22/10/2025
অন্যের ব্যক্তিগত জীবন যেন আমাদের সমাজে এক অদ্ভুত কৌতূহলের কেন্দ্রবিন্দু।
কে কাকে ভালোবাসে, কার সংসারে অশান্তি, কে কত আয় করে- এসব জানার প্রতি আগ্রহ যেন নিজের জীবনের দায়িত্বের চেয়েও বেশি।
কিন্তু কেউ ভাবে না, এই অনাহূত কৌতূহলই সমাজের এক নীরব বিষ।
এটি মানুষকে ছোট করে, সম্পর্কের সীমারেখা ভেঙে দেয়, আর নিজের আত্মসম্মানকেও ধীরে ধীরে ক্ষয় করে।
আমরা যতটা সময় অন্যের জীবন নিয়ে আলোচনায় ব্যয় করি,
তার অর্ধেক সময় যদি নিজেদের আত্মজিজ্ঞাসায়, উন্নত মানুষ হয়ে ওঠার চেষ্টায় দিতাম-
সমাজটা হয়তো আরও সুশৃঙ্খল, আরও সুন্দর হতো।
কারণ,
অন্যের জীবনে নাক গলিয়ে কেউ বড় হয় না;
বড় হয় যে, সে নিজের জীবনে আলো জ্বালায়।