Jannatul Naeem - Freelancer

Jannatul Naeem - Freelancer I am a professional Digital Marketer. YouTube SEO And Video SEO Expert & All Social Media Ads Expert.

28/06/2023

Success demands these 6 things..

(The Secret Formula)

1. Hard Work

Don't believe in luck, believe in hard work.

Stop trying to rush the process or searching for a shortcut.

There is none.

2. Patience

If you are losing the patience, you are losing the battle.

First nothing happens, then it happens slowly and suddenly all at once.

Most people give up at stage one.

3. Sacrifice

If you don't sacrifice for what you want, then what you want becomes the sacrifice.

Everything has its price. The question is: Are you ready to pay it for the life you desire?

4. Consistency

Consistency is what transforms average into excellence.

Without consistency, you will never achieve greater success.

5. Discipline

Motivation gets you going, but discipline keeps you growing.

There will be days when you don't “feel” like doing it.

You have to push through those days regardless of how you feel.

6. Self Confidence

Confidence is, I'll be fine if they don't like me.

জীবনে ব্যর্থ হবে অসফল হবে অপমানিত হবেওইখান থেকে শিক্ষা নিয়ে, আবার ঘুরে দাঁড়াবে ।তবেই তুমি সফল হবে।
22/06/2023

জীবনে ব্যর্থ হবে অসফল হবে অপমানিত হবে
ওইখান থেকে শিক্ষা নিয়ে, আবার ঘুরে দাঁড়াবে ।
তবেই তুমি সফল হবে।

21/06/2023
19/07/2022

কারো কথা না ভেবে তুমি শুধু
তোমার লক্ষ্যে অবিচল থাকো
কারন ব্যার্থ মানুষদের সাথে
কেউ সারা জীবন থাকে না বন্ধু
নিজেকে এমন এক ধংসে পরিনত
করো যেনো তুমি চ্যালেঞ্জ দেখে না
চ্যালেঞ্জ তোমাকে দেখে ভয় পায়
শুরু থেকে শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে
টিকে থাকা মানুষ গুলির স্বপ্নপুরণ এর
জন্য একটা সময় পুরো দুনিয়ার শক্তি
তার সাথে কাজ করে

ফ্রিল্যান্সিং কী?Free=মুক্ত Lancing=পেশাFreelancing= মুক্ত পেশাঅর্থাৎ,Freelancing হলো একটি মুক্ত পেশা।নির্দিষ্ট কোনো ব্য...
16/07/2022

ফ্রিল্যান্সিং কী?
Free=মুক্ত
Lancing=পেশা
Freelancing= মুক্ত পেশা
অর্থাৎ,Freelancing হলো একটি মুক্ত পেশা।নির্দিষ্ট কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে নিজের ইচ্ছে মত স্বাধীন ভাবে কাজ করাই হল ফ্রিল্যান্সিং।
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ।আমরা অকারণে দিনের অনেকটা সময় ব্যায় করছি online এ।আমরা চাইলেই সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজের বেকারত্ব দূর করে পরিবারের পাশে দারানোর জন্য ইনকাম করতে। নিজেকে সাবলম্বি করতে আমরা এই স্বাধীন মুক্ত পেশা বেছে নিতেই পারি।
একটু ভেবে দেখুন তো আমরা প্রতিনিয়ত যে ভাবে online-এ সময় ব্যায় করছি সেই সময়টাকেই কি কাজে লাগিয়ে নিজে সফল হতে পারি না?সাফল্যতাই পারে আপনার আত্নসম্মান বাড়িয়ে দিতে।

18/06/2022

জ্ঞান থাকাটাই যথেষ্ট নয়, আমাদের প্রয়োগ করে দেখতে হবে। ইচ্ছা থাকাটাই যথেষ্ট নয়, আমাদের কাজটা করতে হবে। - গ্যাটে

15/06/2022

আমরা টাকা উপার্জন করি দিন শেষে ভালো থাকার জন‍্য। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই টাকা উপার্জন করতে গিয়ে কত ভালোলাগা বিসর্জন দেই..😪

07/06/2022

পারিনা,পারবোনা বলে দুনিয়াই কোন কথা নেই!!

চেস্টা করো,সময় সুযোগ ও সিধান্ত তোমার হলে দিনটিও তোমার হতে পারে!!!

Never Give Up Man💪💪

18/05/2022

জীবনযুদ্ধ তখনই তোমার জন্য সহজ হবে_
যখন তুমি সব কিছুর মায়া কাটিয়ে সাফল্য অর্জন করতে চাইবে

18/03/2022

ইংরেজি প্রথম অক্ষর A, অথচ one থেকে Hundred পর্যন্ত কোন সংখ্যায় তার জায়গা হয় নি। এমনকি ৯৯৯ সংখ্যা পর্যন্ত তাকে উপেক্ষা করা হয়েছে। এতে A কিন্তু মন খারাপ করে নি। বরং Thousand এ গিয়ে সে ঠিকই নিজের উপস্থিতির জানান দিয়েছে, সাথে এটা ও জানান দিয়েছে সে এতো সস্তা নয়। ইংরেজি প্রথম অক্ষর A আমাদের শিখিয়েছে যেখানে সেখানে নিজের উপস্থিতি জানান দিতে নেই।

সৃজন মাহবুব

16/03/2022

অনেকেই হয়তো রাত জেগে থাকেন যেন বায়ার এর মেসেজ মিস না যায়। কিন্তু এটা আমাদের শরিরের জন্য অনেক খারাপ। আমি ৪ বছর ধরে ফ্রিল্যান্সিং করি কিন্তু রাত না জেগেই। এবং ঘুম এর জন্য কোন বায়ার এর মেসেজ ও মিস যায় নি
১- ফাইভার এপ এ যাবেন।
২- Settings এ যাবেন।
৩- Notification Sounds এ যাবেন।
৪- Inbox Messages এ যাবেন।
৫- সেখানে যেকোনো সাউন্ড এড করার অপশন পাবেন এবং সেখানে আপনারা রিংটন সেট করবেন। বায়ার মেসেজ দিলে রিংটন বাজবে আপনারা সাথে সাথে উঠে রিপ্লাই দিতে পারবেন।

20/02/2022

লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়- তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে হয়ে উঠে শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ- এটাই তো সত্যিকারের বিজয়!

20/02/2022

কোনো কাজ করার আগে ভয় পাওয়া বন্ধ করুন। উদ্যোগ নিতে ভয় পাবেন না। চেষ্টা করতে বা ব্যর্থ হওয়ার ভয় পাবেন না। ব্যর্থতা আসলে আপনার জন্যে ভাল। এটা কোথায় ফাটল আছে তা দেখিয়ে দেয়। কোথায় আপনাকে উন্নতি করতে হবে তা দেখিয়ে দেয়। আবার আপনি কিসে ভাল, সেটাও দেখিয়ে দেয়। হয়ত আপনাকে এতে আরও ভাল হতে হবে, কিন্তু এসব কখনই হবে না যদি আপনি চেষ্টাটাই না করেন, যতক্ষণ না নিজেকে কাজের মাঝে নিযুক্ত করেন।

প্রশান্তির খোঁজে - 2
অধ্যায়ঃ জীবন, দক্ষতা, উন্নয়ন
উস্তাদ নোমান আলী খান

Address

Jamalpur
Mymensingh
2002

Telephone

+8801771354110

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul Naeem - Freelancer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannatul Naeem - Freelancer:

Share