22/08/2025
আমি কারো রাত জাগার কারণ হতে পারেনি,কেউ আমাকে মিস করে ২০-৩০ কল দেয়নি, একদিন অফলাইনে গেলে কেউ শত শত টেক্সট ইনবক্সে ভরেনি, কেউ ভুল করেও আমাকে জিজ্ঞেস করেনি " আজ মন ভালো? কেউ কখনো বলেনি চল আজ ঘুরতে যাই খরচ আমি দিবো। কারো মনে, কারো মস্তিষ্কে, কারো স্টোরি তে, কারো কাভার পিকে,কারো ফোনের ওয়ালপেপারে ,কারো গল্পে কখনো আমি স্থান পায়নি।❤️