BD-Gossip time

BD-Gossip time This is Sports Media's official pages.If you like our videos, please like, comment & share

19/03/2025
শাকিব খান 😯 রিয়েক্ট         অপূর্ব ❤️ রিয়েক্ট
07/03/2025

শাকিব খান 😯 রিয়েক্ট
অপূর্ব ❤️ রিয়েক্ট

একটি_শিক্ষনীয়_গল্প।আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুল...
26/06/2024

একটি_শিক্ষনীয়_গল্প।
আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,
তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে । আইনস্টাইন তো অবাক!!!
উনি তখন বললেন, বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো।

-এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন । উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন । এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন ।
-সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, স্যার, ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন ?
-আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে । কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন । ড্রাইভার উত্তর দিল।।এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে ।

বিঃদ্রঃ- জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন। এই জন্যে কথায় আছে,
সৎ সঙ্গে স্বর্গ বাস,অসৎ সঙ্গে সর্বনাশ..-গল্পটা কেমন লাগল ছোট একটা কমেন্ট করে জানাবেন।
ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।

ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, তাদের পরিকল্পনা ছিল প্রথম তিন উইকেটে 'হার্ড যাওয়া', মানে সেমি-ফাইনালে যাও...
26/06/2024

ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, তাদের পরিকল্পনা ছিল প্রথম তিন উইকেটে 'হার্ড যাওয়া', মানে সেমি-ফাইনালে যাওয়ার চেষ্টা করা। এরপর দ্রুত উইকেট হারালে 'নরম্যাল' খেলার চেষ্টা করা। মানে সেমির আশা বাদ দিয়ে স্রেফ জয়ের চেষ্টা করা...

কী অবিশ্বাস্য এক পরিকল্পনা... কী অকল্পনীয়...!

দলের সামনে সেমি-ফাইনালে খেলার সুযোগ... মহামূল্য এক সুযোগ, সেই চেষ্টায় আপনি হাল ছেড়ে দেবেন ৩ উইকেট দ্রুত হারালেই...!!!

নরম্যালি এই ম্যাচ জিতলেই কী বা হারলেই কী...! কী যায়-আসে! সুপার এইটের দুই ম্যাচে বাজেভাবে হারার পরও আপনার সুযোগ এসে গেছে সেমিতে খেলার...

ইনিংস বিরতিতে বৃষ্টি হয়ে উইকেটও অনেকটা সহজ হয়ে গেছে, বল ব্যাটে আসছে ভালোভাবে...

আপনি তো চেষ্টা করবেন ১২.১ ওভারে সর্বস্ব দিয়ে চেষ্টা করার...

কিন্তু আপনারা যেটা করলেন, সেটাকে বলে প্রতারণা...

আমি সাধারণত এভাবে খুব একটা বলি না। মজা-টজা মাঝেমধ্যে করি, কিন্তু কখনোই গালি দেই না ব্যক্তিগত আক্রমণ করি না। কেউ এসব করলে তা পছন্দও করি না। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, এই দল, এই টিম ম্যানেজমেন্ট গোটা জাতির সঙ্গে, ক্রিকেটপ্রেমী বা অনুসারীদের আবেগের সঙ্গে প্রতারণা করেছে... স্রেফ ছেলেখেলা করেছে...

দলের পক্ষ থেকে অধিনায়ক তাদের পরিকল্পনার কথা বলেছেন। কিন্তু সেটি নিশ্চয়ই তার একার পরিকল্পনা নয়। প্রধান কোচ, কোচিং স্টাফের অন্যরা, সিনিয়র ক্রিকেটার তথা টিম ম্যানেজমেন্টের সবাই, আপনাদেরকে এই দায় নিতে হবে...

১০ ওভারে ৯০-১০০ করে অলআউট হতেন। আজকে আমরা আপনাদের স্যালুট দিতাম। কিন্তু আপনারা চেষ্টাই করেননি। আপনারা নিরাপদ কৌশল বেছে নিয়েছেন। সাধারণ এক জয় দিয়ে মুখ রক্ষা করতে চেয়েছেন। এটা মেনে নেওয়ার মতো নয়। কখনোই নয়। স্রেফ অগ্রহণযোগ্য...

