29/06/2025
ঝর ঝর ঝরে বাদর বারি
কথাঃ হিল্লোল নকরেক।
#বর্ষারগান #বর্ষা #বিরহ #রাত
====================
ঝর ঝর ঝরে বাদর বারি
বিচ্ছেদে কাতর রজনী।
নীলিমার নীল অদৃশ্য অনন্তে
মেঘে মেঘে বিষন্নতা দিক দিগন্তে
আকাশের আড়ালে পূর্ণিমা শশী
অসীম রোদন বিলাপ শুনি।
কাননে নিরব অলির গুঞ্জন
শাখে শাখে শুনি নাকো কুজন
গুরু গুরু গরজিছে দামিনী
কাতর ধরনীর বুকে তিমির রজনী।
গভীর আঁধারে অন্ধ দুই নয়ন
নির্ঘুম শয়নে অসহায় জীবন
অবিরল জলে ভাসিছে সর্বনাশী
উল্লাসে ভাঙিছে কুল স্রোতস্বিনী।
অন্ত খোঁজে দুঃখী প্রাণের রাগিনী
প্রভাতে জাগিবে রবি প্রাণসঞ্চারী।