07/11/2025
ভালাে থাকিস আলাের মেয়ে
থাকুক,জোছনা ভরা ঘর
জানবি না তুই,আমার বুকে
উঠছে কতো জ্বর।
জ্বর মেপেছে থার্মোমিটার
হৃদপিন্ডে উথাল নাচ
তাকিয়ে দেখি জ্বর তাে নয়;
হৃদয়ভাঙা আতশ কাঁচ!
--রচনাকাল-০৬/১১/২৫ (৯:০০ রাত)
#শুভ হোক রাত-দিন...
...