03/05/2025
শয়তানের নিঃশ্বাস। বর্তমানে আপনি কাকে সাহায্য করবেন, একজন পথচারীকে সাহায্য করতে গেলেও আপনি বিপদে পরতে পারেন যা এই ভিডিও টি দেখলে বুঝতে পারবেন।স্কোপোলামিন, যা হায়োসিন, বা শয়তানের নিঃশ্বাস নামেও পরিচিত, একটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি ট্রোপেন অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ওষুধ, যা আনুষ্ঠানিকভাবে গতিজনিত অসুস্থতা এবং অপারেশন পরবর্তী বমি বমি ভাব এবং বমির চিকিৎসার জন্য ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এ বিষয়ে এখনই সচেতন না হলে শয়তানের নিশ্বাস থেকে রক্ষা পাওয়া আমাদের জন্য সত্যিই কঠিন হয়ে পড়বে। গালগল্প বা গুজব প্রচার করে সমাজে অহেতুক ভীতি-আতঙ্ক ছড়িয়ে দেওয়া যেমন হঠকারিতা, তেমনি এ রকম ঘটনার শিকার হলে পুলিশকে না জানানোও চূড়ান্ত দায়িত্বহীনতা। মনে রাখতে হবে, আমাদের পরিবারের সদস্য, শিশু-নারী-বৃদ্ধসহ কেউই এই বিপদের আশঙ্কামুক্ত নয়।
অপরাধের ধরন দিন দিন পাল্টাচ্ছে। মলম পার্টি, অজ্ঞান পার্টি ইত্যাদি নানা নামের অপরাধী চক্র সক্রিয় ছিল এত দিন। পুলিশ এসব অপরাধীর পেছনে লেগে আছে বলে চুরি–ছিনতাইয়ের মতো ঘটনা ইদানীং আগের তুলনায় অনেকটা কমেছে। এ অবস্থায় নতুন উপায়ের সন্ধানে উঠে পড়ে লেগেছে তারা। শয়তানের নিশ্বাস তাদের নতুন হাতিয়ার। বিশেষজ্ঞরা বলছেন, এসব বিপদ থেকে নিজেকে মুক্ত রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজে সতর্ক থাকা এবং এ ব্যাপারে পরিবারের লোকজনকে সতর্ক রাখা। অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কাগজ, খাদ্য বা পানীয় ইত্যাদি গ্রহণ না করা, এমনকি টাকাপয়সা হাতে নেওয়ার সময় নাক-মুখ থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা। ভ্রমণকালীন সময়ে গণপরিবহন বা বিভিন্ন পর্যটন স্পটে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে বেশি। এ ক্ষেত্রে সদ্য পরিচিত লোকজনের সঙ্গে খুব ঘনিষ্ঠতা গড়ে না তোলাই শ্রেয়। সর্বোপরি কোভিডের সময় যে অভ্যাসগুলো আমরা রপ্ত করেছিলাম, সেই মাস্ক পরা, নাকে-মুখে হাত না দেওয়া প্রভৃতি অভ্যাস ‘শয়তানের নিশ্বাস’ থেকে বাঁচার জন্য কার্যকর হতে পারে।