The Daily Bloom

The Daily Bloom আমি অকৃতী অধম ব’লেও তো কিছু
কম করে মোরে দাওনি;
যা দিয়েছ, তারি অযোগ্য ভাবিয়া
কেড়েও তা কিছু নাওনি....
(8)

অন্যের ব্যক্তিগত জীবন যেন আমাদের সমাজে এক অদ্ভুত কৌতূহলের কেন্দ্রবিন্দু।কে কাকে ভালোবাসে, কার সংসারে অশান্তি, কে কত আয় ক...
22/10/2025

অন্যের ব্যক্তিগত জীবন যেন আমাদের সমাজে এক অদ্ভুত কৌতূহলের কেন্দ্রবিন্দু।
কে কাকে ভালোবাসে, কার সংসারে অশান্তি, কে কত আয় করে- এসব জানার প্রতি আগ্রহ যেন নিজের জীবনের দায়িত্বের চেয়েও বেশি।

কিন্তু কেউ ভাবে না, এই অনাহূত কৌতূহলই সমাজের এক নীরব বিষ।
এটি মানুষকে ছোট করে, সম্পর্কের সীমারেখা ভেঙে দেয়, আর নিজের আত্মসম্মানকেও ধীরে ধীরে ক্ষয় করে।

আমরা যতটা সময় অন্যের জীবন নিয়ে আলোচনায় ব্যয় করি,
তার অর্ধেক সময় যদি নিজেদের আত্মজিজ্ঞাসায়, উন্নত মানুষ হয়ে ওঠার চেষ্টায় দিতাম-
সমাজটা হয়তো আরও সুশৃঙ্খল, আরও সুন্দর হতো।

কারণ,
অন্যের জীবনে নাক গলিয়ে কেউ বড় হয় না;
বড় হয় যে, সে নিজের জীবনে আলো জ্বালায়।

সূর্যের আলো, নরম বাতাস আর প্রকৃতির স্নিগ্ধ সবুজে,মনটা আজ যেন হারিয়ে গেছে শান্তির কোনো গ্রামে।জীবন যদি এমনই নির্মল হতো প্...
22/10/2025

সূর্যের আলো, নরম বাতাস আর প্রকৃতির স্নিগ্ধ সবুজে,
মনটা আজ যেন হারিয়ে গেছে শান্তির কোনো গ্রামে।
জীবন যদি এমনই নির্মল হতো প্রতিদিন! সবুজের এই নিস্তব্ধতায় দাঁড়িয়ে বুঝেছি-
শান্তি কখনো শহরের কোলাহলে পাওয়া যায় না,
পাওয়া যায় মাটির গন্ধে, প্রকৃতির ভালোবাসায়। 💛
প্রকৃতি যখন আপন করে নেয়,
তখন নিজের ভেতরটাও নতুন করে বাঁচতে শেখে।
আজ আমি ঠিক তেমনই এক শান্ত বিকেলে হারিয়ে গেছি...হাতে ফুল, মনে রোদেলা সুখ,
আর চারপাশে শুধু সবুজের ছোঁয়া-
জীবনের এই মুহূর্তগুলোই আসলে সবচেয়ে দামী! 🌤️🌸

21/10/2025

বান্দরবনে ঘুরতে গিয়েও বান্দরের দেখা পেলাম না।
ভাবলাম, নামটা বুঝি শুধু “বান্দরবন”, বাস্তবে নেই কোনো বান্দর! 😄

কিন্তু কিছুদিন আগে মধুপুরের জঙ্গলে গিয়ে দেখি—
চারপাশ যেন বান্দরের রাজ্য! ডাল থেকে ডালে লাফিয়ে বেড়াচ্ছে ওরা,
একদম যেন নিজের অভয়ারণ্য।

হঠাৎ দেখি, সেই বান্দররাই আমাকেই ঘিরে ফেলেছে!
ভয়ে আর দেরি না করে দিলাম এক দৌড়—
জঙ্গলে তখন শুধু আমার চিৎকার আর বান্দরদের হাসির শব্দ! 🐒😂

ডায়েট করতে গিয়ে মৃত্যু ডেকে আনছেন না তো?ওজন কমানোর তাড়নায় অনেকেই এমন ডায়েট ফলো করেন যা শরীরের জন্য বিষের মতো।মিল বন্ধ, স...
21/10/2025

ডায়েট করতে গিয়ে মৃত্যু ডেকে আনছেন না তো?

