31/12/2024
স্মার্টকার্ডধারী আনসারদের একটি বহুল আলোচিত দাবী ছিলো, আন্দোলনে অংশ নিয়েছে কিন্তু গার্ডে চাকরি করছে এমন আনসারদের বিরুদ্ধে বাহিনী কোন ব্যবস্থা নিচ্ছে কিনা।
বাহিনীর মহাপরিচালক মহোদয় দায়িত্ব নেয়ার পর থেকেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাহিনীর সকল পর্যায়ে বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন। আন্দোলনের সাথে সম্পৃক্ত সদস্যদের তাৎক্ষণিক রিপোর্টের ভিত্তিতে ফ্রিজ করা হলেও প্রকৃত অপরাধী যাচাই বাছাই প্রক্রিয়া সময় নিয়ে বহুমুখী সূত্রের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাহিনী প্রধানের দূরদর্শী চিন্তার আলোকে আন্দোলনে সক্রিয় থাকা বা উষ্কানি দাতা আনসার সদস্যদের ধীরে ধীরে চিহ্নিত করা হচ্ছে। যারাই চিহ্নিত হচ্ছেন, ফ্রিজ হয়ে শাস্তির আওতায় আসছেন। গত তিন মাসে ১০০ জনের অধিক আনসার সদস্যকে, যারা আন্দোলনে অংশ নিয়ে, বাহিনীকে কলংকিত করে গার্ডে নির্বিঘ্নে চাকরি করছিলেন তাদের তথ্য প্রমাণের ভিত্তিতে চিহ্নিত করে ফ্রিজ করা হয়েছে। অন্যদিকে ফ্রিজ হওয়া নিরাপদ সদস্যদের প্রমানকের ভিত্তিতে করা হয়েছে আনফ্রিজ।
এরুপ শৃঙ্খলা পরিপন্থী কাজে যারা জড়িত ছিলো তাদের জায়গায় অফার পাবার সুযোগ পাবেন বাহিনীর শৃঙ্খলার প্রতি অনুগত এবং দায়িত্বশীল আনসার সদস্যবৃন্দ যারা প্যানেলে সকল পর্যায়ের তথ্য বিশ্লেষণের ধাপ পেরিয়ে অপেক্ষারত আছেন। তবে মানে রাখতে হবে সকলকে, আন্দোলনে অংশ নেয়া আনসারের সংখ্যা ৮ হাজারের অধিক, গুটিকয়েক নয়। তাই এদেরকে সনাক্ত করার জন্য প্রয়োজন তথ্য প্রমাণের যা সংগ্রহ করা সময় সাপেক্ষ। তাই রেস্টবিহীন নতুন আনসার কাঠামো তে প্যানেল, ফ্রিজ, ফ্রি স্ট্যাটাসে থাকা সবাইকে ধৈর্য ধরতে হবে।
আন্দোলনে সক্রিয় যারা ছিলেন এবং এখন গার্ডে নিশ্চিন্তে বসে আছেন, তাদের জন্য কতৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে, তথ্য প্রমাণ সংগ্রহ চলমান আছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। নিবেদিতপ্রাণ আনসার সদস্যদের বাদ দিয়ে উশৃংখল আনসার সদস্যদের নিয়ে বাহিনী আর কখনো কালিমাময় হবে না এবং এ সংকল্পে বাহিনীর সকল সদস্য দৃঢ় প্রতিজ্ঞ।
#সাধারণআনসার #আনসারবাহিনী