HT Creation

HT Creation No

27/04/2025

আল্লাহ ভরসা☝️

কিছু খারাপ মেয়ের জন্য এমন করে।।
25/04/2025

কিছু খারাপ মেয়ের জন্য এমন করে।।

25/04/2025

টাকার কাছে, বিশ্বাসের কাছে হেরে গেলাম। আল্লাহ তায়া’লা এর সঠিক বিচার কোন একদিন করবে।

24/04/2025

প্রিতিটা মিনিট প্রতিটা রাত কত কষ্টে যাচ্ছে সেটা শুধু আমি জানি আল্লাহ তুমি আমার চোখের পানির মূল্য দিও

24/04/2025

Hahaha Hahaha haha
যে ছেরি ১০ জিবি এমবি কিনতে পারে নাই সেই ছেরি ১২৯ জিবি এমবি থাকে শালার লোভ কাকে বলে লোভীর বাচ্চা নডি, ব্যাসা, আর কিছু বলাম না আর রুচিতে বাদে🖕🖕🖕🖕🖕😛😛😛

24/04/2025

চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ 🖕☝️🖕☝️

23/04/2025

হালকা দিলাম☝️☝️🖕🖕🖕🖕🖕
ময়না...
শুভ জন্মদিন🌸
১ বছর হয়ে গেছে গতবার তর জন্মদিন উইশ আর এইবার অনেক আলাদা। সেই আগের তারেক তুই কি ছিলি আর এখন কেমন হয়েছিস সবটুকুই আমার কারনে,,কি থেকে কি হয়ে গেছে সত্যি আমারা কেউ বুঝিনি কিন্তু আমাদের কারো কপাল ভালো না আসলে আমরা যা চাই তা হয় না,,,আমাদের নিজেদের ভালোভাবে থাকতে হবে।
তুই সত্যি সবার থেকে আলাদা অনেক ভালো তর মতো সবাই হোক। তুই অনেক ভালো কর জীবনে আমি দোয়া করি। বাইরে থেকে পড়ে আসবি অনেক ভালো করবি,,আমাকে একটা ফুলের বাগান বানিয়ে দিবি কিন্তু।। কাশ্মির নিয়ে যাবি কবে? মনে রাখিস কিন্তু সব,, ভুলে যাইস না।
তরে আসলে কি বলবো শেষ হবে না বলা,, তর সাথে কাটানো সময় গুলা কোনোদিন ভুলবো না,,তর সাথে যেমন দুষ্টামি মজা করছি আর কারো সাথে পারবো না কখনো। ওই স্মৃতিগুলো ভুলার মতো না আর তুই এখন আমাকে ভুল বুঝস,,কতদিন আগে আমার বাসায় কত্ত ঝামেলা ছিল তুই জানস সব আমার উপর দিয়ে কি গেছে তবু তুই আমাকে তখন ভুল বুঝছস তারপর ও যা ঠিক হইলো কলেজে ওদের কথার জন্য আমাদের মধ্যে ঝামেলা হয় ভুল বোঝাবোঝি হয়,,অন্যের কথা কানে নেয়া যাবে না।
তুই প্লিজ পাগলামি করিছ না কখনো,, আমার পাশে সব সময় থাকবি কি? তুই থাকলে সব ভালো হবে,,তুই কি আমার সাথে থাকবি? ভুল বুঝিস নারে তর পাগলি তরই আগের মতো আছে শুধু একটু যত্ন নিস।।। খুব ভালো থাকবি রে সব সময়, আমি তর ভালো চাই, আমার জন্য একটু দোয়া করিস।

শুভ জন্মদিন আমার ময়না🖤

23/04/2025

আমার ফোন দিয়ে মেয়েদের সাথে কথা বলে আমাকে দোষারোপ করা আর একটা মেয়ের কাছে কতটা খারাপ কাছ কি পরিমাণ বিশ্বাস করলে নিজের আইডি টা দিয়ে দিছি একটা ছেলেকে সে কি করলো এটা আমার সাথে ছি ছি।যে ছেলেটা আমাকে বলতো তুই কি কলেজে আর কোন মেয়ে পাছ নাই এরে ছাড়া।এর তো কিছু নাই নো বল। সে কেমনে আবার ওই মেয়ের সাথে এত ঘুরে এত কিছু করে। মেয়ের হাতের ঘড়িটাও আমি চিনতে পারছি ভালো করে এরা কেমনে এসব করে আল্লাহ কি এদের কোন লজ্জা দেয় নাই

23/04/2025

একজনে আমাকে একটা ছেলে মেয়ের ছবি দিছিলো ওই ছবিটা আমি এখন প্রমান পেয়েছি। ওই মেয়েটার নাম ডিনা মেয়েটা সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে গেছে। ওর সাথে আগে কথা বলতো সব সময়। ওই তুলে দিয়েছে মামা ওইরার প্রামন মামা নিজে।মানুষ এত কেমনে পারে।

23/04/2025

বারবাতারি আর বারো বাতার ছি ছি লজ্জা লজ্জা কি বলবো বলার ভাষা নাই এরা আবার সামনে আইসা হাসে কেমনে।চোখে কি কোন লজ্জা নাই।

Address

Mymensingh

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when HT Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share