24/05/2025
"আমি এখনো তোমার অপেক্ষায়"
----------------------------------------------
আমি আজ একা বসে আছি।
বুকের ভেতরে কেমন একটা ব্যথা—যেটা ব্যাখ্যা করা যায় না।
সবকিছুর ভিড়ে আমি হারিয়ে গেছি।
মন কোথাও বসে না, চোখে যেন কুয়াশা।
আর বার বার মনে হয়…
"যদি এই ব্যথাটুকু কেটে ফেলে দিতে পারতাম!"
তখন হঠাৎ মনে পড়ল—
তুমিও তো ছিলে একসময়,
আমার ছোট আমি।
তুমি তো খুশি ছিলে, না?
হাসতে, খেলতে, স্বপ্ন দেখতে পারতে?
আজ আমি তোমার খোঁজে এসেছি।
তুমি কেমন আছো এখন?
আমি জানি, তুমি একা ছিলে, চুপচাপ কেঁদেছিলে,
যখন কারও ছায়া ছিল না পাশে।
তুমি চেয়েছিলে কেউ বলুক,
"ভয় নেই, আমি আছি তোমার পাশে।"
আজ আমি তাই বলছি—
"আমি এসেছি, আমি আছি।"
তুমি আমার ভেতরে এখনো বেঁচে আছো—
হয়তো কষ্টে, হয়তো চুপ করে।
তুমি এখনো বাঁচতে চাও, হাসতে চাও।
আজ থেকে আমি তোমার পাশে থাকব—
শুধু বড় 'আমি' নয়,
তোমার বন্ধু, তোমার আশ্রয়।
আমরা একসাথে আবার হাঁটবো—
ভয় থেকে মুক্তির দিকে,
আবার আনন্দের সেই উঠোনে।