Jui - tale Of life

Jui - tale Of life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jui - tale Of life, Digital creator, Mymensingh.

29/08/2024
একবার খালি চিন্তা করেন হাসিনার বদলে ব্রো দেশ চালাইলে কি কি হইতো 🧐
18/08/2024

একবার খালি চিন্তা করেন হাসিনার বদলে ব্রো দেশ চালাইলে কি কি হইতো 🧐

আশিক বানায়া আপনে গাইয়া লাভ নাই ভুইনেরা। উতি বিবাহিত। বেডামানুষ দেখলেই এমন মোমের মত গইল্লা যান কেরে আফনেরা? ঘরে বাপ ভাই ন...
18/08/2024

আশিক বানায়া আপনে গাইয়া লাভ নাই ভুইনেরা। উতি বিবাহিত। বেডামানুষ দেখলেই এমন মোমের মত গইল্লা যান কেরে আফনেরা? ঘরে বাপ ভাই নাই???

18/08/2024

এখন থেকে ইউনিয়ন চেয়ারম্যান হতে হলে মাস্টার্স পাস হতে হবে। ডঃ মুহাম্মদ ইউনুস।

সোর্স: কালের কন্ঠ

18/08/2024

🇮🇳 ⚠️ভারতকে যা দিয়েছি ভারত কখনও ভুলতে পারবেনা!
দিতে দিতে সব শেষ,বাকি ছিলো উনি!
👰৫ তারিখে উনাকেও দিয়ে দিলাম! 🫣

17/08/2024

ইলিশ না পেলেও ভারতবাসীর তেমন কোনো সমস্যা নেই। ওনাদের দেশে তো এখন বাংলাদেশের বিখ্যাত রন্ধনশিল্পী আছেনই।
উনি নিশ্চয়ই ইলিশ বিকল্প একটা রেসিপি দিয়ে দেবেন।

17/08/2024

এই বেডি কু^ফা
যেদিকে যায় সেদিকেই ছাত্র জনতা জেগে ওঠে😂

পূর্ণতা পেলেই ভালোবাসা সুন্দর..😊💖অন্যথায় অর্থহীন।
16/08/2024

পূর্ণতা পেলেই ভালোবাসা সুন্দর..😊💖
অন্যথায় অর্থহীন।

ভালোলাগার বারান্দার কার্ণিশে
12/07/2024

ভালোলাগার বারান্দার কার্ণিশে

আজকে ভোর বেলায় আমি হুট করে আবিষ্কার করলাম-জগতের সমস্ত ভালো জিনিসের প্রতি আমার কেমন যেন একটা তীব্র ভীতি তৈরি হয়ে গেছে বিগ...
11/07/2024

আজকে ভোর বেলায় আমি হুট করে আবিষ্কার করলাম-

জগতের সমস্ত ভালো জিনিসের প্রতি আমার কেমন যেন একটা তীব্র ভীতি তৈরি হয়ে গেছে বিগত কিছু বছরে। তীব্র আর প্রচন্ড ভীতি।

ভীতিটা এইরকম যে কোন ভালো জিনিসে আমার আর বিশ্বাস আসে না, মানুষের উপরে আর আস্থা পাই না। পৃথিবীর যত নরম সরম সুখের কথায় আমি আজীবন বিশ্বাস রেখেছি, সেসবের কিছুই এখন আর আমি বিশ্বাস করি না!! আমার একেবারে রূহ থেকে ব্যাপারগুলি মুছে গেছে।

কোন ভালো ঘটনা ঘটলে মনে হয়-
নিশ্চয়ই সামনে খুব খারাপ কিছু অপেক্ষা করছে!

সব খারাপ থাকলে বরং মনে হয়-
ওহ, এইটাই তো স্বাভাবিক! খারাপই তো চলবে।

কোন কিছুর সাথে এটাচমেন্ট তৈরি হয়ে গেলে ভয় লাগে। মনে হয়- এই তো, আবার ব্যথা পেতে হবে! মানুষের সাথে এটাচমেন্ট তৈরি হলে তো তীব্র এংজাইটি হয়। মনে হয়, তাদের তরফ থেকে দূরত্ব আসার আগেই আগেই বরং আমি দূরে থাকি। সেই-ই ভালো। এটাচমেন্ট মানেই ব্যথা পাওয়া।

আমি প্রচন্ড রকম ইমোশনালি আনএভেইলেবল একটা মানুষ হয়ে গেছি- এটা হয়তো খুব কাছের মানুষেরা বুঝতে পারেন। দূরে দূরে থাকি। কারো সাথে একদিন খুব মাখামাখি থাকলে, পরের দিনই আমি দূরে দূরে থাকি।

এই ব্যাপারটা সবচাইতে বেশি সাফার করে মনে হয় আমার আম্ম আর ভাই, আর আমার বান্ধবীরা। এই আম্মুর সাথে এক ঘন্টা খুব হাসাহাসি করে গল্প করলাম, এরপরে ২/৩ দিন আম্মু আমাকে খুঁজেও পাবে না। কারও ফোনে ধরতে পারলেও হু হ্যাঁ বলে কাজ সারি। ফোন কল, শপিং, বাইরে যাওয়া সব বিরক্ত লাগে।
মা তো জন্ম দিসে, মা হয়তো বোঝে কেন এমন করি.... আর কেউ বুঝতে পারে কিনা জানি না। বান্ধবীদের কাছে আমাকে হয়তো খুব খারাপ লাগে, মনে হয় আমি ইগনোর করছি ইচ্ছা করে...

আসলে কি জানেন-
জীবনে মানুষ আসবে আর মানুষ চলেও যাবে, এটা খুব স্বাভাবিক। প্রকৃতির নিয়ম। কিন্তু কিছু কিছু মানুষ যাবার সময় পারমানেন্টলি আহত করে রেখে যায়, একেবারে দগদগে ক্ষতস্থান রেখে যায়, কিছু একটা ভেঙে রেখে যায়। সেই বিকল জিনিসটা হয়তো আর কোনদিন মেরামত করা যায় না...

আমরা কেবল নিজের ওই ভাঙা অংশটা নিয়ে বেঁচে থাকতে শিখে যাই। ভাঙা টুকরোগুলি লুকিয়ে রাখতে শিখে যাই! 🙃

কিছু ঘটনা তুলার মতো মনকেও পাথর বানিয়ে রাখে।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jui - tale Of life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share