26/12/2024
মনযোগ দিয়ে তাকালে দেখা যায় ভবনে দুইপাশে শুধু আগুন জ্বলছে। কি পরিকল্পিত তাদের মিশন।
সচিবালয়ে আগুন লাগায় যা হয়েছে..
১. আগুন এক জায়গায় লাগে নি, স্পষ্টতই গান পাউডার দিয়ে লাগানো হয়েছে,
২. শুরুর দিকে আগুন বড় মাত্রার ছিলো না, ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের উপর পানি না মেরে যত্রতত্র মারছিলো।
৩. একজন ফায়ার ফাইটারকে চলন্ত ট্রাকের ধাক্কা।
৪. শুরু থেকে প্রশাসন ক্যাডারদের বর্তমান সরকারকে স্যাবোটেজ করার চেষ্টা ছিলো৷ এক্ষেত্রে বিএনপি ও আওয়ামীপন্থী সচিবদের উদ্দেশ্য এক।
৫. আসিফ নাহিদদের মন্ত্রনালয়ের নথি পুড়ানো।
৬. প্রশাসন ক্যাডারদের আন্দোলনের ডাক।
সকল কিছু একই সূত্রে গাঁথা। প্রশাসন ক্যাডারগুলোর থাকার কথা ছিলো জেলখানায়, তারা এখনো ছড়ি ঘুড়াচ্ছে। সেটার প্রতিশোধ তো নিবেই।
আমাদের মনে রাখতে হবে, জুলাই আন্দোলনে এই প্রশাসন ক্যাডারদের পারমিশনেই পুলিশ, সেনারা গণহত্যা করেছে। আমরা মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় সেসবের ভিডিও দেখেছি।
স্বৈরাচারের সুবিধাভোগী সকল প্রশাসন ক্যাডারদের লিস্ট করে চাকরিচ্যুত করা হোক। প্রয়োজনে ৪৪, ৪৫ ও ৪৬ থেকে বেশি সংখ্যক প্রশাসন ক্যাডার নিয়োগ করা হোক।
এগুলোরে দাবড়ানি না দিলে সোজা হবে না।