
18/04/2025
পানির গভীরতা কোমরের নিচে, স্রোতও তেমন নয়—তবুও সদ্য বিবাহিত এক তরুণ যুবক হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়!
আরো অবাক করা ব্যাপার এরপর শত শত মানুষ খুঁজেছে—জলে, ডাঙায়, আশেপাশের সব জায়গায়।
ডুবুরিও এসেছে, স্থানীয়রাও ছিল সচেষ্ট।
তবুও কোথাও খোঁজ নেই।
এক বিন্দু ক্লুও না!
এটা কি নিছক দুর্ঘ'টনা? নাকি সত্যিই “অদৃশ্য কেউ” টেনে নিয়ে যায়?
জিনে ধরা? নাকি এমন কিছু, যার ব্যাখ্যা বিজ্ঞানের বইয়ে নেই?
সত্যি বলতে এত কম পানির মধ্যে, এত বড় ছেলে, এত মানুষ খোঁজার পরেও—নিখোঁজ থাকাটা কল্পনাকেও হার মানায়।
নদীর নীরবতা আজ প্রশ্ন জাগায় সবকিছু কি সত্যিই আমরা জানি?
সব তত্ত্ব, সব ব্যাখ্যা, সব সন্দেহ একপাশে সরিয়ে
একটাই আকুতি…
সব কিছু মিথ্যা প্রমাণ করে ভাইটি আবার ফিরে আসুক তার পরিবারে।
অবশেষে ছাগল কোরবানি দিয়ে তাজা র'ক্ত যখন সেই সেতুটির উপর দেয় তখন সকলের আজানের ধ্বনি যখন প্রকম্পিত হয় হুট অদৃশ্য ভাবে পানিতে ভেসে উঠে মৃত অবস্থায়। সত্যি ঘটনাটি লোমহর্ষক ও বিজ্ঞানের কোনো ভাষা নেই এখানে!