ওজন কমানোর তাড়নায় অনেকেই এমন ডায়েট ফলো করেন যা শরীরের জন্য বিষের মতো।
মিল বন্ধ, সারাদিন শুধু ফল বা লেবুর পানি, আবার কেউ কেউ একবেলা খাবার খেয়ে ভাবেন “এতেই হবে!”

না! শরীর কোনো যন্ত্র নয় যে শুধু ক্যালরি কমালেই কাজ করবে।
প্রতিদিনের খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট- সবকিছুরই প্রয়োজন আছে।
যখন আপনি শরীরকে না খাইয়ে রাখেন, তখন শরীর নিজেই নিজেকে খেতে শুরু করে -
মাংসপেশি ভাঙে, রক্তচাপ পড়ে যায়, হরমোনের ভারসাম্য নষ্ট হয়,
আর একসময় দেখা দেয় মারাত্মক দুর্বলতা, হার্ট প্রোবলেম, এমনকি মৃত্যু পর্যন্ত!

ওজন কমানো মানে নিজেকে কষ্ট দেওয়া নয়,
বরং নিজের প্রতি সচেতন থাকা।
সঠিক পরিমাণে, সঠিক খাবার খান,
পানি পান করুন, ঘুম পূর্ণ করুন, নিয়মিত হাঁটুন।

নিজেকে শুকনো নয়, সুস্থ রাখুন।
কারণ, সুন্দর চেহারার চেয়েও জরুরি হলো-
বেঁচে থাকা, ভালো থাকা, আর নিজের শরীরকে ভালোবাসা। 💜

জীবনে এমন পরিমাণ টাকা উপার্জন করুন,যাতে চিকিৎসার প্রয়োজনে কারও কাছে হাত বাড়াতে না হয়, যাতে হাসপাতালের বিল দেখে চোখ ভি...
21/10/2025

জীবনে এমন পরিমাণ টাকা উপার্জন করুন,
যাতে চিকিৎসার প্রয়োজনে কারও কাছে হাত বাড়াতে না হয়, যাতে হাসপাতালের বিল দেখে চোখ ভিজে না যায়, যাতে অসুস্থ শরীর নিয়ে অপেক্ষা করতে না হয় কারও দয়ার উপর। যেন সাহায্যের নামে কেউ সহানুভূতি দেখিয়ে আপনার সম্মান ভাঙতে না পারে। যেন টাকার জন্য চোখের পানি ফেলতে না হয়, বরং সেই চোখের পানি শুধু ভালোবাসার অনুভূতিতে ঝরে পড়ে।

এমন অবস্থানে পৌঁছান,
যেখানে ওষুধের দাম আপনার সামর্থ্যের বাইরে নয়, যেখানে “কাল দেখব” কথাটা জীবনের শেষ সিদ্ধান্ত হয়ে না দাঁড়ায়। যেখানে নিজের কিংবা প্রিয়জনের চিকিৎসা টাকার অভাবে থেমে না যায়।

জীবনে এমন উপার্জন করুন, যাতে ভাতের অভাবে পেট খালি না থাকে, মায়ের চোখে চিন্তার ছায়া না পড়ে, আর সন্তানের মুখের দিকে তাকিয়ে বুক ভারী না হয়ে ওঠে।

টাকাই সব না তবু জীবনের প্রতিটি কষ্টের পেছনে টাকার ছায়া থাকে। আপনি সেই ছায়ার ভেতর আলো হোন, যাতে একদিন নিজের আয়নায় তাকিয়ে বলতে পারেন-
“হ্যাঁ, আমি টাকার দাস নই, কিন্তু অভাবের বন্দিও নই।”

কারণ টাকার প্রয়োজন কখনো বিলাসিতা নয়,
এটা বেঁচে থাকার শক্তি, এটা মর্যাদার প্রহরী,
এটা সেই নীরব ভরসা, যা মানুষকে কষ্টের মধ্যেও মাথা উঁচু করে বাঁচতে শেখায়।

