18/02/2025
💌 প্রতিটা মানুষ চায় তার নিজস্ব একটা মানুষ হোক, যার সাথে মনের সকল সুখ দুঃখ ভাগাভাগি করা যায়! মন খুলে মনের সকল গোপন ব্যথার কথা বলা যায়! যাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায়!
যার কাছে সকল আবদার রাখা যায়, দুঃখগুলো তার সাথে ভাগাভাগি করা, সুখগুলো অনুভব করা যায়!
💌 যার সাথে সোনালী সূর্যে কুয়াশা ভেজা ভোরে হাঁটা যায় মাইলের পর মাইল, বিকালে খোলা আকাশের নীচে বসে কাঁধে মাথা রেখে পাড় করে দেওয়া যায় কয়েকশো বছর, দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে দাঁড়িয়ে সূর্যাস্ত ডুবে যাওয়া দৃশ্য!
অনুভব করা যায়, তার মনের সকল ব্যথা!
💌 প্রতিটা মানুষ চায় তার নিজস্ব মানুষটা তার মতো হোক, তার মতো করে তাকে ভালোবাসুক!
মাঝ রাতে ফোন করে ভালোবাসি বলুক, হঠাৎ একদিন কাজ থেকে ফিরে বলুক, কিংবা রান্না না করে বলুক, চলো আজ বাইরে থেকে খেয়ে আসি!
হঠাৎ একদিন মধ্য রাতে ঘুম থেকে টেনে নিয়ে বলুক, চলো চন্দ্রবিলাস করি!
কিংবা কাজ থেকে ফেরার পথে একগুচ্ছ প্রিয় ফুল নিয়ে এসে খোঁপায় পরিয়ে দিক!
কিংবা নিজের জমানো টাকা দিয়ে প্রিয় মানুষটার জন্য একটা শার্ট বা পাঞ্জাবী উপহার দিক!
অসুস্থ হলে তার সেবাযত্ন করুক!
💌 প্রতিটা মানুষ চায় তার বিপরীতে লিঙ্গের মানুষ তার মতো করেই তাকে ভালোবাসুক! কিন্তু তারা ভুলে যায়, প্রতিটা মানুষের ব্যক্তি চরিত্র আলাদা, তাদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতিও আলাদা!
কেউ কপালে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে, কেউ ঠোঁটে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে!
সবাই ব্যক্তিগতভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে!
শুধু মাঝে মাঝে আমাদের বুঝতে ভুল হয়, কিংবা জানতে ভুল হয়!
ভালোবাসাটা সে কীভাবে প্রকাশ করে ?
💌 আমরা চাই সে আমার মতো হোক, আমার মতো করেই আমায় ভালোবাসুক, কিন্তু ভুলে যাই, কেউ কারো মতো হতে পারে না! সবাই তার নিজের মতো!
✍️মৌসুম
💝
ᶫᵒᵛᵉᵧₒᵤ 💑
🌹💝🌹 •’``’•,•’``’•,
’•, love ,•’
`’•,,•`’ 🌹 💝🌹
,•’``’•,•’``’•,
’•,'love ,,•’
`’•,,•`🌹💝🌹
💝ᶫᵒᵛᵉᵧₒᵤ রাজকুমারী💝
………………....ℒℴѵℯ…………ℒℴѵℯ
…………..ℒℴѵℯ ℒℴѵℯ….ℒℴѵℯ ℒℴѵℯ
……...ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ
……….ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ
………..ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
…………….ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
………………....ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
……………………..ℒℴѵℯℒℴѵℯ
………………………...ℒℴѵℯ.......💗💖🌷
💗💖🌷মৌসুম🌷💖💗