13/11/2022
"যে আমাকে ছাড়া থাকতে পারতো না,
সময়ের পরিবর্তনে সেই মানুষ টা আমার না।"
অথচ,
একটা সময় দুজন দুজনের কতো কাছাকাছি ছিলাম। সকাল বেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম মেসেজ টা তাকেই দিতাম এবং ঘুমানোর আগেও সর্বশেষ মেসেজ টাও তাকেই দিতাম। আমাকে দিয়েই তার দিনের শুরু থেকে শেষ হতো, আমার কাছেই নাকি সে একটু ভালো থাকার আশ্রয় খুঁজে পেতো। হাসি পেলে আমার কাছে এসে হাসতো আবার কান্না পেলেও আমাকে জড়িয়েই কাঁদতো। তার একান্ত কাছের মানুষদের তালিকায় আমাকেও রাখতো। কখনো অভিমানে তার থেকে দূরে থাকলে হারিয়ে ফেলার ভয়ে সে ব্যকুল হয়ে পড়তো। আমাকে অন্যকারো সাথে কথা বলতে দেখলে অদ্ভুত সব কান্ড করে বসতো। সব ছেড়ে কেবল তারই হয়ে থাকার আরজি করতো। এখন আমাদের যোগাযোগ নিভে গেছে। এখন আমরা একে অপরের থেকে অনেক দূরে। আগে কল্পনা করতাম এক সাথে থাকার। এখন কল্পনা করি যদি হঠাৎ কখনো ভুলবশত দেখা হয়ে যায় তখন কি হবে, কিভাবে নিজেকে ঠিক রাখবো। সে আমারে কইছিলো, আমারে পাইয়া সে অনেক সুখী। দিনের পর দিন কত শত শব্দ ব্যবহার কইরা কইছিলো, ভালোবাসে। তোমাকে ছাড়া জীবনে অন্য কাউকে কখনো মেনে নিতে পারবোনা। প্রয়োজনে নিজেকে শেষ করে দিবো তবুও অন্য কারো স্পর্শ আমি সহ্য করতে পারবোনা। এমন নানানরকম কথা বলা সেই মানুষটাই আমারে অসুখী কইরা ছাইড়া দিয়া গেলো। এখন আমাকে ছাড়া দিব্বি ভালোই আছে। এখন আর তোমার আমার জন্য মন কাঁদে না। তোমার আমার জন্য মন কাঁদে না জেনে মন্দ লাগছে না। আমি নিজেকে হয়তোবা কখনো ক্ষমা করতে পারতাম না যদি শুনতাম তুমি আমাকে ছাড়া ভালো নেই। যদি শুনতাম তোমার রাতে ঘুম হয়না,তোমার মায়ের হাতে রান্না করা ডাল মাখা ভাত গলা দিয়ে নামে না,তোমার ঘুরতে ইচ্ছে করে না,তোমার সাজতে ইচ্ছে করে না তাহলে হয়তো নিজেকে নিজে এক অস্থিরতার মৃত্যুর আদেশ দিতাম। ভালো লাগে,স্বস্তি অনুভব হয় এটা জেনে যে তুমি ভালো আছো। এইটা জেনে ভালো লাগে যে তুমি ভালোভাবে বেঁচে আছো। ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার তোমাকে পেতে গিয়ে আমি নিজেকে হারিয়েছি, অবশেষে আমি তোমাকেও হারিয়ে ফেললাম। এখন হারানোর মতো অবশিষ্ট কিছুই নাই। অতঃপর,"আমি আর তুমি আমরা হতে পারলাম না"। অন্যকারো গল্পে তুমি হয়ে গেলা'। জানিনা আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবো কিনা তবে এতটুকু জানি আমাকে দিয়ে আর ভালোবাসা টা কখনো হবেনা।
সবশেষে সবার উদ্দেশ্যে বলবো, যেমনেই হোক,মানুষ টারে ধইরা রাখেন,মানুষ টা দূরে সইরা গেলে জীবন-ই চেঞ্জ হইয়া যায়।