Suchona's Notebook

Suchona's Notebook কিছু করার চেষ্টা❤️
plz follow: Jannatul Ferdous Suchona
গল্পসারি

পানির গভীরতা কোমরের নিচে, স্রোতও তেমন নয়—তবুও সদ্য বিবাহিত এক তরুণ যুবক হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়!আরো অবাক করা ব্যাপার এর...
18/04/2025

পানির গভীরতা কোমরের নিচে, স্রোতও তেমন নয়—তবুও সদ্য বিবাহিত এক তরুণ যুবক হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়!

আরো অবাক করা ব্যাপার এরপর শত শত মানুষ খুঁজেছে—জলে, ডাঙায়, আশেপাশের সব জায়গায়।
ডুবুরিও এসেছে, স্থানীয়রাও ছিল সচেষ্ট।
তবুও কোথাও খোঁজ নেই।
এক বিন্দু ক্লুও না!

এটা কি নিছক দুর্ঘ'টনা? নাকি সত্যিই “অদৃশ্য কেউ” টেনে নিয়ে যায়?
জিনে ধরা? নাকি এমন কিছু, যার ব্যাখ্যা বিজ্ঞানের বইয়ে নেই?

সত্যি বলতে এত কম পানির মধ্যে, এত বড় ছেলে, এত মানুষ খোঁজার পরেও—নিখোঁজ থাকাটা কল্পনাকেও হার মানায়।
নদীর নীরবতা আজ প্রশ্ন জাগায় সবকিছু কি সত্যিই আমরা জানি?
সব তত্ত্ব, সব ব্যাখ্যা, সব সন্দেহ একপাশে সরিয়ে
একটাই আকুতি…
সব কিছু মিথ্যা প্রমাণ করে ভাইটি আবার ফিরে আসুক তার পরিবারে।

অবশেষে ছাগল কোরবানি দিয়ে তাজা র'ক্ত যখন সেই সেতুটির উপর দেয় তখন সকলের আজানের ধ্বনি যখন প্রকম্পিত হয় হুট অদৃশ্য ভাবে পানিতে ভেসে উঠে মৃত অবস্থায়। সত্যি ঘটনাটি লোমহর্ষক ও বিজ্ঞানের কোনো ভাষা নেই এখানে!

আর মাত্র ৩ টা ক্রানচি ঘড়ি আছে স্টকে।stock clear করবো।  কম মূল্যে পেতে পেজে নক করুন।
26/04/2023

আর মাত্র ৩ টা ক্রানচি ঘড়ি আছে স্টকে।

stock clear করবো। কম মূল্যে পেতে পেজে নক করুন।



ঈদ মোবারক 🤗
22/04/2023

ঈদ মোবারক 🤗

20/04/2023

সব প্রোডাক্ট কালকে ডেলিভারী দেওয়া হয়ে যাবে। কিছু জিনিস এখনো বাকি আছে।
যা stock clearness offer এ দিবো।

কাবেরীগালিচা প্রেম দুলহান মেহেদী ছাড়া কি ঈদ জমে? কার কোনটা লাগবে বলুন।আর মাত্র কয়েক পিছ বাকি। পোষ্ট করার আগেই স্টক প্রায়...
19/04/2023

কাবেরী
গালিচা
প্রেম দুলহান

মেহেদী ছাড়া কি ঈদ জমে?
কার কোনটা লাগবে বলুন।

আর মাত্র কয়েক পিছ বাকি। পোষ্ট করার আগেই স্টক প্রায় শেষ।

জলদি অর্ডার করুন।

প্রাইজঃ **/-




অনেকদিন পর আবার আসলাম।সামনে ঈদ।আর সামন্য কিছু ব্রোজ স্টকে আছে, যা stockclearess জন্য offer price এ দিয়ে দিবো।price: 1**অ...
18/04/2023

অনেকদিন পর আবার আসলাম।

সামনে ঈদ।

আর সামন্য কিছু ব্রোজ স্টকে আছে, যা stockclearess জন্য offer price এ দিয়ে দিবো।

price: 1**

অর্ডার করতে চাইলে পেজে নক করুন।




ঝুমকা ঝুলে কানে হায়...তোমার ঐ ইশারাই.....কার কার পছন্দ এই ঝুমকা? মেয়েরা বরাবরই ঝুমকা প্রেমী। কাউকে গিফট করা জন্যও একদম প...
09/03/2023

ঝুমকা ঝুলে কানে হায়...
তোমার ঐ ইশারাই.....

