MouSum

MouSum বাস্তব কথা, মূল্যবান কথা, মনের কথা, হৃদয়ের গভীরের কথা, কষ্টের কথা, মান অভিমানের কথা, চিরন্তন সত্য

18/02/2025

কিছু কষ্ট মানুষকে এমন ভাবে বদলে দেয় যে, সে আগের মতো আর থাকে না! হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায়! যাকে এক সময় অনুভূতির গভীরে রাখা হতো, তার গুরুত্ব হারিয়ে যায়! অপেক্ষা, অভিমান সবকিছুই এক সময় অর্থহীন হয়ে যায়!

একদিন মানুষ শিখে যায়, বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে!

অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনো মাটি হয়ে নরম হয়না! তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে নির্লিপ্ত, নিঃশব্দ, নির্বাক!

✍️মৌসুম

18/02/2025

🌺স্ত্রী’র মন ভালো রাখার উপায়ঃ

আপনার স্ত্রীর যদি ঘন ঘন মুড সুইং হয়, তবে তাকে যতটা সম্ভব পর্যাপ্ত সময় দিন! যতই ব্যস্ত থাকুন না কেন, তার মন বুঝার চেষ্টা করুন! আপনার সামান্য একটু আন্তরিকতা তার মন ভালো করে দেয়ার জন্য যথেষ্ট!

সারাদিন বাসায় বসে থাকতে থাকতে তার হয়তো একঘেয়েমি লাগতে পারে! তাই অন্তত ছুটির দিনগুলোতে এমন কোথাও তাকে নিয়ে ঘুরতে যান, যেখানে দু'জন একান্ত সময় কাটাতে পারবেন! কেননা প্রিয়জনের সাথে সময় কাটালে মানুষের বিষন্নতা দূর হয়ে যায়!

দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী’র মাঝে মাঝে রাগ-অভিমান হওয়াটাই স্বাভাবিক! তবে স্ত্রী অভিমান করলে, বাসায় ফেরার পথে তার জন্য একটি গোলাপ আর কিছু চকলেট সাথে নিয়ে যেতে পারেন! গোলাপ আর চকলেট দেখে অন্তত সে আর রাগ করে থাকতে পারবে না!

স্ত্রী যদি রোমান্টিকতা পছন্দ করেন, তবে তার সাথে খুনসুটি দুষ্টুমি করুন, রান্নার সময় চুপিচুপি পেছন থেকে জড়িয়ে ধরে তাকে বিরক্ত করুন! সে উপভোগ করবে!

জোছনা রাতে দুজন চাঁদ দেখতে পারেন, সেই সাথে তার সাথে সুখ-দুঃখের মিষ্টি মিষ্টি গল্প করলেও কিন্তু মন্দ হবে না! তার যতই মন খারাপ থাক, আপনার এমন রোমান্টিকতায় সে মুগ্ধ হয়ে যাবে!

স্ত্রী অসুস্থ থাকলে অন্তত ঔষধ খাওয়ানোর দায়িত্বটা নিজেই বহন করুন! কেননা অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না, ঔষধ খাওয়ার কথা ভুলে যাওয়ারই সম্ভাবনা থাকে! তাই নিয়ম করে আপনিই সে ক'টা দিন তাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিন কিংবা পাশে থাকলে নিজেই খাওয়ান!

তার বিশেষ দিনগুলোতে (পিরিয়ড+প্রেগনেন্সি+শারীরিক অসুস্থতায়) তাকে পর্যাপ্ত সময় দিন! শত ব্যস্ততার পরেও তার ঘন ঘন খোঁজ নিন! তার খেঁয়াল রাখুন!তার সাথে অন্তত এই সময়গুলোতে বাজে ব্যবহার করবেন না! আপনাকে এই সময়গুলোতে হতে হবে সহনশীল! তাকে বুঝতে হবে, তাকেও বুঝাতে হবে! আন্তরিকতার সাথে তার সাথে মিশতে হবে!তার ঠিক কি করলে মন ভালো হবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে!

মনে রাখবেন,
আপনার শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময়, যত্ন আর ভালোবাসাই পারে তার মন ভালো রাখতে, মানসিক শান্তি দিতে! যা কখনোই স্ত্রীকে টাকার পাহাড়ে শুইয়ে রাখলেও পারবেন না! দাম্পত্য জীবনে টাকার চাইতে বেশি জরুরী দুজনের বোঝাপড়া, আন্তরিকতা আর পরস্পরের ইতিবাচক মনোভাব!