তবুও জীবন থেমে থাকে না।
সব কষ্ট, সব অপূর্ণতা, সব নীরব যন্ত্রণা নিয়েও
মানুষ আবার উঠে দাঁড়ায়-
কারণ আশা এখনো টিকে আছে,
যতদিন নিঃশ্বাস আছে, ততদিন বিশ্বাস আছে..…

নীল আকাশ, সবুজের মায়া,আর হালকা রোদে উড়ন্ত ওড়নার ছোঁয়া-এই মুহূর্তটা যেন জীবনের এক নিঃশব্দ কবিতা। 🌾মন বলে, থেমে যাক সময়…কা...
21/10/2025

নীল আকাশ, সবুজের মায়া,
আর হালকা রোদে উড়ন্ত ওড়নার ছোঁয়া-
এই মুহূর্তটা যেন জীবনের এক নিঃশব্দ কবিতা। 🌾

মন বলে, থেমে যাক সময়…
কারণ এমন দিন, এমন আলো,
প্রতিদিন তো আসে না। ☀️🌸💖

মন বলে, থেমে যাক সময়…
কারণ এমন দিন, এমন আলো,
প্রতিদিন তো আসে না।

সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে একসময় মনে হলো— আমি আসলে কাকে খুশি রাখছি? তাদের, না নিজেকে?জীবনের এই দৌড়ে আমি যতবার নি...
20/10/2025

সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে একসময় মনে হলো— আমি আসলে কাকে খুশি রাখছি? তাদের, না নিজেকে?
জীবনের এই দৌড়ে আমি যতবার নিজেকে বদলেছি, ততবারই নিজের ভেতরের শান্তিটা একটু একটু করে হারিয়ে গেছে।
সবাই যেন খুশি থাকে, কেউ যেন কষ্ট না পায়- এই চিন্তাতেই নিজেকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিলাম,
যেখানে নিজের অনুভূতিরই কোনো মূল্য ছিল না।

এখন বুঝেছি, মানুষের মন রাঙানো কোনো সহজ কাজ নয়।
আপনি যত ভালোই করেন না কেন, কারো না কারো কাছে তবুও আপনার অভাব থেকে যাবে।
আপনি যতটা সহানুভূতিশীল, যতটা সৎ- তবুও কেউ না কেউ আপনাকে ভুল বুঝবেই।
তাহলে কেন নিজেকে হারিয়ে ফেলব এমন মানুষের জন্য, যারা হয়তো আমাকে ঠিকমতো বুঝতেই চায়নি?

এখন চাই, নিজের শান্তির দিকেই মন দিতে।
সবাইকে নয়- এখন থেকে আমি খুশি রাখব কেবল নিজের ভেতরের মানুষটাকে আর জন্মদাতা পিতা-মাতাকে।
কারণ দিনশেষে যখন আলো নিভে যায়, তখন পাশে থাকে না ‘সবাই’,
থাকে কেবল ‘আমি’।

20/10/2025

আনন্দে আত্মহারা একেই বলে🙈🤭🌿💚

Respect isn’t about words, it’s about tone.আমি সবসময় বিশ্বাস করি-কথার মানে নয়, কথার টোনটাই সম্পর্ক গড়ে বা ভেঙে দেয়।যদি আ...
20/10/2025

Respect isn’t about words, it’s about tone.

আমি সবসময় বিশ্বাস করি-
কথার মানে নয়, কথার টোনটাই সম্পর্ক গড়ে বা ভেঙে দেয়।
যদি আপনার কমিউনিকেশন টোনে নম্রতা না থাকে, যদি সহানুভূতির অভাব থাকে, যদি অহংকার বা উদাসীনতা মিশে যায়, তবে আমি নীরবতাকেই বেছে নেব।

কারণ আমি শান্তি পছন্দ করি, ঝামেলা নয়।
যে সম্পর্ক সম্মান জানে না,
সে সম্পর্ক বজায় রাখার কোনো দায়বদ্ধতা আমার নেই।

My peace is non-negotiable.
If your tone doesn’t carry kindness,
then silence is my only reply. 🤍

রেললাইনের ধারে নরম রোদে বসে একটুখানি শান্তি খুঁজে পেলাম।চারপাশে সবুজ, রোদে মাখা বিকেল, পাতার ফাঁকে হাওয়া, আর মন ভরা নীর...
20/10/2025

