কানিজ ফাতেমা জুঁই

কানিজ ফাতেমা জুঁই artist
(14)

02/07/2025

যার অবহেলায় আপনি তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করছেন, যার জন্য আপনি ভালো থাকতে ভুলে গেছেন, খুব আশ্চর্যজনকভাবে দেখবেন এ নিয়ে তার মধ্যে কোন অনুশোচনা নেই।।

✍️ফাহাদ মিয়া
🎤কানিজ

#কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুই

আলহামদুলিল্লাহ। আপনাদের লেখা ছাড়া আমার কন্ঠ অপূর্ণ।সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। দোয়ায় রাখবেন৷  #কানিজফাতেমা...
02/07/2025

আলহামদুলিল্লাহ।
আপনাদের লেখা ছাড়া আমার কন্ঠ অপূর্ণ।
সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ধন্যবাদ।
দোয়ায় রাখবেন৷
#কানিজফাতেমাজুই #কানিজেরডায়েরি

মানুষের উপর জোর খাঁটাতে নেই! না বন্ধুত্বে, না ভালোবাসায়, না অন্য কোনো সম্পর্কে! আপনাকে না বলেই বাকি বন্ধুরা কোথাও গেলে '...
02/07/2025

মানুষের উপর জোর খাঁটাতে নেই! না বন্ধুত্বে, না ভালোবাসায়, না অন্য কোনো সম্পর্কে! আপনাকে না বলেই বাকি বন্ধুরা কোথাও গেলে 'কিরে আমাকে বললি না কেন?' জিজ্ঞাসা করতে নেই! কেউ মেসেজ সিন করে ফেলে রাখলে, 'কী ব্যাপার? রিপ্লাই দেন না কেন? বলে আবারও মেসেজ দিতে নেই! কেউ ভালোবাসতে না চাইলে, বারবার প্রেম নিবেদন করতে নেই! কেউ ছেড়ে যেতে চাইলে, হাজারটা যুক্তি দেখিয়ে আটকে রাখার চেষ্টা করতে নেই!জোর করে অন্তত মূল্য বাড়ানোর চেষ্টা করতে নেই! জোর করে কারো কাছের মানুষ হওয়া যায় না!

#কানিজফাতেমাজু #কানিজেরডায়েরি

02/07/2025

তোমাকে একজন পেয়েছে মানে, অন্যজন কি বীভৎসভাবেই না হারিয়েছে।।
✍️ সংগৃহীত

#কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুই

01/07/2025

নিঃসন্দেহে সমালোচকেরা আপনার বন্ধু,ওরা না থাকলে আপনার দোষ আপনি খুঁজে পেতেন না।।

✍️collected
🎤 কানিজ

#কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুই

আত্মসম্মানবোধ আমার কাছে প্রেম ভালবাসার চেয়ে প্রিয়। তেজ, জেদ, সাহস এবং সততা, এগুলো আমার অলংকার।আমি সহজে কারও “কাছের” হই ন...
01/07/2025

আত্মসম্মানবোধ আমার কাছে প্রেম ভালবাসার চেয়ে প্রিয়। তেজ, জেদ, সাহস এবং সততা, এগুলো আমার অলংকার।

আমি সহজে কারও “কাছের” হই না, নিজেকে সহজ বানাইও না। বন্ধুদের যত্ন করি, কিন্তু বন্ধনে জড়াই না। আমার মানসিক স্বস্তি নষ্ট হয় যে গলিতে, সে গলিতে যতই আলো থাকুক, ওই আলোয় আমি হাঁটব না। কোনো প্রলোভনে আমাকে দমানো যাবে না। যা আমি করতে চাই, তা আমি অবশ্যই করব। আর যা করতে চাই না, তা আমাকে দিয়ে কেউ করাতে পারবে না।

আমি কঠিন মানুষ। যতটা কঠিন হলে ভেঙে যাওয়া নিজেকে নতুন করে গড়া যায়, আমি ততটাই কঠিন। ইমোশন অপাত্রে বিলাই না। ভালবাসার মত আমার ঘৃণাও মুল্যবান।
পুরোনো কোনো সম্পর্কে জং ধরলে, নির্দ্বিধায় ছেড়ে দিই। অতীত আঁকড়ে ধরার কোনো অভ্যাস আমার নেই।

আমি মাথা নত করি সম্মানে, প্রজ্ঞায়, যত্নে, ভালোবাসায়,……… ভিক্ষায় নয়। আমাকে দখল করা যায় না, আমাকে অধিকার করা যায় না, পিছুটানে আটকানো যায় না, চাইলে আমার সঙ্গে পথ চলা যায়।

