বাংলাদেশ আমার অহংকার

বাংলাদেশ আমার অহংকার আসসালামু আলাইকুম �
(10)

20/02/2025
24/01/2025
01/01/2025

ইংরেজী নববর্ষের নতুন ক্ষণে শুভ উপহার।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের বাহিনীর সদস্যদের প্রতি কল্যানচিন্তার একটি মৌলিক অংশ জুড়ে রয়েছে বিদ্যমান রেশন সামগ্রীর উন্নয়ন। এই প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে গমের পরিবর্তে প্যাকেট আটা দেয়ার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে সকল পর্যায়ের রেশন প্রাপ্য সদস্যবৃন্দের জন্য। গমের পরিবর্তে আটা প্রদান করার দাবী বিভিন্ন পর্যায়ের সদস্যদের কাছ থেকে দরবার, সভাস্থল এবং বাহিনীর যেকোন অনুষ্ঠানে উঠে এসেছে বহুবার যা আর্থসামাজিক উন্নয়নের কারণে খাদ্যাভ্যাসের পরিবর্তনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত।

তাই বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সানুগ্রহে অনেক গবেষণালদ্ধ স্হায়ী সমাধানের উপযোগী সম্ভাব্য সুযোগ হচ্ছে ১ ইউনিট রেশন প্রাপ্য সদস্য ১২ কেজি গমের বদলে ৯ কেজি আটা, ২ ইউনিটে ২০ কেজি গমের বদলে ১৫ কেজি আটা, ৩ ইউনিটে ২৫ কেজি গমের বদলে ১৯ কেজি আটা, অংগীভূত ও হিল আনসারদের ২৮ কেজি গমের বদলে ২২ কেজি আটার প্রাপ্যতার উদ্যোগ নেয়া হয়েছে।

এ সিদ্ধান্ত কার্যকর করার পূর্বে নেয়া হবে জনমত, করা হবে অনলাইন জরীপ। জরীপের ফলাফল এর ভিত্তিতে চূড়ান্ত করা হবে নীতিমালা ও বিতরণ ব্যবস্থা। যে কেউ পোস্টে দেয়া লিংকে প্রবেশ করে নিজের মতামত প্রদান করতে পারবেন।

বাহিনীর সদস্যদের জন্য আরো বড় বড় সুখবর অপেক্ষা করছে ২০২৫ সনের আগামী দিনগুলোতে। তাই সকলের প্রতি শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা নিয়ে সক্ষমতা ও সমৃদ্ধির লক্ষ্যে বাহিনীর অর্পিত দায়িত্ব পালনে যত্নশীল হবার আহবান জানানো যাচ্ছে।
মতামত প্রদানের লিংক :👇
https://forms.gle/b95Fu4eHWcpy1wbNA

31/12/2024

স্মার্টকার্ডধারী আনসারদের একটি বহুল আলোচিত দাবী ছিলো, আন্দোলনে অংশ নিয়েছে কিন্তু গার্ডে চাকরি করছে এমন আনসারদের বিরুদ্ধে বাহিনী কোন ব্যবস্থা নিচ্ছে কিনা।

বাহিনীর মহাপরিচালক মহোদয় দায়িত্ব নেয়ার পর থেকেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাহিনীর সকল পর্যায়ে বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন। আন্দোলনের সাথে সম্পৃক্ত সদস্যদের তাৎক্ষণিক রিপোর্টের ভিত্তিতে ফ্রিজ করা হলেও প্রকৃত অপরাধী যাচাই বাছাই প্রক্রিয়া সময় নিয়ে বহুমুখী সূত্রের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাহিনী প্রধানের দূরদর্শী চিন্তার আলোকে আন্দোলনে সক্রিয় থাকা বা উষ্কানি দাতা আনসার সদস্যদের ধীরে ধীরে চিহ্নিত করা হচ্ছে। যারাই চিহ্নিত হচ্ছেন, ফ্রিজ হয়ে শাস্তির আওতায় আসছেন। গত তিন মাসে ১০০ জনের অধিক আনসার সদস্যকে, যারা আন্দোলনে অংশ নিয়ে, বাহিনীকে কলংকিত করে গার্ডে নির্বিঘ্নে চাকরি করছিলেন তাদের তথ্য প্রমাণের ভিত্তিতে চিহ্নিত করে ফ্রিজ করা হয়েছে। অন্যদিকে ফ্রিজ হওয়া নিরাপদ সদস্যদের প্রমানকের ভিত্তিতে করা হয়েছে আনফ্রিজ।

এরুপ শৃঙ্খলা পরিপন্থী কাজে যারা জড়িত ছিলো তাদের জায়গায় অফার পাবার সুযোগ পাবেন বাহিনীর শৃঙ্খলার প্রতি অনুগত এবং দায়িত্বশীল আনসার সদস্যবৃন্দ যারা প্যানেলে সকল পর্যায়ের তথ্য বিশ্লেষণের ধাপ পেরিয়ে অপেক্ষারত আছেন। তবে মানে রাখতে হবে সকলকে, আন্দোলনে অংশ নেয়া আনসারের সংখ্যা ৮ হাজারের অধিক, গুটিকয়েক নয়। তাই এদেরকে সনাক্ত করার জন্য প্রয়োজন তথ্য প্রমাণের যা সংগ্রহ করা সময় সাপেক্ষ। তাই রেস্টবিহীন নতুন আনসার কাঠামো তে প্যানেল, ফ্রিজ, ফ্রি স্ট্যাটাসে থাকা সবাইকে ধৈর্য ধরতে হবে।

আন্দোলনে সক্রিয় যারা ছিলেন এবং এখন গার্ডে নিশ্চিন্তে বসে আছেন, তাদের জন্য কতৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে, তথ্য প্রমাণ সংগ্রহ চলমান আছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। নিবেদিতপ্রাণ আনসার সদস্যদের বাদ দিয়ে উশৃংখল আনসার সদস্যদের নিয়ে বাহিনী আর কখনো কালিমাময় হবে না এবং এ সংকল্পে বাহিনীর সকল সদস্য দৃঢ় প্রতিজ্ঞ।

#সাধারণআনসার #আনসারবাহিনী

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ আমার অহংকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share