Md Azizul Gabbar Bablu 2.0

Md Azizul Gabbar Bablu 2.0 The page created especially for Update News and News lovers. Here you will find the News.

01/07/2025

সুখবর খুব সুন্দর মনোরম পরিবেশে আগমী শুক্রবার জুলাই ৪ তারিখ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাছ ধরার জন্য টিকেট দেয়া হয়েছে। আপনারা যারা মাছ ধরতে আগ্রহী আছেন পুকুরপাড় দেখে পাস সংগ্রহ করতে পারেন। অনেক দিন পারে আবার টিকেট দেয়া হয়েছে। কোথায় যোগাযোগ করবেন ভিডিওতে বলা আছে।

#বরশি #বরশিদিয়েমাছধরা #ময়মনসিংহ #মাছধরারভিডিও #মাছধরা #মাছ #মাছমারা #টিকেটেবরশিদিয়েমাছধরা #বাংলাদেশকৃষিবিশ্ববিদ্যালয়

01/07/2025
বাড়ি তৈরির কাজ চলছে
27/05/2025

বাড়ি তৈরির কাজ চলছে

16/05/2025

পুকুর দুই থেকে আড়াই কাঠা, বরশি দিয়ে মাছ ধরার জন্য পুকুর চুক্তি নিয়ে ছিলাম, মজার কথা হলো আমাদের সাথে এক বৈদেশিক চায়না শিকারি ছিলো।টাকার পরিমাণ ছিলো ১৮০০০ টাকা বাকি খরচ বাদে। আর যেই ভিডিও দিয়েছি এটাই ছিল সবচেয়ে বড় মাছ।আরো মাছ হিট হয়ে ছিলো ১ কাটা রাখা যায়নি। মাছটির সাইজ ও মোট কত মাছ পেলাম তা প্রথম কমেন্টে ছবি দিলাম।

#মাছ #মাছশিকার #বরশী

16/05/2025

Bd Cartoon- বাংলা কার্টুন 🧛‍♀️🧛🧛‍♂️
সৎ নিষ্টা ও পরিশ্রম কোন কিছুকে আটকাতে পারে না।
Honest determination and hard work cannot stop anything

#বাংলাকাটুন #কার্টুন

এই রোদ এই বৃষ্টি। আমাদের কৃষক ভাই দের খুব সমস্যা ধান ঘরে তুলা নিয়ে। যায় হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
06/05/2025

এই রোদ এই বৃষ্টি। আমাদের কৃষক ভাই দের খুব সমস্যা ধান ঘরে তুলা নিয়ে। যায় হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।

05/05/2025

তুমি কে🥰 আমি কে😘
😍ফলোয়ার ফলোয়ার 😍
💘ফলো দিন ফলো বেক নিন💘

Send a message to learn more

With আমোদ ফুর্তি – I just got recognized as one of their top fans! 🎉
04/05/2025

With আমোদ ফুর্তি – I just got recognized as one of their top fans! 🎉

নতুন টিম শুটিং টাইম
03/05/2025

নতুন টিম শুটিং টাইম

03/05/2025

শয়তানের নিঃশ্বাস। বর্তমানে আপনি কাকে সাহায্য করবেন, একজন পথচারীকে সাহায্য করতে গেলেও আপনি বিপদে পরতে পারেন যা এই ভিডিও টি দেখলে বুঝতে পারবেন।স্কোপোলামিন, যা হায়োসিন, বা শয়তানের নিঃশ্বাস নামেও পরিচিত, একটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি ট্রোপেন অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ওষুধ, যা আনুষ্ঠানিকভাবে গতিজনিত অসুস্থতা এবং অপারেশন পরবর্তী বমি বমি ভাব এবং বমির চিকিৎসার জন্য ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এ বিষয়ে এখনই সচেতন না হলে শয়তানের নিশ্বাস থেকে রক্ষা পাওয়া আমাদের জন্য সত্যিই কঠিন হয়ে পড়বে। গালগল্প বা গুজব প্রচার করে সমাজে অহেতুক ভীতি-আতঙ্ক ছড়িয়ে দেওয়া যেমন হঠকারিতা, তেমনি এ রকম ঘটনার শিকার হলে পুলিশকে না জানানোও চূড়ান্ত দায়িত্বহীনতা। মনে রাখতে হবে, আমাদের পরিবারের সদস্য, শিশু-নারী-বৃদ্ধসহ কেউই এই বিপদের আশঙ্কামুক্ত নয়।
অপরাধের ধরন দিন দিন পাল্টাচ্ছে। মলম পার্টি, অজ্ঞান পার্টি ইত্যাদি নানা নামের অপরাধী চক্র সক্রিয় ছিল এত দিন। পুলিশ এসব অপরাধীর পেছনে লেগে আছে বলে চুরি–ছিনতাইয়ের মতো ঘটনা ইদানীং আগের তুলনায় অনেকটা কমেছে। এ অবস্থায় নতুন উপায়ের সন্ধানে উঠে পড়ে লেগেছে তারা। শয়তানের নিশ্বাস তাদের নতুন হাতিয়ার। বিশেষজ্ঞরা বলছেন, এসব বিপদ থেকে নিজেকে মুক্ত রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজে সতর্ক থাকা এবং এ ব্যাপারে পরিবারের লোকজনকে সতর্ক রাখা। অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কাগজ, খাদ্য বা পানীয় ইত্যাদি গ্রহণ না করা, এমনকি টাকাপয়সা হাতে নেওয়ার সময় নাক-মুখ থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা। ভ্রমণকালীন সময়ে গণপরিবহন বা বিভিন্ন পর্যটন স্পটে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে বেশি। এ ক্ষেত্রে সদ্য পরিচিত লোকজনের সঙ্গে খুব ঘনিষ্ঠতা গড়ে না তোলাই শ্রেয়। সর্বোপরি কোভিডের সময় যে অভ্যাসগুলো আমরা রপ্ত করেছিলাম, সেই মাস্ক পরা, নাকে-মুখে হাত না দেওয়া প্রভৃতি অভ্যাস ‘শয়তানের নিশ্বাস’ থেকে বাঁচার জন্য কার্যকর হতে পারে।

21/02/2024

পবিএ রমজান মাসে পরিবারের ৭ বছরের ছোটরা পবিএ রমজান পালনে অংশ গ্রহণ করয় আরো আনন্দ আরো বেড়ে যায়।
In the month of PBA Ramadan, the family's 7-year-old children participate in the celebration of PBA Ramadan and the joy increases.

#রমজানমাস #কাটুন #এআইদিয়েভিডিও #বাচ্চাদেরভিডিও #গল্প ❤️❤️

Address

Bangladesh Agricultural University
Mymensingh
2202

Alerts

Be the first to know and let us send you an email when Md Azizul Gabbar Bablu 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Azizul Gabbar Bablu 2.0:

Share