
25/08/2025
দীর্ঘ পথচলার মধ্য দিয়ে নটর ডেম লেখককুঞ্জ পদার্পণ করেছে গৌরবের ২৫তম বছরে। এই রজতজয়ন্তীর বিশেষ আয়োজনে, আমরা প্রকাশ করছি আপনার লেখা মৌলিক কবিতা।
“পঁচিশের পঙ্ক্তি” শিরোনামে নটর ডেম লেখককুঞ্জের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নির্বাচিত কবিতাগুলো প্রকাশ পাচ্ছে।
“অক্ষরে আঁকি সৃষ্টির সৌন্দর্য”—এই প্রত্যয়ে, এবার আপনার শব্দেই রাঙুক আমাদের রজতজয়ন্তীর পৃষ্ঠা।
কবিতা:
*অনন্ত শূন্যতা*
জীবন একসময় ঠিকই নামিয়ে দেয় সেই বাক্সবন্ধি ঘরে,
যেখানে তুমি পাবে সেই ভনভনে মাছিটিকে।
এই জীবন একদিন থামবে,
হয়তো কোনো এক বিকেলের শেষ আলোয়।
যেখানে বাতাসের শীতল স্পর্শে
তুমি শুনবে শুকনো পাতার কানাকানি।
সেই ঘরে থাকবে শুধু নিস্তব্ধতা,
দেয়ালের ছায়ায় অন্ধকারের নাচ।
একটা মোমবাতি জ্বলবে শেষ আলোটুকু দিয়ে,
আর ধোঁয়া উঠবে শূন্যে—বিলীন হয়ে।
তখন হয়তো বুঝবে,
জীবন ছিল এক মুহূর্তের গল্প,
যার শেষে আমরা সবাই
ফিরে যাই সেই অনন্ত শূন্যতায়।
কবি:
অন্তর রাজ রিফাত
দ্বাদশ শ্রেণি,
ঢাকা সিটি কলেজ।