ইত্তেহাদ টিভি-Ettehad tv

ইত্তেহাদ টিভি-Ettehad tv Well, "Im" a professional Digital Marketer, Graphic Designer, video creator, Creative
(5)

30/04/2025

আগামী (৩রা মে) শনিবার ঐতিহাসিক ঢাকা সোহরাওর্য়াদী মাঠে হেফাজতের সম্মেলন সফল হোক,
মুফতি নোমান সিরাজী

08/04/2025

আজকে হোগলা বাজারে (পূর্বধলা,নেত্রকোনা) বিক্ষোভ মিছিল শেষে সভাপতি সাহেবের সমাপনী ভাষণ ।

30/03/2025

নিজ চোখে আল্লাহর খুদরত দেখেছি।

-                            إنا لله وإن إليه راجعونজটিয়াবর (মধ্য পাড়া) নিবাসী আমার বন্ধুবর মাও,নজরুল ইসলাম এর পিতা জন...
18/03/2025

- إنا لله وإن إليه راجعون
জটিয়াবর (মধ্য পাড়া) নিবাসী আমার বন্ধুবর মাও,নজরুল ইসলাম এর পিতা জনাব সেকান্দর আলী মুন্সী আজ সকাল ১১ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল ফরমায়েছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

মরহুমের জানাযার নামাজ আজ রাত ১০ ঘটিকায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে ।
আমরা সকলেই দোয়া করি যেন রাব্বে কা'বা মরহুমের সকল ভূল ত্রুটি ক্ষমা করে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গকে সবরে জামিল ধারণ করার তৌফিক দান করেন, আমীন ।

18/02/2025

- 🙏 “দোয়ার মুহতাজ”🙏
উত্তর ময়মনসিংহের অন্যতম মুরুব্বি, হাজারো আলেমের উস্তাদ, লাখো মানুষের আধ্যাত্নিক রাহবার, ঐতিয্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “জামিয়া ক্বাওমিয়া দারুল উলুম সেহলা” মাদ্রাসার মুহতামিম, সেরে তাজ পীরে কামেল শায়খুল হাদিস “আল্লামা আহমদ হোসাইন সাহেব” দীর্ঘদিন যাবত অসুস্তাবস্থায় রয়েছেন, হুজুকে দেখতে ও অসুস্ততার সার্বিক খোজ-খবর নিতে গিয়েছিলেন @ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া,পূবধলা” এর সম্মানিত সভাপতি ও সহ.সভাপতি সহ বেশ কয়েকজন ।
সকলের কাছে হুজুরের জন্য দোয়া চাই, যেন রাব্বে কা’বা হযরতকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। হে রব তুমি হুজুরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন,আমীন।

"হেফাজতে ইসলাম বাংলাদেশ পূর্বধলা শাখা কমিটি গঠন"হেফাজতে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলাধীন পূর্বধলা উপজেলা শাখা কমিটি গঠন ...
13/02/2025

"হেফাজতে ইসলাম বাংলাদেশ পূর্বধলা শাখা কমিটি গঠন"

হেফাজতে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলাধীন পূর্বধলা উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে ।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) পূর্বধলা ষ্টেশনে অবস্থিত জামিয়া মিছবাহুল উলুম মাদ্রাসায় দুপুর ২ঘটিকায় হেফাজতে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক "মাওলানা আবুল কাশেম" সাহেবের সভাপতিত্বে ও সদস্য সচিব "মাওলানা আসাদুর রহমান আকন্দ" সাহেবের উপস্থিতে পূর্বধলা উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরামগণের অংশগ্রহনে হেফাজতে ইসলাম বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে ।

এতে সভাপতি করা হয়েছে হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন খান সাহেবকে, সহ,সভাপতি মাওলানা আবু তাহের সাহেব, সাধারণ সম্পাদক মুফতি নোমান সিরাজী সাহেব ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মাওলানা সাইফুল্লাহ মানসুর (জাহাঙ্গীর) সাহেবকে ।

বৈঠকে নেতারা বলেন, গত জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী স্বৈরাচারের পতনে এ দেশের আলেম সমাজ ও মাদ্রাসা ছাত্রদের অবদান উল্লেখযোগ্য । আন্দোলনে শীর্ষ আলেমদের দিকনির্দেশনাও স্মরণীয় । সবার সম্মিলিত অংশগ্রহণে এবং নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি ।
বৈষম্যমুক্ত একটি দেশের জন্যই আমরা সবাই লড়াই করেছি। সুতরাং এই নতুন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য ও বঞ্চনা চাপিয়ে দেওয়ার সুযোগ আর নেই ।
আমরা ওলামায়ে কেরাম অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই । দেশের এই ক্রান্তিকালে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই । কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের কাজে আমাদের বঞ্চিত করার দুঃসাহস দেখালে তার পরিণতি ভালো হবে না ।

বৈঠকে অন্যান্য পদেরও নাম ঘোষণা করে জেলা কমিটির আহ্বায়ক মাওলানা আবুল কাশেম সাহেব হেফাজতে ইসলাম বাংলাদেশ পূর্বধলা শাখার কমিটি ঘোষণা করেন ।

13/02/2025

"বাবা"কে নিয়ে হৃদয় বিগলিত চমৎকার সংগীত

অন্ধকার যত কালোই হোক না কেন, এক সময় পূর্ব দিগন্তে আলো উদ্ভাসিত হবেই, নৈরাশ হ‌ওয়ার কিছু নেই ।
12/02/2025

অন্ধকার যত কালোই হোক না কেন, এক সময় পূর্ব দিগন্তে আলো উদ্ভাসিত হবেই, নৈরাশ হ‌ওয়ার কিছু নেই ।

07/02/2025

- না'তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

03/02/2025

🔴 আলোচক-মাও,নজরুল ইসলাম কাসেমী ঢাকা
🏨 স্থান:-তালিমুস সুন্নাহ মাদ্রাসা,পূর্বধলা(তারাকান্দা)

31/01/2025

বাবাকে নিয়ে চমৎকার সংগিত । খন্দকার হারুনুর রশিদ

29/01/2025

ইমাম বনাম সভাপতি | মুফতি আল আমীন বিন মাহমুদ

Address

Netrakona
Mymensingh
2410

Alerts

Be the first to know and let us send you an email when ইত্তেহাদ টিভি-Ettehad tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইত্তেহাদ টিভি-Ettehad tv:

Share