𝓢𝓾𝓵𝓽𝓪𝓷 𝓐𝓱𝓪𝓶𝓮𝓭 𝓢𝓱𝓪𝔀𝓸𝓷

30/06/2025

কখনো কোনো পরিস্থিতিতেই নিজের অধিকার, নিজের হক ছাড়তে নেই,ছেড়ে দিলে মানুষ পেয়ে বসে।।

✍️collected
🎤: কানিজ ফাতেমা জুঁই

#কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুই

30/06/2025

আমি শুট শুরু করার আগে তাকে নিয়ে কিছুক্ষণ ঢং করতে হয়।।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
#কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুই

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বৌয়ের হয়ে যায়,কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না। এই কথাটা অনেকে...
30/06/2025

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বৌয়ের হয়ে যায়,
কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু একটু ভেবে বলুনতো কথাটা কি ঠিক?

আসলে কী জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চাননা বা আশা করেননা, মেয়ে সুখে থাকলেই আপনি সুখি, আপনি কখনও এটা তুলনা করেননা
যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে,
আপনার মেয়ে যদি আপনার চেয়ে ১০ গুন সুখে থাকে, ভালো থাকে আপনি সেটা দেখে ১০ গুন খুশি হন, আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন, মেয়ে সুখি না হলে আপনিও দুঃখি হন, সামর্থের বাইরে গিয়েও মেয়েকে, জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান |

অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে, অনেক সময় দাবীও করেন, মনেও করিয়ে দেন যে তোর পিছে এতো খরচা করেছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের
ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেই
যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর,তোকেই এর সমাধান করতে হবে,
বিয়ে করেছিস তোকে কোন সাহায্য করতে পারবোনা, পারলেও সাহায্য করেনা অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থের বাইরে গিয়েও করে।

ছেলে বৌ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে, ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করেতে পারে। ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান।

আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেননা, কোন দায়িত্ব আরোপ করেননা, তাই মেয়ে যদি ৫% ও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর ১০০% দায়িত্ব,
অনেক কিছু আশা করেন, এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা ৭০-৮০ % দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছেননা সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ।

মেয়ের পড়াশোনার পর বিয়েতে ১০ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে ।তোর জন্য এতো খরচা করেছি, ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে ২ লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এতো দিয়েছিলাম, চাকরি পেলেও বলে এতো খরচা করে পড়াশোনা করিয়েছি | তো মেয়ের বিয়েতে যত খরচ করে, শখ আহ্লাদ করে, ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করে |

আচ্ছা বলেন তো মেয়ে-জামাইকে যতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে-বৌ কেও কি এতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে |

আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে
একটা বড়ো স্বার্থ থাকে |
- সংগৃহীত

29/06/2025

যারা সত্যিকারের ভালবাসতে চেয়ে নিজেকে সেক্রিফাইস করে দিয়েছিল, তাদের মধ্যে অনেক মানুষেরই জীবনের বড় ট্রাজেডি হলো ভালোবাসার বিনিময়ে তারা ভালোবাসা পায়নি।।

✍️সরজিৎ ঘোষ
🎤কানিজ ফাতেমা জুঁই

#কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুই

মানুষের খুব কাছে পৌঁছে দেখলাম, আজকাল আন্তরিকতার বড়ো অভাব। অন্তর থেকে শতভাগ ভালোবাসা,মমতা, স্নেহ দিয়েও খুব কাছের মানুষ গু...
29/06/2025

মানুষের খুব কাছে পৌঁছে দেখলাম, আজকাল আন্তরিকতার বড়ো অভাব। অন্তর থেকে শতভাগ ভালোবাসা,মমতা, স্নেহ দিয়েও খুব কাছের মানুষ গুলোই আমাকে বোকা বানিয়ে দিল। যে মানুষ অন্তর থেকে বিশুদ্ধ ভালোবাসা সমর্পণ করতে পারে, নকল আন্তরিকতা ধরতে পারাটা তার কাছে কঠিন কিছু নয়। আক্ষেপ নেই কিছু। জীবনে যা পেয়েছি তা কম কোথায়? তবে দুঃখ লাগে নিজের জন্য, পরিচিত কাছের মানুষরা যখন নকল দরদ দিয়ে ভরায়, আর এই সত্যিটুকু বুঝতে পেরেও তাদের এই নকল আন্তরিকতাকে দেখে নিজেকেও যখন নকল হাসি হাসতে হয়।

কলমে: সরজিৎ ঘোষ।

29/06/2025

ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু জেগে থেকেও ঘুমের ভান ধরা মানুষকে কখনো জাগিয়ে তোলা যায় না।।

লেখা : সংগৃহীত
কন্ঠে :কানিজ ফাতেমা জুঁই

#কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুই

Address

Netrokona
Mymensingh
2400

Website

Alerts

Be the first to know and let us send you an email when কানিজ ফাতেমা জুঁই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category