MD Ali

MD Ali Digital Marketer
Digital Enterpreneur
Skill Development Consultant

My Designation coming PFM

যত দেরিতে হোক তবুও,নিজের পায়ে দাড়াঁন!কারণ সবশেষে মানুষ, আপনার যোগ্যতাটাই দেখবে ❤️"" জীবনের প্রতিটা মুহুর্ত খুব.মূল্যবান....
31/12/2023

যত দেরিতে হোক তবুও,নিজের পায়ে দাড়াঁন!
কারণ সবশেষে মানুষ, আপনার যোগ্যতাটাই দেখবে ❤️
"" জীবনের প্রতিটা মুহুর্ত খুব.মূল্যবান...
গতকালটা ইতিহাস,আগামীকালটা অজানা..
আর আজকের দিনটা আমাদের জন্য উপহার..।
একেই বলে বর্তমান...।🧡
এই বর্তমানকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে, তাহলে জীবনে সাফল্য ধরা দিবে""।❤️

নিজেকে এমনভাবে যোগ্য হিসেবে গড়ে তুলুন,যারা আপনাকে দেখে হিংসে করতো তারা যেনো আপসোস করে।
ব্যর্থ মানুষ দুই প্রকার,
এক প্রকার হলো যারা চিন্তা করেছে শুধু
কিন্তু কাজ করেনি,
আর এক প্রকার হলো যারা কাজ টা করেছে
কিন্তু চিন্তা করেনি।

আপনি কি তাদের মতো চিন্তা করছেন❓
তাহলে সফলতা আপনার পাশ কেটে যাবে কিন্তু ধরতে পারবেন না

চিন্তা ভুলে কাজে যুক্ত হয়ে যান
একটা সময় আপনি নিজেই আপনাকে দেখে অবাক হবে কি ছিলেন আর কি হলেন🥰
ব্যর্থতা ভুলে ফ্রিলান্সিং ক্যারিয়ারে যুক্ত হোন।
ফ্রিলান্সিং সম্পর্কে জানতে ইনবক্সে যোগাযোগ করুন👉

🔥ফ্রিল্যান্সিং শিখতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য আজকের এই পোস্ট।💥 আজকে ফ্রিল্যান্সিংয়ের কমন কিছু প্রশ্নের উত্তর দিবো ইনশাআল্লা...
26/12/2023

🔥ফ্রিল্যান্সিং শিখতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য আজকের এই পোস্ট।
💥 আজকে ফ্রিল্যান্সিংয়ের কমন কিছু প্রশ্নের উত্তর দিবো ইনশাআল্লাহ।
➤ প্রশ্নঃ-
☞ ফ্রিলান্সিং কি?
☞ আমি ফ্রিলান্সিং করতে চাই!
☞ আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?
☞ কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?
⭕ ফ্রিল্যান্সিং কি
✅ ফ্রিলান্সিং হলো মুক্তপেশা। আপনি কাজ করবেন আপনার ইচ্ছে মতো। আপনি চাইলে সকাল ১০ টা তেও কাজ করতে পারেন আবার আপনি চাইলে রাত ১২ টাতেও কাজ করতে পারেন। এর মানে এক কথায়, ফ্রিলান্সিং হলো আপনার পছন্দের কাজ আপনি যেখানে খুশি যখন খুশি করতে পারবেন একদম মুক্তভাবে।
⭕ আমি ফ্রিল্যান্সিং করতে চাই
খুবই ভাল কথা আপনি ফ্রিল্যান্সিং করতে চান। এখন আপনার জানা দরকার ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনার কি কি লাগবে? বা কি দরকার আপনার। ফ্রিলান্সিং এর জন্য সর্ব প্রথমে আপনার প্রয়োজন নিজের ইচ্ছেশক্তি, ধৈর্য, তারপর স্কিল, ডিভাইস, ইন্টারনেট কানেকশন ইত্যাদি।
⭕আমিকি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব
যদি আপনার কম্পিউটার না থাকে, তবে আপনি চাইলে মোবাইল দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন। মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করা সম্ভব। এইযে আপনি এখন যে ব্লগ পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর মোবাইল থেকেই নিয়মিত পোস্ট করা হয়।
✅আপনি চাইলেই মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন না কিন্তু ফ্রিলান্সিং জগতে অনেক কাজ আছে যেগুলো মোবাইল দিয়েই করা সম্ভব। যেমন- লিখালিখি করা, ক্যানভা ডিজাইন ,ওয়েব ডিজাইন করা, ডাটা এন্ট্রি, ট্রান্সলেট, ইনস্ট্রাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ আরো অনেক কাজ।
⭕ কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন
আপনি যদি প্রথমেই টাকা আয়ের কথা চিন্তা করেন, তবে ফ্রিলান্সিং আপনার জন্য না। আপনাকে প্রথমেই একটা বিষয় নির্বাচন করতে হবে যে বিষয় নিয়ে আপনি কাজ করতে চান। তারপর আপনাকে সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, তারপর আপনি কাজের চিন্তাভাবনা করতে পারবেন।
✅✅ আর বসে না থেকে চাকরির ও পড়াশোনার পাশাপাশি আপনার যে সময় ফেসবুক আর ইউটিউব চালিয়ে নষ্ট করেন।
সে সময়কে কাজে লাগিয়ে আপনিও শুরু করে দিন ডিজিটাল মার্কেটিং।
✅✅ এ বিষয় যদি আপনার বেসিক ধারণা না থাকে তাহলে যারা এই বিষয়ে জানে তাদের থেকে বেসিক ধারনা নিতে পারেন।
✅✅ ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক তথ্য ও গাইডলাইন পেতে যোগাযোগ করতে পারেন°


