11/07/2025
চাঁদা দেন জীবন বাঁচান😆😄😃
আল্লাহতালার দিনকাল মানুষের মধ্যে পরিবর্তন করে দেন। সূরা রাদ আয়াত ( 11.)
শুধু এতটুকুই বলবো বিএনপি'র পরিণতি আওয়ামী লীগ থেকে ভয়াবহ হবে ইনশাআল্লাহ।
হয়তো দুদিন আগে না হয় দুদিন পরে।
পস্তরযুগের মতো দানব।।
কিছু বললে কমেন্টবক্সে এসে গালিগালাজ শুরু করবে।
আর এরা চাঁদা না পেয়ে একটা মানুষকে প্রকাশ্যে ল্যাংটা করে পাথর মেরে মেরে হত্যা করলো।
এরপর নির্লজ্জের মতো বলবে- বহিস্কার করেছি। ব্যক্তির দায় দল নিবে না। আপনার দল এমন ক্যান, " নিজ দলেরই শতাধিক মানুষকে হত্যা করে ফেললো লাস্ট ১১ মাসে।।"
প্রতিনিয়ত অপরাধীদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায় থানা ঘেরাও করে।।
একপর্যায়ে এসে বলবে, "দলের সব খারাপ, একজনই ভালো। উনি জিরো টলারেন্স।"
নিয়মিত এক ব্যক্তির হাজারো গুনগান। যেভাবে হাসিনার গুণকীর্তন চলতো।।
আর কত্ত!!
দেশের কোন ওয়ার্ডে আপনর দলের লোকজন চাঁদাবাজি করে নি, কোন ওয়ার্ডে মানুষের গায়ে হাত তুলেনি অন্যায়ভাবে বলবেন???
জনাব Tarique Rahman সাহেব, আপনার নেতাকর্মীদের এক্ষুনি সামলান।।। এদেশটারে আর ধ্বংসের দিকে নিতে দিয়েন না।।।
এরপর এখানে এসে হাসিনার প্রেতাত্মাদের মতো করে বলবে জিয়া পরিবারের প্রশ্নে আপোষহীন, ওমুক নেতার প্রশ্নে আপোষহীন। আর নিজেরাই আকাম করে নেতারে ডুবায়, জিয়া পরিবারকে ডুবায় এটা ভুলে যায়।।
একটা কথা মনে রাখবেন।। আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবকলীগ যত অপকর্ম করেছে তার দায় যদি হাসিনার হয়। আপনারা যত হত্যাকান্ড ঘটিয়েছেন, যত চাঁদাবাজি করেছেন, হামলা করেছেন মানুষের উপর, সবকিছুর দায়ও আপনার দল আর আপনার নেতাকে নিতে হবে।
মনে রাখবেন-
পুরান ঢাকায় ২০১২ সালে বিশ্বজিৎ হত্যাকান্ডের চেয়েও জঘন্য হত্যাকান্ড ঘটিয়েছেন আপনারা ২০২৫ এ এসে।
গালি দিতে আসার আগে দশবার তওবা পড়ে
নিয়েন।
ধন্যবাদ।