Bolte Chai

Bolte Chai Want to build a balanced life with honesty, ideals and skills. I'm Mamun!! in this page I just share my daily opinion.

29/02/2024

আমাদের শহীদেরা সদা জাগ্রত চির সবুজ এক অরণ্য,দ্রোহের আগুন জ্বেলে, রক্ত দিয়েছে ঢেলে নতুন এক প্রভাতের জন্য।
29/02/2024

আমাদের শহীদেরা সদা জাগ্রত চির সবুজ এক অরণ্য,
দ্রোহের আগুন জ্বেলে, রক্ত দিয়েছে ঢেলে নতুন
এক প্রভাতের জন্য।

৫২'র ভাষা আন্দোলনের অগ্রসৈনিক, ঢাকসু’র সাবেক জিএস ভাষা সৈনিক অধ্যাপক_গোলাম_আযম (রহ.)।আল্লাহ তার প্রিয় বান্দাকে জান্নাত ...
21/02/2024

৫২'র ভাষা আন্দোলনের অগ্রসৈনিক, ঢাকসু’র সাবেক জিএস ভাষা সৈনিক অধ্যাপক_গোলাম_আযম (রহ.)।
আল্লাহ তার প্রিয় বান্দাকে জান্নাত দান করুন।।
আমিন।

“জ্ঞান বিহীন ইসলাম অসম্ভব। ইসলাম বিহীন জ্ঞান ভয়ঙ্কর ও অজ্ঞতার ভিন্ন রুপ।”-শিবির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম
18/02/2024

“জ্ঞান বিহীন ইসলাম অসম্ভব। ইসলাম বিহীন জ্ঞান ভয়ঙ্কর ও অজ্ঞতার ভিন্ন রুপ।”
-শিবির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম

শুধু বাংলাদেশ নয়, প্রবাসী বাংলাদেশি ভাই-বোননেরাও ভারতীয় পণ্য বয়কটের পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করুন।-নুরুল হক নুর
17/02/2024

শুধু বাংলাদেশ নয়, প্রবাসী বাংলাদেশি ভাই-বোননেরাও ভারতীয় পণ্য বয়কটের পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করুন।
-নুরুল হক নুর

মুইজ্জুমালদ্বীপের পেসিডেন্টটুইটার, ফেসবুক কিংবা টেলিগ্রামে ঝড় না তুলে রাজপথে নেমে এসছেন   ক্যাম্পেইনে অংশ নিতে।
15/02/2024

মুইজ্জু
মালদ্বীপের পেসিডেন্ট

টুইটার, ফেসবুক কিংবা টেলিগ্রামে ঝড় না তুলে রাজপথে নেমে এসছেন ক্যাম্পেইনে অংশ নিতে।

ফেব্রুয়ারির এই মাসে তথাকথিত ভালোবাসার নামে বেহায়াপনার কোনো 'ডে' উদযাপন নয়, প্রিয় রাসূল (ﷺ) এর ভালোবাসায় সিয়ামের মাধ্যমে...
13/02/2024

ফেব্রুয়ারির এই মাসে তথাকথিত ভালোবাসার নামে বেহায়াপনার কোনো 'ডে' উদযাপন নয়, প্রিয় রাসূল (ﷺ) এর ভালোবাসায় সিয়ামের মাধ্যমে শাবানের দিনগুলোকে উদযাপন করুন।
উসামা বিন যায়েদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন : আমি বললাম— ইয়া রাসূলুল্লাহ! আপনি শাবান মাসে যত বেশি রোযা রাখেন; অন্য কোনো মাসে আপনাকে এত রোযা রাখতে দেখিনি।
রাসূল (ﷺ) বলেন : এটি রজব ও রমাদানের মধ্যবর্তী এমন এক মাস, যে মাস সম্পর্কে মানুষ গাফেল। যে মাসে আমলগুলো রাব্বুল আলামীনের কাছে উত্তোলন করা হয়।
তাই আমি পছন্দ করি, আমি রোযা থাকা অবস্থায় যেন আমার আমল উত্তোলন করা হয়।
[সহীহুন নাসাঈ : ২৩৫৭]