24/12/2023
ছাত্রাবস্থায় যদি আপনি কিছু করতে চান তাহলে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য বেস্ট একটা মাধ্যম।কারণ পড়াশোনা করা অবস্থায় চ...
16/12/2023

ছাত্রাবস্থায় যদি আপনি কিছু করতে চান তাহলে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য বেস্ট একটা মাধ্যম।

কারণ পড়াশোনা করা অবস্থায় চাকুরী করতে পারেন না।তাই এ সময় প্রয়োজন পার্ট টাইম কিছু করার।অনেকে ছাত্রাবস্থায়ই সাবলম্বি শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে।ফ্রিল্যান্সিং শেখার আগে অবশ্যই এ বিষয়ে ধারণা রাখতে হবে।

তাহলে বসে না থেকে এখনই শুরু করে দিন দক্ষতা বৃদ্ধির যাত্রা এবং আয় করুন ছাত্রাবস্থায়ই।


আপনি কি একজন সফল ডিজিটাল মার্কেটার হতে চাচ্ছেন? তাহলে Facebook Ads নিয়ে কাজ করতে পারেন🤷‍♂বর্তমানে,ইন্টারন্যাশনাল মার্কেট...
06/11/2023

আপনি কি একজন সফল ডিজিটাল মার্কেটার হতে চাচ্ছেন?
তাহলে Facebook Ads নিয়ে কাজ করতে পারেন🤷‍♂
বর্তমানে,
ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস এবং লোকাল মার্কেটপ্লেসে এটি একটি Trending সার্ভিস💱

ক্লায়েন্ট তার ফেসবুক পেইজ থেকে বিভিন্ন প্রোডাক্ট কিংবা সার্ভিস এর বিক্রি, ক্রেতা কিংবা প্রমোশন করানোর জন্য Facobook Ads Campaigner হিসেবে একজন ডিজিটাল মার্কেটার কে Hire করে 💁‍♂

👨‍💻সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার সহজ উপায় নিম্নোক্ত হতে পারে👇♦️লক্ষ্য নির্ধারণ করুন: আপনি কারা প্রয়োজন এবং কি ধরনের ল...
05/11/2023

👨‍💻সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার সহজ উপায় নিম্নোক্ত হতে পারে👇

♦️লক্ষ্য নির্ধারণ করুন: আপনি কারা প্রয়োজন এবং কি ধরনের লক্ষ্য সাধন করতে চান তা নির্ধারণ করুন।

♦️পর্যাপ্ত প্ল্যাটফর্ম বেছে নিন: আপনার লক্ষ্যমাত্রা কাস্টমারের আবেগ এবং আপনার লক্ষ্যমাত্রা সাধারণ প্রয়োগের আগ্রহ দেখানোর জন্য উপযুক্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চয়ন করুন।

♦️উচ্চ-গুণগত সামগ্রী তৈরি করুন: আপনি আপনার লক্ষ্যমাত্রার সাথে মিলিত সামগ্রী তৈরি করুন, যেমন ছবি, ভিডিও, এবং লেখা আর্টিকেল।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটি দীর্ঘমেয়া প्रক্রিয়া হতে পারে, তবে এই সহজ উপায়গুলি আপনাকে শুরু করায় সাহায্য করতে পারে🥰

এতে বুঝা যায় দেশে সফল একজন ফ্রিল্যান্সার এর চাহিদা কতটুকু। হ্যালো Everyone 👨‍💼 এই অপর্সোনিটি আপনার জন্য - নতুন যে সকল স্...
02/11/2023

এতে বুঝা যায় দেশে সফল একজন ফ্রিল্যান্সার এর চাহিদা কতটুকু।

হ্যালো Everyone 👨‍💼 এই অপর্সোনিটি আপনার জন্য -

নতুন যে সকল স্টুডেন্ট ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ডআপ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাদের নিয়ে শুরু হচ্ছে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কোর্সের নতুন ব্যাচ। চলছে স্কলারশিপ বাচাই পর্ব।

আপনি ছাত্র কিংবা শিক্ষক, চাকুরীজীবি কিংবা বেকার কিংবা হাউজওয়াইফ আপনার হাতে স্মার্ট ডিভাইস আছে এবং অনলাইনে দেওয়া সময়কে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে অনলাইন হতে পারে আপনার ইনকামের একটি মাধ্যম।।

ফ্রিল্যান্সিং করতে প্রয়োজন --
* শিখার মানসিকতা
* স্মার্ট ডিভাইস - স্মার্ট ফোন বা লেপটপ
* ইন্টারনেট কানেকশন ভালো
* সময় এবং ধৈর্য

এতে আরো প্রয়োজন -
* ভালো প্লাটফর্ম
* ভালো মেন্টর
* লাইফ টাইম সাপোর্ট

ফ্রিল্যান্সিং এবং ভর্তি সংক্রান্ত আরো বিস্তারিত জানতে সরাসরি মেসেজ করুন পার্সোনাল আইডি তে।

Address

Mymensingh

Telephone

+8801819837565

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Ali:

Share