Fokir Vhai

Fokir Vhai নতুন কিছুর চেষ্টায়,নতুন স্বপ্ন এঁকে যাই!

10/02/2025

বন্ধু তুমি আমার গল্পে
বাঁধভাঙা এক ঝড়!
বন্ধু তুমি খুব গোপনে
ভাঙ্গো মনের ঘর।

বন্ধু তুমি ঘুম বিছানায়
নিঝুম ঘুমের ঘোর!
বন্ধু তুমি চোখের কোণে
স্বপ্ন আঁকা ভোর।
---





16/01/2025

মুখোশের ভিড়ে কত চেনা মুখ
হয়ে যায় অচেনা!
ব্যস্ততার মোড়কে চলে জীবন
যায় না সময়'কে কেনা।


সময়ের সাথে পাল্লা দিয়ে
ব্যস্ততাও বেড়েছে শেষে
প্রিয়জন নামে ছিলো যারা
তারা'ও হারিয়ে গেছে অবশেষে।


কথার ভিড় যায় না বুঝা
বিষমাখানো প্রেম!
স্বার্থহীন প্রিয়জন সে তো-
অচেনা নিক নেম !


ঠোঁটের কোণে মিষ্টি হাসি
অন্তরেতে বিষ!
নিজের নিজের জায়গাতে-
সবাই ভীষণ সেলফিস।
-------
রচনাকাল-১৫/০১/২৪


 #প্রেম-বিরহের সাপ লুডু !___________মো.রুহুল আমীন ফকির জড়িয়ে যাই সমস্তেযেমন জড়িয়ে যায় স্বর্ণলতা,আষ্টেপৃষ্টে! মাঝে মাঝে ছ...
01/11/2023

#প্রেম-বিরহের সাপ লুডু !

___________মো.রুহুল আমীন ফকির

জড়িয়ে যাই সমস্তে
যেমন জড়িয়ে যায় স্বর্ণলতা,আষ্টেপৃষ্টে!

মাঝে মাঝে ছাড়িয়ে যেতে ইচ্ছে করে সীমান্ত
অতল গহীনে হারায় প্রেম
নদী যেমন হারিয়ে যায় গভীর সমুদ্রে!

যোজন যোজন দুরত্ব ঘুচে যায় এক ইশারায়
অন্য চোখের চাহনিতে জমে ক্রোধের পাহাড়!

এপারে গড়ি প্রণয়ের তাজমহল
অন্য পার চূর্ণ বিচূর্ণ হয়
বালির বাঁধের মতোন!

এক বুকে ভালোবাসার ভ্যালেন্টাইন ডে
অন্য বুকে চলে ভয়াল ২৫ মার্চের কালো রাত!

ভাঙা গড়ার নিয়তির ধরণীতে
টালমাটাল হৃদয়ে চলে
প্রেম-বিরহের সাপ লুডু খেলা!

১৭/০২/২০২৩ খ্রি.(রাত ১২ঃ০০)

31/08/2023

মন্ত্রযপে....
_________________

মন্ত্রযপে পাগল হই, পাগল
সংশয়ের দরজা খুলে..।
মৌটুসি, ফিনিক্স পাখির অদ্ভুত সুর,
আহ্লাদি গলায় হীরক হার,কানে দুল,
হাতে মুক্তোর ভ্যানেটি ব্যাগ,খোঁপায় গাঁদা ফুল
মুগ্ধতার আবেগ ঢেলে হাতছানি দাও যখন-
পাগল হই.....পাগল
সংশয়ের দরজা খুলে..।

মন্ত্রযপে পাগল হই
নিসর্গের শেষ বিকেলের রুপসী রোদের
ভাবনাগুলো পেছনে ফেলে-
যদি পাশে দাঁড়াও,
লজ্জায় ঘোমটা খুলে তাকাও
বিনোদনের বন্যা বয়ে যায় হাস্যোজ্জল প্রেমে..।

ইচ্ছের ডানাগুলো পেখম মেলে
আমার হাতেই রাখ হাত, চোখে চোখ রেখে
নির্ভেজাল ভালবাসা নাও।
মন্ত্রযপে পাগল হই, পাগল..
যত ইচ্ছে ফেরারী হতে বলো - হবো-
বেদনার আত্মজৈবনিক সনদে।

------মো.রুহুল আমীন ফকির (০৪/০৮/১৬)।

23/08/2023

"তিক্ত কথন!"
___________

আমি এক বোকারাম হুদ্দো
বলতে পারিনা কথা, ঠিক ঠাক শুদ্ধো!

