ms Shikder 71

ms Shikder 71 মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি…….

শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগMohit Ur Rahman Shanto
22/06/2025

শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগ
Mohit Ur Rahman Shanto

ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল……

বাঙালি জাতির সকল লড়াই সংগ্রাম মুক্তি আত্মমর্যাদা আত্মপরিচয় স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলনের আঁতুড় ঘর বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে মুজিবীয় শুভেচ্ছা……

আমার মাটি আমার মা
পাকিস্তান হবে না
☝️☝️☝️❤️❤️

25/05/2025

আল্লাহ পাক কাকাকে বেহেস্তবাসী করুন ☝️

মৃত্যুতে থামেনা জীবন
ভালোবাসার মাঝে যে বেঁচে থাকে
মৃত্যু তাকে ছোঁয় না…….

21/05/2025

চ্যাট জিপিটি বহুত মানুষের চাকরি খাইবো।।যেমন আগে এইরম ছবি দরকার হইলে এক ছোট ভাইকে ফোন দিয়ে কইতাম বানায় দে ( যদিও টেহা নিত না ) আজকে হঠাৎ চ্যাট জিপিটি রে ইংলিশে কইলাম মহাজন ইউনুস বাংলাদেশ বেইচ্চা দিতাছে আমেরিকার কাছে আর আর্মি সহ সাধারণ মানুষ এইডার বিরোধিতা করতাছে এরকম একটা ছবি বানায় দেও । কয়েক সেকেন্ডের মধ্যে এইডা বানায় দিল । এইডার মধ্যে আমার কোন ক্রেডিট নাই । ক্রেডিট যাইতে পারে আমার এই প্রশ্নটার কাছে।

চেট জিপিটি তো তথ্য বুল অইলে আমারে কইতো মহাজনরে লইয়া এরকম কিছু শুনি নাই । কইল না তো !! নাকি হেও জানে আমি আওয়ামী লীগ করি !!!

বিশেষ দ্রষ্টব্য : মামা চাল্লু আছে। আমেরিকার কথা কইছিলাম কিন্তু আমেরিকার কোনো পতাকা বা ছবি দিল না। হাতটা খালি দিল😩😩

24/04/2025

একজন প্রকৃত মুমিন বিশ্বাস করেন পৃথিবীর সকল মানুষ আল্লাহ পাকের সৃষ্টি , শুধু মানুষগুলি ধর্মটা পালন করে ভিন্ন ভিন্ন নামে । আল্লাহপাক বলেছেন কোন নির্দোষ ব্যক্তিকে হত্যা করলে পুরো মানবজাতিকে হত্যা করা হয় । সেখানে শুধু মুসলমানের কথা বলা হয়নি । কাশ্মীরের পেহেলগামে যারা মানুষ হত্যা করেছে তারা আল্লাহ পাকের বিরুদ্ধাচারণ করেছে। এই হত্যাকান্ড যারা ঘটিয়েছে তারা পাকিস্তানের মদদপুষ্ট। মুসলমানদের দেশ হওার সুবাদে পাকিস্তান কিছু মানুষ এর প্রিয় রাষ্ট্র । অথচ এই পাকিস্তান শুধুমাত্র মুসলিম হত্যা করেছে ৪০ থেকে ৪৫ লাখ যা কিনা আমেরিকা ইসরাইল এবং তাদের মিত্রশক্তির হাতে নিহতের চেয়েও পরিমানে বেশি। বিভিন্ন দেশে পারমাণবিক বোমার নকশা বিক্রি করে পৃথিবীর মানুষকে আরও বেশি হুমকির মধ্যে ফেলে দিয়েছে এ পাকিস্তান ।সারা পৃথিবীর সাধারণ মুসলমানরা যেখানে ইউক্রেন- রাশিয়া যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়েছে সেখানে পাকিস্তান ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা করেছে। মসজিদের ভেতরে বোমা হামলা করে হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয় পাকিস্তানে। এমনকি পাকিস্তানের সাধারণ মানুষ তাদের রাষ্ট্রযন্ত্রের যাঁতাকলে নিষ্পেষিত দশকের পর দশক। এখানে ভালো মানুষ নেতৃত্ব দিতে পারে না , ইমরান খান তার জ্বলন্ত উদাহরণ।

দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তানকে নিষ্ক্রিয় করাটা অত্যন্ত জরুরী। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এই পাকিস্তানি সরকার এবং তার জঙ্গি বাহিনীকে বাংলাদেশকে অভয়ারণ্য হিসেবে ব্যবহার করতে দিয়েছে ইউনুস সরকার ।এর মাশুল বাংলাদেশকে একদিন দিতেই হবে হয়তো তখন ইউনুস এবং তার দোসরদের অধিকাংশই দেশে থাকবে না……..

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when ms Shikder 71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ms Shikder 71:

Share