04/08/2024
আসসালামু আলাইকুম, প্রিয় ভালুকাবাসী কোটা সংস্কার আন্দোলন শুরু থেকে আজ পর্যন্ত আমি কোন পোস্ট দেয়নি, কারণ আমার পোস্টে কারো এইরকম যেন মনে না হয় যে আমি কোন দল বা ব্যাক্তি কে নিয়ে কোন কথা বলছি। কিন্তু আজ আমার প্রানের শহর এবং আমার মাতৃভূমি ভাল নেই মাতৃভূমির মানুষ গুলো ভাল নেই। আমি একটা কথায় বলবো এই দেশ টা আপনার আমার এবং আমাদের দেশের মানুষ গুলোও আপনার ভাই, বন্ধু , সন্তানও, আমারও ভাই, বন্ধু ও সন্তান, আজ দেশের এই পরিস্থিতিতে। সকলেই একটা কথা মাথায় রাখবেন। আপনাদের বা আমার কেউ যদি এই পরিস্থিতির কারণে মারা যায় বা পঙ্গুত্ত বরণ করে। দিন শেষে আপনি বা আমিই কাঁদবো। কোন নেত্রী বা নেতা কাঁদবে না সে তার জায়গায় ঠিকই থাকবে। হারাবো শুধু আমরা। নেতারা আপনাকে দিয়ে তার সার্থ উদ্ধার হয়ে গেলে আপনি কে চিনতেও তাদের অসুবিধে হবে। কারণ তারা টাকা ছড়ালে কর্মীর অভাব হয়না, তা এখন শিখে গেছে। যা বাস্তব সমাজে প্রমাণিত। আপনারা তার সাক্ষী। তাই আপনি যে দলই করুন না কেন। আপনার ভাই বা বন্ধুর মাথায় আঘাত করার আগে একবার ভাবুন বেলা শেষে আপনাকেই কাঁদতে হবে। সুষ্ঠ সমাধান যে ভাবে হয়, সে ভাবে সমাধানের জন্য চেষ্টা করুন। আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি। আপনারা সমাধান করুন। কিন্তু নিজেদের রক্ত নিয়ে নিজেরা হলি খেইলেন না। আমি আবারও বলছি দিন শেষে কাঁদতে হবে আপনাকে ও আমাকে। ❣️❣️❣️🇧🇩🇧🇩❣️❣️❣️আমি প্রবাসী,,🇧🇩🇧🇩🇧🇩🇸🇦🇸🇦🇸🇦