জীবন সঙ্গীর পিছনে শুধু টাকা ব্যয় করার চেয়ে সময় ব্যয় করাটা বেশি জরুরী! কেননা টাকা দিয়ে কেবল সৌখিন চাহিদা পূরণ করা যায়, তবে মনে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দাম্পত্য জীবন পার করা যায় না! জীবন সুন্দর যদি জীবনসঙ্গী সঠিক হয়! 💗🌺

18/02/2025

💌 প্রতিটা মানুষ চায় তার নিজস্ব একটা মানুষ হোক, যার সাথে মনের সকল সুখ দুঃখ ভাগাভাগি করা যায়! মন খুলে মনের সকল গোপন ব্যথার কথা বলা যায়! যাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায়!
যার কাছে সকল আবদার রাখা যায়, দুঃখগুলো তার সাথে ভাগাভাগি করা, সুখগুলো অনুভব করা যায়!

💌 যার সাথে সোনালী সূর্যে কুয়াশা ভেজা ভোরে হাঁটা যায় মাইলের পর মাইল, বিকালে খোলা আকাশের নীচে বসে কাঁধে মাথা রেখে পাড় করে দেওয়া যায় কয়েকশো বছর, দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে দাঁড়িয়ে সূর্যাস্ত ডুবে যাওয়া দৃশ্য!
অনুভব করা যায়, তার মনের সকল ব্যথা!

💌 প্রতিটা মানুষ চায় তার নিজস্ব মানুষটা তার মতো হোক, তার মতো করে তাকে ভালোবাসুক!
মাঝ রাতে ফোন করে ভালোবাসি বলুক, হঠাৎ একদিন কাজ থেকে ফিরে বলুক, কিংবা রান্না না করে বলুক, চলো আজ বাইরে থেকে খেয়ে আসি!
হঠাৎ একদিন মধ্য রাতে ঘুম থেকে টেনে নিয়ে বলুক, চলো চন্দ্রবিলাস করি!
কিংবা কাজ থেকে ফেরার পথে একগুচ্ছ প্রিয় ফুল নিয়ে এসে খোঁপায় পরিয়ে দিক!
কিংবা নিজের জমানো টাকা দিয়ে প্রিয় মানুষটার জন্য একটা শার্ট বা পাঞ্জাবী উপহার দিক!
অসুস্থ হলে তার সেবাযত্ন করুক!

💌 প্রতিটা মানুষ চায় তার বিপরীতে লিঙ্গের মানুষ তার মতো করেই তাকে ভালোবাসুক! কিন্তু তারা ভুলে যায়, প্রতিটা মানুষের ব্যক্তি চরিত্র আলাদা, তাদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতিও আলাদা!
কেউ কপালে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে, কেউ ঠোঁটে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে!
সবাই ব্যক্তিগতভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে!
শুধু মাঝে মাঝে আমাদের বুঝতে ভুল হয়, কিংবা জানতে ভুল হয়!
ভালোবাসাটা সে কীভাবে প্রকাশ করে ?

💌 আমরা চাই সে আমার মতো হোক, আমার মতো করেই আমায় ভালোবাসুক, কিন্তু ভুলে যাই, কেউ কারো মতো হতে পারে না! সবাই তার নিজের মতো!

✍️মৌসুম

💝
ᶫᵒᵛᵉᵧₒᵤ 💑
🌹💝🌹 •’``’•,•’``’•,
’•, love ,•’
  `’•,,•`’ 🌹 💝🌹
        ,•’``’•,•’``’•,
        ’•,'love ,,•’
         `’•,,•`🌹💝🌹
💝ᶫᵒᵛᵉᵧₒᵤ রাজকুমারী💝
………………....ℒℴѵℯ…………ℒℴѵℯ
…………..ℒℴѵℯ ℒℴѵℯ….ℒℴѵℯ ℒℴѵℯ
……...ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ
……….ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ
………..ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
…………….ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
………………....ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
……………………..ℒℴѵℯℒℴѵℯ
………………………...ℒℴѵℯ.......💗💖🌷

💗💖🌷মৌসুম🌷💖💗

18/02/2025

আপনার ভালোবাসার মানুষটাই হতে পারে আপনার হ'ত্যাকারী!

মানুষকে আদেশ দিয়ে, খাচায় বন্ধি করে, দাস বানিয়ে রাখা যায় না, তবে ভালোবাসার মায়ায় ফেলে তাকে আজীবন বিনা সুতোই বেঁধে রাখা যায়!

আপনি যদি কাউকে নিজের চেয়ে বেশি, পৃথিবীর সমপরিমাণ ভালবাসেন! অপোজিট সাইডের ব্যক্তির এই ভালোবাসা সহ্য হবে না, সে আপনাকে গুরুত্ব দিবে না এমনকি বিনা কারণে আপনাকে অ'পমান অবহেলা করবে!

