05/06/2025
একটা সময়ের পর, অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না। স্বামীর ঘরে সংসার করে।
কথাটা শুনে হাসি এলেও এটা কি পরিমাণ সত্য তা আমরা নিজেরাও জানিনা।
উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, বিবাহিত মধ্যবয়স্ক বা শেষ বয়স ব্যাপার না।এটাই ছড়িয়ে আছে সবখানে।
সংসারটা একটা সময় পর সেই নারীর হয়ে যায়,যে নড়বড়ে কাঁপা পায়ে আসে সেই ঘরে।
জা,দেবর,ননদ,শ্বশুর-শাশুড়ি, আত্মীয়, সন্তান সবার সাথে মাখামাখি সম্পর্ক থাকলেও থাকে না সে একটা মানুষের সাথে।
অমুকের বউ,তমুকের বউ হয়েই রয়ে যায়।
এই নামটার সাথেই পার হয়ে যায় গোটা একটা সংসার জীবন।
দায়িত্ব সমান পালন করে দুজনেই।
কিন্তু নেই কারো কোন টান আর অস্তিত্ব থাকে না অনুভূতিতে।
প্রয়োজন ছাড়া, অপ্রয়োজনে তাদেরকে কথা বলতে দেখা যায় না, দেখা যায় না পাশে বসে নতুন-পুরানো কথা বলতে, তাদের আলাদা কোন কথা থাকে না। আলাদা কোন সময় থাকে না, কেউ কারো প্রশংসা করে না, তাকানোও হয় না।যেন মনে হয় এমনটাই তো স্বাভাবিক।
অনেকের তো বিছানাও আলাদা হয়ে যায় অনেক বছর।
সন্তানদের আলাদা কোন অভিব্যক্তি থাকে না এইটা নিয়ে। যেন চিরচায়িত স্বাভাবিক সম্পর্ক মা-বাবার এইটা।
একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না।স্বামীর ঘরে সংসার পাতে।
তার কথা ছাড়া নড়ে না একটা চামচ ও।
অধিকারবোধ তীব্র হয় প্রতিটি কাজে তার।
কিন্তু সে কোন আগ্রহ বোধ দেখায় না তার উপর অধিকার ফলানো,যে অমুকের আর তমুকের বউ বলে সে স্বীকৃত।
সত্যি বলতে ব্যাপারটা আপনি চোখ মেলে দেখলে প্রতিটা পরিবারে একটা দুটো পেয়ে যাবেন।
এই ব্যাপারটা কি একদিনে হয়েছে?
এমন নিষ্পৃহ আর নিষ্প্রাণ অনুভূতি কি কেউ শখ করে মেখে নেয়?
আজ না হয় সে মধ্যবয়স্ক, ছেলে মেয়ে বড় হওয়া সে তকমা নিজেই টেনে নিয়েছে।
বিয়ের দুই তিন বছর পর ও অনেকে এমন নিষ্প্রাণ হয়, কেউ আবার দশ বছর পর, কেউ বা ২০ বছর পর।
কিন্তু কাউকে ভালোবাসতে পারার আগ্রহ বা ইচ্ছা তো মানুষ একদিনে হারায় না।
কি নিদারুণ অবহেলা, অভিযোগের শব্দ হারানোর আকুতি ধীরে ধীরে এমন অনুভূতিহীন হয়ে পড়ে কোন নারী, তা শুধু সেই নারীই জানে।
আজ তার ইস্পাতের মত দৃঢ় ব্যক্তিত্ব, কি মলিন নেতানো তিক্ত অনুভূতি সে পুরনো জিনিসের মত ধুলো জমা তাকে জমিয়ে রেখেছে তা শুধু সেই জানে, যেমন গোপনে জমানো তার কোন ব্যাংক জমার রশিদ।
এই নিষ্প্রাণ অনুভূতিটা সাড়ানো কোন তাড়া এক সময় তারা আর অনুভব করে না।
সংসার সংসার খেলায় দিব্যি দিন কেটে যায় চলে, যায় সে মানুষটাও একটা সময় পড়ে।
কিন্তু এরা ভেঙে পড়ে না কারণ অনেক শতাব্দী অব্দি সে একাই এই সংসারে একা সংসার করে যাচ্ছে।
একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না। স্বামীর সংসারে একটা নামের সাথে সংসার করে। কি নিদারুন অদ্ভুত সত্য!একটা দীর্ঘশ্বাস ও থাকে না সে নামের সংসারে, এতটাই অনুভূতিহীন এই সংসারের সংসার।
😔একটা সময়ের পর অধিকাংশ নারী নামের সাথে সংসার করে ব্যক্তির সাথে নয়। 😶