আমরা আপনাদের শত্রু নই বরং অধিক কল্যাণকামী। আপনারা ধ্বংসের পথে চলছেন দেখে আপনাদের জন্য আমাদের হৃদয়ে যন্ত্রণা অনুভূত হয়।...
12/02/2024

আমরা আপনাদের শত্রু নই বরং অধিক কল্যাণকামী। আপনারা ধ্বংসের পথে চলছেন দেখে আপনাদের জন্য আমাদের হৃদয়ে যন্ত্রণা অনুভূত হয়।

-শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী

ছাত্রশিবির সম্পর্কে বাইতুল মোকাররমের সাবেক খতিব মরহুম ওবায়দুল হক (রঃ)-র মন্তব্যছাত্রশিবির একটি আদর্শবাদী ছাত্র সংগঠন। আম...
11/02/2024

ছাত্রশিবির সম্পর্কে বাইতুল মোকাররমের সাবেক খতিব মরহুম ওবায়দুল হক (রঃ)-র মন্তব্য

ছাত্রশিবির একটি আদর্শবাদী ছাত্র সংগঠন। আমাদের নীতি নৈতিকতা যখন বিপর্যস্ত, সততা-নিষ্ঠা যখন বিপন্ন, সমাজের সর্বত্র যখন হতাশা আর নৈরাজ্য বিদ্যমান, তখন বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ও গৃহে গৃহে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দেবার যে সুকঠিন দৃঢ় প্রত্যয় তাদের মাঝে লক্ষ্য করছি, তাতে তারা সত্যিই প্রশংসা পাওয়ার যােগ্য। ইসলামী ছাত্রশিবির আজ শুধু ছাত্রদের নিয়েই ব্যস্ত নয়, বরং সমাজ, দেশ ও জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণেও তাদের অবদান অস্বীকার করা যাবে না। তাদের আদর্শ ও ঐতিহ্যের কর্মধারায় এই দেশ ও জাতি প্রকৃত অর্থেই আলােকিত হবে একদিন।



09/02/2024

জুম'আ'র আলোচনায় ডঃ শফিকুল ইসলাম মাসুদ।

09/02/2024

ছাত্রশিবিরের নামকরণের ইতিহাস।

03/02/2024

জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামি রহ. এর সংসদে ভাষণ।


02/02/2024

২০২২ সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উপস্থিত ছিলেন। তখনকার ঘটনা এটা। কতোটা বিনয়ী ও নম্র একটা মানুষ। গত ২০২২ সালের ডিসেম্বর থেকে এই মানুষ জালিমের কারাগারে বন্ধি। মহান রাব্বুল আলামীন এই জনদরদী, ইসলাম দরদী মানুষটাকে জালিমের কারাগার থেকে মুক্ত করে দিক। আমরা এই দোয়াই করি।

27/01/2024

সাইমুমকে নিয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী (রহ.) এর বক্তব্য......



"শিক্ষাব্যবস্থার মাধ্যমেই একটি সৎ দক্ষ যোগ্য জাতি গড়ে তোলা যায়। বর্তমান শিক্ষাক্রম এই প্রজন্মকে ইসলাম বিদ্বেষী করে তুলবে...
25/01/2024

"শিক্ষাব্যবস্থার মাধ্যমেই একটি সৎ দক্ষ যোগ্য জাতি গড়ে তোলা যায়। বর্তমান শিক্ষাক্রম এই প্রজন্মকে ইসলাম বিদ্বেষী করে তুলবে। সমাজব্যবস্থা ধ্বংস ও অপরাধ বৃদ্ধির এটাই কারণ।"
- মঞ্জুরুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির



Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bolte Chai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category