17/01/2023
গফরগাঁওয়ের পাইথলে মসজিদ নির্মাণে বাঁধা !!! মারধর!!! মসজিদ রক্ষার্থে এগিয়ে আসো মুসলমান....
প্রিয় দর্শক!
মসজিদের সংস্কার কাজে বাঁধা দেওয়া ও মারধরের ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত দেউলপাড়া গ্রামে।
২০১৯ সালে আশপাশের সকলে মিলে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদটি নির্মাণ করে। তখন আশপাশে কোন বাড়িঘর ছিল না। পরবর্তীতে ২/৩ বছর পর বাড়িঘর নির্মিত হলে মসজিদটি রাস্তার একটু আড়ালে পড়ে যায়। তখন কয়েকজন লোক মসজিদটি অন্যত্র স্থানান্তরের দাবী জানায়। কিন্তু দেশ বিখ্যাত মাদরাসা সমূহের ফতোয়া অনুযায়ী মসজিদ স্থানান্তর জায়েয হবে না বলে মসজিদ কর্তৃপক্ষ আপত্তি জানায় এবং তাদের ইসলামের আইন ও ফতোয়া বুঝানোর চেষ্টা করে।
কিন্তু তারা পারিবারিক বিদ্বেষের সূত্র ধরে মসজিদের সংস্কার কাজে একের পর এক বাঁধা দেয় এবং দায়িত্বশীলদের মারধর, মিথ্যা মামলাসহ নানা ভাবে হয়রানি করে। বিস্তারিত ভিডিওতে দেখুন...
প্রিয় দর্শক!
তথ্য-প্রমাণ ভিত্তিক ভিডিওটি দেখে যদি মনে হয়, ফতোয়ার আলোকে প্রমাণিত মসজিদটির সম্মান রক্ষা করতে গিয়ে মসজিদ কর্তৃপক্ষ সত্যিকার অর্থেই জুলুম-নির্যাতনের শিকার। তাহলে একটি শরয়ী মসজিদের ইজ্জত রক্ষার্থে মসজিদটির পাশে দাঁড়িয়ে মসজিদের সংস্কার কাজকে এগিয়ে নেওয়ার অনুরোধ রইলো। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। আমিন।
ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের উসিলায় যদি মসজিদটির ইজ্জত রক্ষা পায়, তাহলে আপনিও মসজিদ প্রতিষ্ঠার সওয়াব পাবেন ইনশাআল্লাহ...
Gafargoan Times
On the way to truth...