
17/09/2025
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশে, দেশব্যাপি জাকের পার্টির উদ্দেগে, আগামী ২০ শে সেপ্টেম্বর থেকে ৩১ শে অক্টোবর ২০২৫ ইং পর্যন্ত ১০১ টি টিমের মাধ্যমে উপজেলা ও পৌরসভা পর্যায়ে ইউনিয়ন/ ওয়ার্ড ভিত্তিক এবং মহানগর পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক অনুষ্টিত হবে নির্বাচনী জনসভা।
তবে আনন্দের বিষয় হলো, উল্লেখিত নির্বাচনী জনসভা সাথর্ক ও সফল করার লক্ষে গত এক সপ্তাহ যাবৎ সারা দেশে প্রত্যেক জেলা ও মহানগরে প্রস্তুতি মুলক একাদিক সভা হয়েছে যা বর্তমানের অনেক রাজনৈতিক দলের জেলা/ মহানগরের জনসভার চেয়েও উত্তম।
এইটাই জাকের পার্টি। শুধু একটা হুকুম ২১ লক্ষ নেতাকর্মী প্রস্তুত। ক্ষমতার জন্য নয়, দেশবাসির সেবার্থে, একটি আর্দশ ও কল্যাণ রাষ্ট্র গঠনে, আদর্শিক সত্য প্রতিষ্টায় জাকের পার্টি এবং জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগন সদা-সর্বদা প্রস্তুত।
সুতরাং- জাকের পার্টির কোন বিকল্প নাই।
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের বিকল্প নাই।
( দেশব্যাপি উক্ত ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে জাকের পার্টির জনসভায়, আপনার ওয়ার্ড ও ইউনিয়নে আপনি আমন্ত্রিত)