রেললাইনের ধারে নরম রোদে বসে একটুখানি শান্তি খুঁজে পেলাম।
চারপাশে সবুজ, রোদে মাখা বিকেল, পাতার ফাঁকে হাওয়া, আর মন ভরা নীরবতা- কোনো গন্তব্য নয়, শুধু নিজেকে অনুভব করার সময়।
না কোনো তাড়া, না কোনো কোলাহল- শুধু আমি, প্রকৃতি, আর একটু নিরব শান্তি।

কখনো সুখ মানে শুধু এমন এক মুহূর্ত… 🌿💚

কিছু কথা শুনে মনে হয়, মানুষ কত সহজে অন্যকে অপমান করে নিজের অহংকারটাকে বড় করে তোলে। অথচ তারা জানে না- যাকে অপমান করা হচ্...
19/10/2025

কিছু কথা শুনে মনে হয়, মানুষ কত সহজে অন্যকে অপমান করে নিজের অহংকারটাকে বড় করে তোলে। অথচ তারা জানে না- যাকে অপমান করা হচ্ছে, সে হয়তো চেহারায় নয়, কিন্তু মনের সৌন্দর্যে অনেক উপরে।

আমি শিখেছি- নিজের প্রতি সম্মান হারালে, বাইরের সৌন্দর্য কোনো কাজে আসে না। মুখের রঙ, সাজ বা চুলের স্টাইল দিয়ে নয়, একজন মানুষ তার আচরণ, কর্ম আর চিন্তাধারার মাধ্যমেই সুন্দর হয়।

যারা অন্যের চেহারা নিয়ে হাসে, তারা আসলে নিজের অগভীরতা প্রকাশ করে। আমি তাদের মতো হতে চাই না। আমি চাই, আমার ভেতরের সৌন্দর্যটা যেন আরও উজ্জ্বল হোক- যেখানে বিনয় আছে, আত্মবিশ্বাস আছে, আর আছে নিজের প্রতি ভালোবাসা।

কারণ, আমি জানি- আয়নার সামনে নয়, জীবনের আয়নায় যার মন পরিষ্কার, তাকেই বলে আসল “সুন্দর”।

সমালোচনা কারা করে?যারা আপনার মতো হতে পারে না, তারা সমালোচনা করে। যারা আপনার সাফল্যে অস্বস্তি বোধ করে, তারাই ত্রুটি খোঁজে...
19/10/2025

সমালোচনা কারা করে?

যারা আপনার মতো হতে পারে না, তারা সমালোচনা করে। যারা আপনার সাফল্যে অস্বস্তি বোধ করে, তারাই ত্রুটি খোঁজে।
কেউ করে হিংসা থেকে, কেউ করে হিতের জন্য। কারও সমালোচনায় লুকিয়ে থাকে ঈর্ষা।

সমালোচনা আসলে আয়নার মতো-
কখনও বিকৃত চেহারা দেখায়,
আবার কখনও বাস্তবতা চিনিয়ে দেয়।
সমালোচক দুই ধরনের-
একদল চায় আপনার পথ থেমে যাক,
আরেকদল চায় আপনি আরও সুন্দর পথে হাঁটুন।

তাই সব সমালোচনা খারাপ নয়।
যে সমালোচনা গঠনমূলক, তা উন্নতির দিশা দেয়। আর যে সমালোচনা ধ্বংসাত্মক,
তা কেবল নিজের মানসিক শূন্যতা ঢাকতে আসে।

বাস্তবতা হলো-
সমালোচনা এড়ানো যায় না, তবে তা থেকে শেখা যায়, বড় হওয়া যায়।

নান্দনিকতা হলো-
যে সমালোচনাকে অপমান নয়,
অভিজ্ঞতার অলংকার হিসেবে গ্রহণ করতে পারে, সে-ই সত্যিকারের পরিণত মানুষ। 😊

তাই সমালোচনায় ভেঙে পড়বেন না,
বরং শিখে নিন কোন কথায় উন্নতির ইঙ্গিত লুকিয়ে আছে।
শেষ পর্যন্ত, সমালোচক নয়- আপনার কাজই আপনাকে প্রমাণ করবে।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Bloom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily Bloom:

Share