ণ মানুষ করে তোলে। অর্থ জীবনের অংশ, পুরোটা নয়।
#মানবিকতা #সমাজেরচোখে #টাকারমূল্য #পুরুষওমানব #সমতা #সত্যকথা #বাস্তবতা #সমাজচিত্র