অবশ্য, যে দলের কোচ আগেই বলে দেন যেন সুপার এইটে ওঠার পর সবই বোনাস... তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কী আর আশা করা যায়.. সেই দলের তো তাড়নাই থাকার কথা নয়...

আপনি ১১৫ রানে আফগানিস্তানকে আটকে রেখে তৃপ্তির ঢেকুর তোলেন। অথচ আপনার লক্ষ্য হলো প্রতিপক্ষকে যত কম রানে আটকে রেখে যত দ্রুত সম্ভব সেই রান তাড়া করা। তাহলে শরিফুল ইসলাম কেন নেই একাদশে...?

আফগানদের উদ্বোধনী জুটি দ্রুত ফেরালে তাদের ব্যাটিংয়ের ৬০ ভাগ শেষ, এটা তো সবারই জানা। সেই উদ্বোধনী জুটি ভাঙার সামর্থ্য এই দলে সবচেয়ে বেশি আছে কার? ইব্রাহিম জাদরানের বিপক্ষে যার রেকর্ড দুর্দান্ত, আফগানিস্তানের বিপক্ষে যার রেকর্ড দারুণ... সেই শরিফুলকে আপনারা দর্শক বানিয়ে রাখলেন...

আজকের ম্যাচে বাংলাদেশের একজন বোলার খেললেও তো সেটা শরিফুল হওয়ার কথা...

আপনার জন্য ম্যাচ ১২.১ ওভারের, অথচ রান তাড়ায় আপনি শান্ত-সাকিবদের ওপরে নামিয়ে দেন, দলের সেরা বাটসম্যানকে পাঠান ছয় নম্বরে...

আপনি একাদশে ফেরান এমন ব্যাটসম্যানকে, যিনি ভয়াবহ বাজে ফর্মে, আফগানিস্তানের বিপক্ষে যার রেকর্ড যাচ্ছেতাই... আজকেও যিনি ১০ রান করতে খেললেন ১০ বল...

আপনার দলের ফিনিশার এক ওভারে ৫টি ডট বল খেলেন। ওয়ার্ন-মুরালি একসঙ্গে বল করলেও তো তখন ৫ বল ডট দেবেন না দুনিয়ার কোনো ব্যাটসম্যান। অথচ আমাদের ফিনিশার ৫ বলে রান নিতে পারলেন না প্রতিপক্ষের নবীন এক স্পিনারের বলে...

কারণ, আপনাদের ভাবনায় তখন সেমি-ফাইনাল নেই, আপনারা ভাবছেন কোনোরকমে জিততে পারলেই হলো...

অনেকবার বলেছি, খেলাধুলায় 'লজ্জা' শব্দটি ব্যবহার করতে চাই না। স্কিলের ঘাটতি থাকতে পারে, সামর্থ্য কম থাকতে পারে, বাজেভাবে হারতে পারে, জঘন্য কিছুও হতে পারে। দিন শেষে, এটা স্রেফ খেলা। লজ্জার ব্যাপার এখানে সাধারণত আসে না...

কিন্তু কোচিং স্টাফ ও ক্রিকেটারদের মানসিকতা যদি এরকম থাকে, এর চেয়ে লজ্জার কিছু আর নেই...

বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলার ধরন দেখে ধারাভাষ্যে সাইমন ডুল বলছিলেন, "জানি না কী হচ্ছে, বুঝতে পারছি না কিছু... এভাবে খেলে কী লাভ! ওদের তো সেমি-ফাইনালের জন্য খেলা উচিত...।"

তার কথা শুনে দর্শক হিসেবেই লজ্জায় কুঁকড়ে যাচ্ছিলাম...

জানি না, সেই উপলব্ধি টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটারদের হচ্ছে কি না...

কপি পুস্ট

02/07/2023

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।

নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।

একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।

তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"

Collected.

21/02/2023

Hellow everyone.

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when BD-Gossip time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share