কালো'কে কালো বলি,সাদা'কে সাদা
এই কারণে আমি কিন্তু আস্ত এক গাধা!

মুখের ওপর দেই জবাব হলে কিছু ভুল
পারিনা ফুটাতে রং মাখা মিথ্যের ফুল।

ছল চাতুরী, কুট-কৌশলে হই না মত্ত
তাই তো অনেকের সাথে হয়ে যায় দুরত্ব!

আমি না হয় হেরে যাই,অন্যে তো জিতে
সত্য বচন তব শুনতে লাগে তিতে!

তাহাদের মতো করে ট্যাকটিস
মগজ নাহি করে প্র্যাকটিস!
বুঝিনা রাজনীতি কিংবা পলিটিক্স!
সাদামাটা জীবনে তাই হয়ে গেছি ফিক্স!!

----- "তিক্ত কথন!"
____সো. রুহুল আমীন ফকির
২৩/০৮/২৩( ১২:০০ মধ্য রাত)

25/07/2023

#ভুলের_জ্যামিতি
_______মো.রুহুল আমীন ফকির

ভুল জীবনের প্রতিচ্ছবি
বয়ে বেড়াই অবিরত
পুরনো ক্যালেন্ডারের পাতায়
আকাঁ সব চিহ্ন,
ভুল বৃত্তে ঘুরতে থাকে
জ্যামিতির সব পৃষ্টা!

মেঘের পরেও মেঘ জমে
কুয়াশার ওপারে কুয়াশা,
আয়নায় ধুলো জমে বিস্তর
ধুসর হয়ে যায় কবিতার প্রচ্ছদ,
সময়ের ব্যবচ্ছেদে হৃদয় জুড়ে চলে
আকুলতার বন্যা।

এলোমেলো দীর্ঘশ্বাস জুড়ে থাকে
জোরাতালির শরীরের পরত জুড়ে,
মরিচীকা প্রেমের ফাঙ্গাসে
বেড়ে উঠে ভুল নক্ষত্রের উর্বর জমিন!

ভুল আর ভ্রমের জ্যামিতির দ্বিধায়
ভরা পূর্ণিমার চাঁদ,
ঘোর অমানিশা আঁধার,
রাত দিন সব সমান লাগে!

২৫/০৭/২০২৩ খ্রি.(রাত ৪:০০)

25/06/2023

বাউন্ডুলে,৪২০!
_____________মো.রুহুল আমীন ফকির

তোমার ভালবাসা থেকে
বঞ্চিত কর যদি সখি ...
তবে--
হ্রদ্যতার দেয়াল ভেঙ্গে-
ঘৃনাগুলি একসাথে জড়ো করে
বানাব বঞ্চনার বিশ্ব স্মৃতিসৌধ..!

আমার ভালবাসা মিথ্যে করে
হাঁট পথ,অন্য পথে..?
কিংবা- চলে যাও অন্য ঠিকানায়..
তবে-
ইনসুয়িং ভেঙ্গে..,
হয়ে যাব ভন্ড,প্রতারক,যাযাবর,৪২০..।

প্রতিশ্রুতি মুছে ফেলে,
একগুচ্ছ প্রতারনা ছুঁড়ে যাব অবিরত।
ভালবাসার হ্রদপিন্ডে ফলাব ফাঙ্গাস,
মরীচিকা স্বপ্নের সারথী হব
হব বাউন্ডুলে ৪২০...।

আমি বাউন্ডুলে ৪২০..
নিজের সাথে নিজেই করি ফিসফিস!
ভালবাসার রঙীন শরীরটাকে
আরন্যক ঘৃণায় ছিটকে ফেলে দিব
নোনতা জলের থুঁ-থুঁর মত..।

জোড়াতালির শরীরে ঢেলে দিব
বাংলা মদ,অথবা- ধুম্রজালে নষ্ট করব
মনের যত পিছুটান...।
তৃষ্ণার্ত মরুতে লাগাব ঘৃণার আগুন..।
কারণ-
আমি বাউন্ডুলে ,৪২০...!

______২৪/০৭/২০১৬

21/05/2023

আঁখি মেলি যারে ভালো লাগে

তাহারেই ভালো বলে জানি।

সব প্রেম প্রেম নয় ছিল না তো সে সংশয়,

যে আমারে কাছে টানে তারে কাছে টানি।

18/05/2023

স্কুল, কলেজ,ভার্সিটি কোন সময়টা আপনার জীবনে সেরা ছিলো??

Address

Mymensingh
2233

Telephone

+8801718151485

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fokir Vhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fokir Vhai:

Share