25/06/2023
বাউন্ডুলে,৪২০!
_____________মো.রুহুল আমীন ফকির
•
তোমার ভালবাসা থেকে
বঞ্চিত কর যদি সখি ...
তবে--
হ্রদ্যতার দেয়াল ভেঙ্গে-
ঘৃনাগুলি একসাথে জড়ো করে
বানাব বঞ্চনার বিশ্ব স্মৃতিসৌধ..!
•
আমার ভালবাসা মিথ্যে করে
হাঁট পথ,অন্য পথে..?
কিংবা- চলে যাও অন্য ঠিকানায়..
তবে-
ইনসুয়িং ভেঙ্গে..,
হয়ে যাব ভন্ড,প্রতারক,যাযাবর,৪২০..।
•
প্রতিশ্রুতি মুছে ফেলে,
একগুচ্ছ প্রতারনা ছুঁড়ে যাব অবিরত।
ভালবাসার হ্রদপিন্ডে ফলাব ফাঙ্গাস,
মরীচিকা স্বপ্নের সারথী হব
হব বাউন্ডুলে ৪২০...।
•
আমি বাউন্ডুলে ৪২০..
নিজের সাথে নিজেই করি ফিসফিস!
ভালবাসার রঙীন শরীরটাকে
আরন্যক ঘৃণায় ছিটকে ফেলে দিব
নোনতা জলের থুঁ-থুঁর মত..।
•
জোড়াতালির শরীরে ঢেলে দিব
বাংলা মদ,অথবা- ধুম্রজালে নষ্ট করব
মনের যত পিছুটান...।
তৃষ্ণার্ত মরুতে লাগাব ঘৃণার আগুন..।
কারণ-
আমি বাউন্ডুলে ,৪২০...!
______২৪/০৭/২০১৬