Hillol Nokrek

Hillol Nokrek This page is providing different topics of literatures and social awareness.

16/07/2025

কয়েকমিনিটের আরব্য রজনী

15/07/2025
15/07/2025

15/07/2025
06/07/2025

আষাঢ়ের বাদল অঝরো ধারায়
কথাঃ হিল্লোল নকরেক
#আষাঢ় #আমার #বাদল #প্রেম #প্রকৃতি
============
আষাঢ়ের বাদল অঝরো ধারায়
তোমার পরশে ভেসে গেল হায়-
আমার মধুর মাধুরী মাখা
ভাষন বচন যত।।
ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে
আমার অন্তর কাননে
ফোটে সুবাসে সুগন্ধা পুষ্প,
ধন্য করো গ্রহণে অর্ঘ।
ভাসাও হৃদয় তরণী
অবাক বেদন যত।
মনের গভীরে লুকানো কথা,
সুর হয়ে আজ বাজে।
হৃদয় আমার প্রেম পরাগে মাখা,
পরান নাচে নবীন সাজে।
পাখা মেলে উড়ে রঙিন স্বপন যত।।
তোমারি পথ পানে,
আছে গো চাহি অধীর আঁখি,
অন্তর বিবশ করে বিরহী গানে।
টিপটিপ বৃষ্টি বাদল
গোপনে গোপনে কথা বলে কত।
লুকানো সে প্রেম, গোপন সাধ,
আজ হলো উন্মোচন,
মেঘের আড়াল হতে এলে তুমি,
ঘুচালে মনের আঁধার যত।

03/07/2025

আষাঢ়ের বাদলধারায়
কথাঃ হিল্লোল নকরেক।
================
আষাঢ়ের বাদলধারায়
তোমার পরশে,
ভেসে গেল হায়—
আমার মধুর মাধুরী মাখা
ভাষণ বচন যত।

ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে
আমার অন্তর কাননে
ফোটে সুবাসে সুগন্ধা পুষ্প;
ধন্য করো
গ্রহণে অর্ঘ।
ভাসাও হৃদয়-তরণী
অবাক বেদন যত।

মনের গভীরে লুকানো কথা,
সুর হয়ে আজ বাজে।
হৃদয় আমার প্রেম-পরাগে মাখা,
পরান নাচে নবীন সাজে।
পাখা মেলে
উড়ে রঙিন স্বপন যত।

তোমারি পথ-পানে
আছে গো চাহি
অধীর আঁখি,
অন্তর বিবশ
করে বিরহী গানে।
টিপটিপ বৃষ্টি-বাদল
গোপনে গোপনে
কথা বলে কত।

লুকানো সে প্রেম, গোপন সাধ,
আজ হলো উন্মোচন।
মেঘের আড়াল
হতে এলে তুমি,
ঘুচালে মনের আঁধার যত।

29/06/2025

ঝর ঝর ঝরে বাদর বারি
কথাঃ হিল্লোল নকরেক।
#বর্ষারগান #বর্ষা #বিরহ #রাত
====================

ঝর ঝর ঝরে বাদর বারি
বিচ্ছেদে কাতর রজনী।

নীলিমার নীল অদৃশ্য অনন্তে
মেঘে মেঘে বিষন্নতা দিক দিগন্তে
আকাশের আড়ালে পূর্ণিমা শশী
অসীম রোদন বিলাপ শুনি।

কাননে নিরব অলির গুঞ্জন
শাখে শাখে শুনি নাকো কুজন
গুরু গুরু গরজিছে দামিনী
কাতর ধরনীর বুকে তিমির রজনী।

গভীর আঁধারে অন্ধ দুই নয়ন
নির্ঘুম শয়নে অসহায় জীবন
অবিরল জলে ভাসিছে সর্বনাশী
উল্লাসে ভাঙিছে কুল স্রোতস্বিনী।

অন্ত খোঁজে দুঃখী প্রাণের রাগিনী
প্রভাতে জাগিবে রবি প্রাণসঞ্চারী।

02/06/2025

পাহাড়-নদীর কূলে
কথাঃ হিল্লোল নকরেক
==============
পাহাড়নদীর কূলে লো ঢোলক বাজে, বাজে প্রেমের বাঁশি,
বাঁশি বাজে ঝুমুর তালে লো, পাহাড়-নদীর প্রেমে লো,
বরষা পরী নাচে ওলো মন রহে না ঘরে লো।।
জোনাক জ্বলে চমকি চমকি, আঁধার আকাশে লো,
ঝর্ণা-নুড়ির গানের তালে, বন-গিরি জাগে লো,
কদম ডালে লুটিয়ে পরে মাতাল কোকিল হাসে লো।।
আঁখির প্রেমে দেখি যাকে, তারে খুঁজবো নদীর বাঁকে,
বৃষ্টি ভেজা খোঁপার পরে, শেফালি মালা দেবো গুছে
স্বর্ণলতা আর বনের ফুল,দুলবে কানে সোনার দুল।
মাধবী বনের আড়ালে কার মনেতে প্রেম জাগে লো।।

02/04/2025

চৈতালি পূর্ণিমা রাতে
কথাঃ হিল্লোল নকরেক

26/03/2025

বসন্ত বাতাসে
কথাঃ হিল্লোল নকরেক।

Shout out to my newest followers! Excited to have you onboard! Rema Setu Bondhon, Pilanto Rokho, Shueli Barman, মিষ্টি ম...
15/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Rema Setu Bondhon, Pilanto Rokho, Shueli Barman, মিষ্টি মেয়ে জ্যোতি বানাই, Prem Pagol Cele Nokrek

14/03/2025

আমি ভুল করে দেখি তারে
কথাঃ হিল্লোল নকরেক।

Address

Mymensingh

Telephone

+8801718754386

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hillol Nokrek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hillol Nokrek:

Share