কার কার পছন্দ এই ঝুমকা?
মেয়েরা বরাবরই ঝুমকা প্রেমী। কাউকে গিফট করা জন্যও একদম পার্ফেক্ট একটা গহনা হচ্ছে ঝুমকা।

নিজের ইচ্ছামতো কাস্টমাইজড করা যাবে।
অর্ডার করতে পেজে মেসেজ করুন।

শাড়ি কম্বো❣️আমাদের প্রায় সব মেয়ের শাড়ি পছন্দ।  কিছু শাড়ি আর গহনা গিফট যেকোনো মেয়েই খুশি হতে বাধ্য। প্রতিটা মেয়েই জীবনে এ...
06/03/2023

শাড়ি কম্বো❣️

আমাদের প্রায় সব মেয়ের শাড়ি পছন্দ। কিছু শাড়ি আর গহনা গিফট যেকোনো মেয়েই খুশি হতে বাধ্য।
প্রতিটা মেয়েই জীবনে একবার হলেও শাড়ির মায়ায় পড়ে, হোক এটা আগে বা পরে।

তাই নিয়ে আসলাম নতুন শাড়ি করবো। যেখানে রয়েছে শাড়ি আর গহনা।
অন্য কিছু এড করেও কাস্টমাইজড করা যাবে।

প্রাইজও রিজেনেবল রেখেছে।
অর্ডার করতে পেজে নক করুন।❣️

cute earring❣️খুব সুন্দর আর রিজেনেবল প্রাইজে পেয়ে যাবেন।মোস্ট ডিমান্ডিং ইয়াররিং এগুলো।অর্ডার করতে চাইলে ইনবক্স করুন।
20/02/2023

cute earring❣️

খুব সুন্দর আর রিজেনেবল প্রাইজে পেয়ে যাবেন।
মোস্ট ডিমান্ডিং ইয়াররিং এগুলো।
অর্ডার করতে চাইলে ইনবক্স করুন।

হিজাব ক্রাউন❣️দেখতেও যেমন সুন্দর, তেমনি পরলেও আরো সৌন্দর্য বৃদ্ধি করে দিবে।হিজাব ছাড়াও টায়রা হিসেবে ব্যবহার করা যাবে।কাউ...
19/02/2023

হিজাব ক্রাউন❣️

দেখতেও যেমন সুন্দর, তেমনি পরলেও আরো সৌন্দর্য বৃদ্ধি করে দিবে।
হিজাব ছাড়াও টায়রা হিসেবে ব্যবহার করা যাবে।

কাউকে গিফট করার জন্য পার্ফেক্ট চয়েস।
তাই দেরি না এক্ষুনি অর্ডার করে ফেলুন।

নিয়ে আসলাম ব্রোজের মেলা।এখনের আপুরা নিজেদের কাছে ব্রোজ কালেকশন রাখতে খুব ভালোবাসে।অনেক ধরনের ব্রোজ রয়েছে এখানে।ছেলে/মেয়ে...
18/02/2023

নিয়ে আসলাম ব্রোজের মেলা।

এখনের আপুরা নিজেদের কাছে ব্রোজ কালেকশন রাখতে খুব ভালোবাসে।
অনেক ধরনের ব্রোজ রয়েছে এখানে।

ছেলে/মেয়ে ২জনেই ব্যবহার করতে পারবে।
চাইলে প্রিয় মানুষদেরও গিফট করতে পারেন।

বুকিং দিতে এক্ষুনি অর্ডার করুন।

আমার মতো আলসে মানুষ হয়তো আর নেই। জুয়েলারী বানানোর পর সেগুলোর পিক তুলা নিয়ে যে পরিমাণ আমার আলসেমী, সেটা হয়তো কাউকে বলে বু...
14/02/2023

আমার মতো আলসে মানুষ হয়তো আর নেই।

জুয়েলারী বানানোর পর সেগুলোর পিক তুলা নিয়ে যে পরিমাণ আমার আলসেমী, সেটা হয়তো কাউকে বলে বুঝাতে পারবো নাহ।

আর ছবি তুললেও সেটা৷ নিয়ে পোষ্ট করবো পেজে, সেই কথা তো মনেই থাকে নাহ।

টুকটাক কিন্তু কাজ করি, কিন্তু আলসেমীর কারণে তা আপনাদের দেখানো হয়ে ওঠে নাহ।🥰

Address

Gouripur
Mymensingh

Telephone

+8801796862964

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suchona's Notebook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share