19/09/2025
আমার দাদুর হাতে তৈরি চা।
এখনো বিভিন্ন খাবারের বায়না ধরলে এমন কোন খাবার নেই, যে দাদু আমাদেরকে বানিয়ে দেয় না। এখনো এমন ভাবে আমাদেরকে যত্ন করে, যেন নিজের সন্তানের মত।।
ছোট চাচ্চু এবং ছোট কাকির সাথে দাদু থাকেন সিলেটে।
চাচ্চু এবং কাকি দুজনেই চাকুরি করে বিধায় চাচাতো বোনকে দাদু দেখাশোনা করে সেখানে থাকেন।
দাদুর সাথে প্রায় অনেকমাস পর পর দেখা হয়।।
এবার আমার বাবার বাসায় আমরা সবাই গিয়েছি,
ফুপ্পি, চাচুরা সবাই। সন্ধ্যায়, দাদুর সবাইকে বলে তদেরকে আজ আমি নিজের৷ হাতে বানিয়ে চা খাওয়াই!
তারপর.......)
দূরে থাকলেও দেখা হলে যত্নটা, আদরটা, খেয়ালটা যেন ঠিক আগের মতোই।।
এখনও আমাদেরকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করে। দাদুর কাছে এখনো আমরা বড় হইনি!!
দাদুর জন্য সবার কাছে দোয়াপ্রার্থী।