Md Mamun Khan

Md Mamun Khan কারো আলোকিত শহরে হাঠতে চাই না�
(BG) 0+

তুমি যতই ভালো হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো, তাহলে তুমি মূল্যহীন It’s true
31/05/2024

তুমি যতই ভালো হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো, তাহলে তুমি মূল্যহীন

It’s true

সদ্য স্নাতক পাস করা মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা তাকে নিয়ে তাদের গ্যারেজে গেলেন। বললেন, ‘এখানের এই গাড়িটা অনেক ...
29/04/2024

সদ্য স্নাতক পাস করা মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা তাকে নিয়ে তাদের গ্যারেজে গেলেন। বললেন, ‘এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি ক্রয় করেছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশির এই মুহূর্তে গাড়িটি আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। তবে তার আগে তুমি এটি বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ তাঁরা গাড়িটির কত দাম বলে।’

মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′তাঁরা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে, কারণ এটি দেখতে খুব পুরনো আর জরাজীর্ণ।’

বাবা বললেন, ‘এবার গাড়িটি একটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!’ মেয়ে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে তাঁর বাবাকে বলল, ‘এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র ১০০ ডলার দাম দিতে চায়।′

বাবা তখন তাঁর মেয়েকে একটি গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তাঁর বাবাকে বলল, ‘ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি আইকনিক গাড়ি।’

তখন বাবা তাঁর মেয়েকে বললেন, ‘সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়, তবে মন খারাপ করবে না। বুঝে নিবে এর মানে তুমি কোন ভুল জায়গায় আছো। তাঁরাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। সে জায়গায় কখনো পড়ে থাকবে না যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ উপলব্ধি করতে পারে না।

#শিক্ষা_ও_তথ্য_কেন্দ্র।

2/12/2318/3/24
13/04/2024

2/12/23
18/3/24

ছোট ভাই মানে হলো আদর, আবদার আর দুষ্টুমির খেলাঘর। আপনার দিনের সমস্ত অবসাদ, ক্লান্তি দূর করতে তার কিছু সময়ের দুষ্টুমিই যথে...
22/11/2023

ছোট ভাই মানে হলো আদর, আবদার আর দুষ্টুমির খেলাঘর। আপনার দিনের সমস্ত অবসাদ, ক্লান্তি দূর করতে তার কিছু সময়ের দুষ্টুমিই যথেষ্ট।🥰

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Mamun Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share