Sajid Hasan Shihab

Sajid Hasan Shihab Student | Traveler | A Dreamer

23/07/2025

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে: শিক্ষা উপদেষ্টা

23/05/2025

শূন্য থেকে শুরু করাটা দোষের কিছু নয়,তবে মাঝপথে এসে জীবনের বিভিন্ন চরাই উতরাই পরে সপ্নটাকে শেষ করে দিও না। তুমি পাবে যা তুমি চাও, একটু দেরি হলেও পাবে মনে রাখবে। Never Give Up.

22/05/2025

আজ থেকে ৮/৯ বছর আগে যখন কিনা Facebook, Instagram, WhatsApp, YouTube এসব তেমন কিছু ছিলো না! তখন প্রতিদিন সকালে ভোর বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে মাদ্রাসায় যাওয়া এরপর মাদ্রাসা শেষ করে, হাল্কা নাস্তা করে ৮:৩০ এ বাসা থেকে বের হয়ে স্কুলে যাওয়া, তারপর স্কুল থেকে ১১টায় বাসায় এসে ১/২ ঘন্টা সবার সাথে ক্রিকেট খেলা। এরপর গোসল করে ফ্রেশ হয়ে দুপুর হলে প্রাইভেট এ যাওয়া আর না হয় ঘুমানো, বিকাল হলে খেলতে বের হওয়া। এরপর সন্ধ্যা হলে বাসায় ফিরে স্কুলের পড়াগুলো শেষ করে পরিবারের সাথে ১/২ঘন্টা আড্ডা দিয়ে রাত ১০/১১টায় ঘুমিয়ে যাওয়া। সময়টা খুব ভালো ছিলো, জীবনের সেরা সময় মনে হয় ওইটায় গেছে বুঝি নাই তখন! সময় টাকে খুব মিস করি। এটা ছিলো ওই সময়ের আমার প্রতিদিনের রুটিন! শরীর সাস্ব্য, পড়াশোনা সব কিছু ভালো ছিলো! আলহামদুলিল্লাহ

19/05/2025

Remember that Mind set is everything.

19/05/2025

শূন্য থেকে শুরু করাটা দোষের কিছু নয়,তবে মাঝপথে এসে জীবনের বিভিন্ন চরাই উতরাই পরে সপ্নটাকে শেষ করে দিও না। তুমি পাবে যা তুমি চাও, একটু দেরি হলেও পাবে মনে রাখবে। Never Give Up.❤️‍🩹🤙

18/05/2025

Never lose your hope. Hope in Allah not in people. Best of luck. ✨

18/05/2025

একটি রুমের ভেতরে চারটি মোমবাতি জ্বলছিলো। মোমবাতি গুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো। প্রথম মোমবাতি টি বললো, 'আমি শান্তি। কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবেনা। আমি এখন নিভে যাবো।' তারপর সেটি নিভে গেলো।

দ্বিতীয় মোমবাতি টি বললো, 'আমি বিশ্বাস। শান্তি যেহেতু নেই, তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছিনা। আমি এখন নিভে যাবো'। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতি টি নিভে গেলো।

তৃতীয় মোমবাতি এবার মুখ খুললো, আমি ভালবাসা। শান্তি এবং বিশ্বাস কেউ নেই, তাই আমারো বেশিক্ষণ জ্বলার মত শক্তি নেই। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে। শুধু তাই না, ওরা প্রিয় মানুষ গুলোকে পর্যন্ত ভুলে যায়।" কথা শেষ করে তৃতীয় মোমবাতি টিও নিভে গেলো।

কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করলো, তিনটা নিভে যাওয়া মোমবাতির পাশে টিমটিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতি দেখে বাচ্চা টি প্রশ্ন ছুড়ে দিলো, তোমরা জ্বলছো না কেন?

তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিৎ ছিলো। তারপর বাচ্চা টি কাঁদতে শুরু করলো। এবার চার নম্বর মোমবাতি টি মুখ খোলে। 'ভয় পেয়ো না। আমি যতক্ষণ জ্বলছি, তুমি চাইলেই আমাকে দিয়ে আবারো বাকি মোমবাতি গুলোকে জ্বালাতে পারো। আমার নাম আশা। "বাচ্চা টি আশা নামের মোমবাতি টি দিয়ে একে একে বাকি মোমবাতি গুলোকে আবারো জ্বালালো। সমস্ত রুমটা আবারো উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠলো।

গল্পটি রূপক কিন্তু হাজারো হতাশা, দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটি কে কখনোই নিভতে দেওয়া উচিৎ নয়। কারন আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালবাসাও অন্ধকারে হারিয়ে যাবে।

❤️‍🔥♻️
03/03/2025

❤️‍🔥♻️

16/01/2025

আসসালামু আলাইকুম আজকে শুক্রবার জানুয়ারি মাসের ১৭ তারিখ। সকালবেলা মেডিকেল পরীক্ষা শুরু হবে বড় ভাইয়া আপুদের। সো আমাদের অনেকের স্বপ্ন থাকে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে ডাক্তার হওয়ার। এখন আমার মূল কথাটা হচ্ছে যে তারা তো আজকে তাদের সপ্ন পূরণ করার পরীক্ষা দিবে। অনেকের স্বপ্ন পূরণ হবে পরীক্ষার মাধ্যমে। আমি বলতে চাচ্ছি যে আজকে সকালবেলা হলেও এক ঘন্টা সময় তাদের পরীক্ষা দেওয়ার দৃশ্য গুলো বাহির থেকে একটু দেখো কারণ তুমি যদি ওই দৃশ্যটুকু দেখো তাহলে তোমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাসের সৃষ্টি হবে। তোমার ওই ডাক্তার হওয়ার স্বপ্নটা নিজের মধ্যে লালিত পালিত হবে। আরো যদি বলি পড়াশোনা করার জন্য মোটিভেশন পাবা কিন্তু আমাদের এখন টার্গেট হচ্ছে সামনে আমাদের এসএসসি পরীক্ষা । পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার জন্য তুমি যদি তাদের ওই দৃশ্য গুলো দেখো, কষ্টগুলো দেখো তাহলে তোমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে পরীক্ষার আগে মানে ভয় কাজ করাটা হয়তো দূর হবে। সো আমার বাসার কাছেই ময়মনসিংহ মেডিকেল কলেজ বড় ভাইয়া আপুদের সীট পড়ছে হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষার। সকালবেলা একটু দেখতে যাব, তাই ভাবলাম দেখতে যেহেতু আমি যাব একা যাব কেন? তাই আরকি পোস্ট করে সবার সাথে শেয়ার করা, হয়তো অনেকে এই পোস্ট পড়ে তারপর যেতেও পারে।

অনেকে হয়তো সকালবেলা পরীক্ষা শেষ হয়ে গেলে পোস্টা পড়বা, তাদের জন্য আসলে কিছু করার নাই। Bad luck🙂 ধন্যবাদ

17/09/2024

আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী, তিনি তার বান্দার জন্য সবকিছু করে থাকেন। যা করলে তার বান্দার জন্য ভালো হবে তাই করেন।☝️

আলহামদুলিল্লাহ❣️

Happy Birthday (Nafio) Baba🥳🎂Many Many Return Of The Day💙Date: 10-08-2024
10/08/2024

Happy Birthday (Nafio) Baba🥳🎂
Many Many Return Of The Day💙
Date: 10-08-2024

❤️🇧🇩
08/08/2024

❤️🇧🇩

Address

Mymensingh

Telephone

+8801314056899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajid Hasan Shihab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajid Hasan Shihab:

Share