নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব

নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব এটা নটর ডেম কলেজ ময়মনসিংহ এর "নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব" এর অফিশিয়াল পেইজ। আপডেট জানতে পাশে থাকুন।

25/08/2025

দীর্ঘ পথচলার মধ্য দিয়ে নটর ডেম লেখককুঞ্জ পদার্পণ করেছে গৌরবের ২৫তম বছরে। এই রজতজয়ন্তীর বিশেষ আয়োজনে, আমরা প্রকাশ করছি আপনার লেখা মৌলিক কবিতা।

“পঁচিশের পঙ্‌ক্তি” শিরোনামে নটর ডেম লেখককুঞ্জের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নির্বাচিত কবিতাগুলো প্রকাশ পাচ্ছে।

“অক্ষরে আঁকি সৃষ্টির সৌন্দর্য”—এই প্রত্যয়ে, এবার আপনার শব্দেই রাঙুক আমাদের রজতজয়ন্তীর পৃষ্ঠা।

কবিতা:

*অনন্ত শূন্যতা*

জীবন একসময় ঠিকই নামিয়ে দেয় সেই বাক্সবন্ধি ঘরে,
যেখানে তুমি পাবে সেই ভনভনে মাছিটিকে।
এই জীবন একদিন থামবে,
হয়তো কোনো এক বিকেলের শেষ আলোয়।

যেখানে বাতাসের শীতল স্পর্শে
তুমি শুনবে শুকনো পাতার কানাকানি।
সেই ঘরে থাকবে শুধু নিস্তব্ধতা,
দেয়ালের ছায়ায় অন্ধকারের নাচ।
একটা মোমবাতি জ্বলবে শেষ আলোটুকু দিয়ে,
আর ধোঁয়া উঠবে শূন্যে—বিলীন হয়ে।

তখন হয়তো বুঝবে,
জীবন ছিল এক মুহূর্তের গল্প,
যার শেষে আমরা সবাই
ফিরে যাই সেই অনন্ত শূন্যতায়।

কবি:
অন্তর রাজ রিফাত
দ্বাদশ শ্রেণি,
ঢাকা সিটি কলেজ।

পঁচিশের পঙক্তি
22/08/2025

পঁচিশের পঙক্তি

চান্সপ্রাপ্ত নবীণ ডেমিয়ান'দের নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাবের পক্ষে হতে শুভেচ্ছা ও অভিনন্দন 🎉🎉
20/08/2025

চান্সপ্রাপ্ত নবীণ ডেমিয়ান'দের নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাবের পক্ষে হতে শুভেচ্ছা ও অভিনন্দন 🎉🎉

নিঃসন্দেহে সাহসী পদক্ষেপ ছিল।
04/08/2025

নিঃসন্দেহে সাহসী পদক্ষেপ ছিল।

ডেমিয়ান, ঢাবিয়ান সকল ডেজিগনেশনে পরিপূর্ণ। মেধাবী ও সরল একটি মুখ। প্রতিকূল সময়েও যিনি আমাদের জন্য ভাবতে ভুলেন না। নটর ডেম...
26/07/2025

ডেমিয়ান, ঢাবিয়ান সকল ডেজিগনেশনে পরিপূর্ণ। মেধাবী ও সরল একটি মুখ। প্রতিকূল সময়েও যিনি আমাদের জন্য ভাবতে ভুলেন না। নটর ডেম কলেজ ময়মনসিংহের বাংলা বিভাগের রত্ম, শ্রদ্ধেয় প্রনব নকরেক স্যার।
শুভকামনা
শুভ জন্মদিবস Pronab Nokrek স্যার। স্বপ্নগুলি আকাশ ছুঁয়ে যাক...

"Some left us forever, some still fight for life. Our hearts are with every victim of the Milestone plane crash."©️
21/07/2025

"Some left us forever, some still fight for life. Our hearts are with every victim of the Milestone plane crash."
©️

“শুভ জন্মদিন, প্রিয় বিদ্যাপীঠ!”🤍
01/07/2025

“শুভ জন্মদিন, প্রিয় বিদ্যাপীঠ!”🤍

Happy Birthday to the visionary who proved that even the smallest loan can spark the biggest change. Prof. Muhammad Yunu...
28/06/2025

Happy Birthday to the visionary who proved that even the smallest loan can spark the biggest change. Prof. Muhammad Yunus — not only a Nobel Laureate, but also the Chief Advisor of Bangladesh’s Interim Government during a time of national crisis. In moments of uncertainty, he held the nation’s hand and guided it toward reform. His leadership and integrity repeatedly elevated Bangladesh on the global stage. You didn’t just create a bank—you created belief. May your legacy continue to inspire generations.
Wishing you a long, healthy, and impactful life ahead.
🇧🇩🌍✨

"সাহিত্য আর প্রকৃতির পরতে পরতে যাঁর স্পর্শ ছড়িয়েছে নিঃশব্দ দীপ্তি, সেই Kawsar Ahmed Sakib,  নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্ল...
26/06/2025

"সাহিত্য আর প্রকৃতির পরতে পরতে যাঁর স্পর্শ ছড়িয়েছে নিঃশব্দ দীপ্তি, সেই Kawsar Ahmed Sakib, নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব ২০২৫-এর 'সেরা সদস্য'। শব্দে, ভাবনায় ও কর্মে তাঁর অবিচল উপস্থিতি আমাদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। অভিনন্দন, এই নীরব সৃষ্টির কারিগরকে।" 🍃📖✨

জন্মতিথির শুভেচ্ছা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।🖤
26/06/2025

জন্মতিথির শুভেচ্ছা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।🖤

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়,এটাই কি মোর অপরাধ।সুন্দরের পূজারী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীত...
25/05/2025

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়,
এটাই কি মোর অপরাধ।
সুন্দরের পূজারী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

Address

বাড়েরা, ময়মনসিংহ
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category