18/08/2025
SSC তে মাত্র ৩.৮৩ এবং HSC তে মাত্র ৪.১৭ পেয়ে ও আমি যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স।
আমি খুব বেশি পড়ুয়া স্টুডেন্ট ছিলাম না কখনোই। কিন্তু খুব মেধাবী হওয়ায় রেজাল্ট সবসময় ই ভালো করতাম। ক্লাস ফাইভে ও এইটে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলাম 😎 কিন্তু দুর্ভাগ্যবশত SSC তে A+ পাইনি এবং রেজাল্ট অনেক খারাপ আসে, ৩.৮৩ । এতে আমি অনেক ভেঙ্গে পড়ি এবং অনেক অপমানিত হই। পরিবারের সবাই অনেক কথা শোনায়। যাই হোক, এরপর HSC তেও A+ মিস করি। পাই ৪.১৭ সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। অনেক কান্না করেছিলাম। তখন ভেবেছিলাম বোধহয় হেরে গেছি। কিন্তু আমি হতাশ হয়ে যাইনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে থাকি মন দিয়ে৷ প্রতিদিন আল্লাহর ইবাদত করতাম আর পড়তাম। আর কোন কাজ নেই। হাল ছাড়লাম না। আশা রাখলাম ঢাবিতে হবে ইনশাআল্লাহ। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন গবেষণা করে প্রিপারেশন নিতেছিলাম। এক ভাইয়ের পরামর্শে বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যাসহ সলভ করতেছিলাম " ছায়ামঞ্চ " প্রশ্নব্যাংক থেকে আর রিটেনের জন্য " রিটেন সামিট " বইটা পড়তেছিলাম। পাশাপাশি বোর্ড বই ভালোভাবে পড়তেছিলাম। এগুলো পড়ার পর যখন ঢাবির প্রশ্নে মডেল টেস্ট দিলাম দেখি ভালো নাম্বার পাই, কনফিডেন্স বেরে গেলো। পরীক্ষা দিতে গেলাম গিয়ে দেখি রিটেন সব " রিটেন সামিট " বই থেকে কমন 😎🔥 রিটেনে ভালো নাম্বার পাচ্ছি এটা ভেবেই কনফিডেন্স বেড়ে গেলো। এরপর MCQ গুলো ও দেখলাম আমার পড়া থেকেই মোটামুটি কমন। মোটামুটি ৭০% দাগালাম একদম শিউর হয়ে। আর ২/১ টা কনফিউশান আছে মানে ৫০/৫০ এমন প্রশ্ন দাগালাম। আরো দাগাতে ইচ্ছে করছিলো। কিন্তু ভাইয়ার কথা মনে পড়ে গেলো - " আন্দাজে দাগাবি তো নেগেটিভ মার্কিং খাবি আর নিশ্চিত চান্স মিস করবি "। তাই আন্দাজে আর দাগাইনি৷ ১ মাস পর রেজাল্ট দিলো। দেখি চান্স পেয়ে গেছি। আমার খুশি দেখে কে! এখন সবাই আমাকে নিয়ে গর্ব করে! SSC, HSC তে A+ না পাওয়ায় " অপদার্থ, মেধাহীন " বলা শিক্ষক, পরিবারের সদস্য, আত্মীয় রাও এখন আমাকে নিয়ে সবখানে গর্ব করে বলে " জিনিয়া আমার ছাত্রী / ভাতিজি / বোন "
একটা সফলতা ই সব বদলে দিলো। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এখন আমি আমার জীবন নিয়ে অনেক খুশি। 😍 আল্লাহ সত্যি ই মহান, কষ্টের ফল দিয়েছেন। তাই পড় বেশি বেশি আর আল্লাহর ইবাদত করো।