Virus world

Virus world Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Virus world, Digital creator, Durgabari Road, Mymensingh.

12/09/2025

আমি কোনোদিন ওদের ক্ষমা করবো না, এই দুনিয়াতে না হোক একদিন না একদিন ওদের শাস্তি হবেই। আমার প্রতিটা চোখের পানির মূল্য সবাইকে দিতে হবে

12/09/2025

যারা যারা তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে, তোমাকে আমার থেকে আলাদা করছে তাদের কখনো ভালো হবে না

25/08/2025

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?
খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।
যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে!
গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না!

সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস — সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে "Revenge of Nature" বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!!

কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাল, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্যা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বাণে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না!! জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?

সবসময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না!

এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। তিনি কারোর একার না। তিনি সবার।

25/08/2025

যদি বলো চলো হারিয়ে চাই পাবে কি খুঁজে আমায়? হাজারো ভীড়ের মাঝে গো আমি খুঁজে নেবো তোমায়।চাদঁকে বলি ডুবে যেতে পারো পেয়েছি নতুন আলো🥰🥰

25/08/2025

এতো অল্পতেই এই দুনিয়ার থেকে মায়া উঠে গেল,রাতের পর রাত চোখ থেকে ঘুম হারিয়ে গেল।আমি কেমন পাল্টে গেলাম।ভালোবাসা কি এমনই হয় শুধু কষ্ট আর নিস্তব্ধতা এনে দেয়?জানি না কি করা দরকার কিন্তু আমি বেঁচে থাকার থেকে মুক্তি চাই। মৃত্যুকে আলিঙ্গন করতে চাই 🙂🙂🙂

24/08/2025

এ জগতে যে সত্যিই আমাদের চায় তাদের কখনো আমরা পাত্তা দেই না।কিন্তু একটা সময় পর ভাবি ইশ! এত বড়ো মিসটেক করলাম।কিন্তু তখন কিছুই করার থাকে না।একজেনর প্রতি আপনি খুব efforts দেখান,তাকে ছাড়া থাকতে পারেন না,তার সাথে কথা না বললে দম বন্ধ লাগে কিন্তু তার কাছে আপনার value ই নাই।তার কাছে তার জীবন,আনন্দ, বন্ধুবান্ধব,আড্ডা,ঘুরাঘুরি, ট্যুর দেওয়া সবার আগে বিশ্বাস করেন আপনি তার থেকে ভালোবাসা পাওয়ার ইচ্ছাই ব্যর্থ,তার কাছে আপনি সম্পূর্নভাবে 3rd person..আপনার থাকা না থাকায়,আপনার মৃত্যু বা আপনার জীবনের ক্ষতিতে যার বিন্দুমাত্র হেলদোল নাই ঐ মানুষ আর যাই হোক আপনার না 🙂🙂

24/08/2025

কখনো কখনো হয়তো নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিছু করা খুবই জরুরি। কেননা অন্য সবাই যখন শুধু নিজের সুখ টুকুই বুঝে তখন নিজেরও উচিত সুখ খুঁজে নেওয়া।হয়তো অনেক বছরের অভ্যাস পাল্টানো সম্ভব না।কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।আসলে জীবনে যারা শুধুমাত্র ভালোবাসা, নিজের পছন্দ,সংসার এগুলোর জন্য সেক্রিফাইস করে যায় তাদের মূল্য সব থেকে কম থাকে।এজন্যই হয়তো গুরুজনেরা বলে তোমাকে যে ভালোবাসে তাকেই তুমি ভালোবাসো,হ্যাঁ হুট করে না পারলে সময় নেও কিন্তু ভালোবাসো তাকেই যে তোমাকে চায়,তোমার কথা,ভালো লাগা,খারাপ লাগার মূল্য আছে।কিন্তু যে অন্য সব কিছু করে এরপর তোমাকে এসে ভালোবাসা দেখাবে তার কাছে তোমার গুরুত্ব জিরো%। এটাই বাস্তবতা 🙂🙂🙂

29/06/2025

যত ভুল জমা আছে দেখো মনে, সব লিখে রেখেছি গোপনে। আমি চলে গেলে তুমি বড়ো একা ক্লান্ত রাতে! সব ছেড়ে আমি চলে যাব, তখন বুঝবে তুমি কি হারিয়েছো...আমায় একা ফেলে তুমি কেনো দূরে যাবে...?তাই এখন সব ভিন্ন ভিন্ন লাগে,তুমি ছাড়া ঠুনকো এতো সহজে! ছেড়ে দিলে হায়!আমার প্রিয়,তুমি আমার প্রিয়,তুমি আমার মনের আঙ্গিনাতে থাকো🥺🥺🥺

19/05/2025

কিছু আক্ষেপ একান্তই ব্যাক্তিগত, যা চাইলেও কাউকে বলা যায় না💔🙂

05/05/2025

কি করে বলবো তোমায়,আসলে মন কিযে চায়।
কেনো যে পালিয়ে বেড়ায় তোমার থেকে❤️🥰

কি মায়ায় জড়ালে প্রিয়,সব ভুলে থাকতে পারি...!তবে তোমাকে ভুলে থাকতে পারি না🙂
05/05/2025

কি মায়ায় জড়ালে প্রিয়,সব ভুলে থাকতে পারি...!
তবে তোমাকে ভুলে থাকতে পারি না🙂

05/05/2025

বেশিই ভালোবেসে ফেললে মানুষ এক সময় 'সস্তা' হয়ে যায়,'সেল্ফ রেসপেক্ট' হারাই ফেলে!
সেল্ফ রেস্পেক্ট হারাই ফেললে মানুষ দুনিয়াতে একটা জিনিস ই চায়, ওই মানুষটার 'ভালোবাসা!'
এর বাইরে আর কিচ্ছু দিয়াই শান্তি আসেনা তার! সমস্যা শুরু হয় তখন ই, ওই মানুষ টা এই ভালোবাসা টুকুও দিতে চায় না! তখনি আসলে 'অশান্তি' টা শুরু হয়।
প্রিয় মানুষের ভালোবাসা না পাইলে শুধু সারাক্ষন তাকেই জিজ্ঞেস করতে ইচ্ছে করে, 'কি করলে আমাকে ভালোবাসবা প্লিজ বলো? কি করলে তোমার মন পাবো আমি?'
ওই মানুষটার অবহেলা নেওয়া যায়না! নিজের কষ্ট কাউকে বলাও যায়না!
অতিরিক্ত ভালোবাসা মানুষ কে অতিরিক্ত একা করে দেয়!❤️
collected : বেলা বস

Address

Durgabari Road
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Virus world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share