সে আপনার এই ভালোবাসাটাকে স্বস্তি হিসেবে না নিয়ে চাপ হিসেবে নেবে ফলস্বরুপ, সে আপনাকে ইগনোর করতে শুরু করবে! আর তারপরই শুরু হবে অশান্তি! ঠিক মত সময় দিবে না, গা'লিগা'লাজ করবে, আপনার সাথে সম্পর্কে থাকার পরও অন্য কারো সাথে কথা বলবে! আপনি এর প্রতিবাদ করতে গেলেই, হয়ে যাবেন তার পথের কাটা! তারপর থেকে সে আপনার উপর মানসিক ট'র্চার করবে, পরিস্থিতি এমনও হতে পারে সে আপনার ভালোবাসার সুযোগ নিয়ে আপনাকে পৃথিবী থেকে উ'ধাও করে দিবে, এমনটা সম্ভব না হলে আপনাকে বানিয়ে দিবে একজন মানসিক রুগী, যে কিনা নিজেই নিজেকে ঘৃণা করবে, নিজেই নিজের প্রতি বিরক্ত হবে! ঠিকমতো খাওয়া-দাওয়া হবে না ঘুম হবে না, একদম ছন্দ ছাড়া করে ফেলবে আপনাকে!

মনে রাখবেন! একতরফা ভালোবাসা কখনোই প্রকৃত ভালোবাসা নয়, তা একধরনের আত্মবিনাশ! ভালোবাসা তখনই সুন্দর, যখন তা দুজনের মাঝে ভারসাম্য বজায় রাখে! তাই কারও জন্য নিজেকে নিঃশেষ করবেন না, যে আপনার মূল্য বোঝে না সে কি করে আপনাকে ভালোবাসবে! যদি আপনার ভালোবাসা আপনাকে কষ্ট আর অপমানের মুখে ফেলে দেয়, তবে সরে আসাই শ্রেয়! কারণ, আপনার জীবনে, আত্মসম্মান, মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ!

✍️মৌসুম

💌 শুনছো,   এ কেমন বিষাক্ত বাতাস   সহস্র হাহাকার নিয়ে ধেয়ে আসছে আমার শহরে!💌 শুনছো,   এ কেমন রুদ্ধশ্বাস   বুকের মধ্যে বেড়ে...
01/08/2023

💌 শুনছো,
এ কেমন বিষাক্ত বাতাস
সহস্র হাহাকার নিয়ে ধেয়ে আসছে আমার শহরে!

💌 শুনছো,
এ কেমন রুদ্ধশ্বাস
বুকের মধ্যে বেড়ে ওঠা কম্পনটা বাড়িয়েই চলছে!

💌 শুনছো,
এ কেমন তপসা
কালো খুব কালো একটা ভয় যেন সারাক্ষণ
ঝাপটে ধরছে!

💌 শুনছো তুমি-
হে তুমিই,
একটা তুমির অভাব
প্রতিনিয়তই যে আমার আমিটাকে গ্রাস করে
দিচ্ছে!
#মৌসুম

💝
ᶫᵒᵛᵉᵧₒᵤ 💑
🌹💝🌹 •’``’•,•’``’•,
’•, love ,•’
  `’•,,•`’ 🌹 💝🌹
        ,•’``’•,•’``’•,
        ’•,'love ,,•’
         `’•,,•`🌹💝🌹
💝ᶫᵒᵛᵉᵧₒᵤ রাজকুমারী💝
………………....ℒℴѵℯ…………ℒℴѵℯ
…………..ℒℴѵℯ ℒℴѵℯ….ℒℴѵℯ ℒℴѵℯ
……...ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ
……….ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ
………..ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
…………….ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
………………....ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
……………………..ℒℴѵℯℒℴѵℯ
………………………...ℒℴѵℯ.......💗💖🌷

💗💖🌷মৌসুম🌷💖💗

মাঝে মাঝে পৃথিবীটাকে অচেনা লাগে!জীবনটাকেও অবাস্তব, অর্থহীন মনে হয়!যেখানেই চোখ মেলে তাকাই সেখানেইদেখতে পাই মরীচিকার হাতছা...
01/08/2023

মাঝে মাঝে পৃথিবীটাকে অচেনা লাগে!
জীবনটাকেও অবাস্তব, অর্থহীন মনে হয়!
যেখানেই চোখ মেলে তাকাই সেখানেই
দেখতে পাই মরীচিকার হাতছানি!
প্রচণ্ড কষ্টে যন্ত্রনায় হৃদয়টা পুড়তে থাকে অবিরত!
নিজেকে খুব একা লাগে, খুব কষ্ট হয়, সহ্য করতে পারিনা!
ইচ্ছে করে স্বার্থপর পৃথিবীটা ছেড়ে হারিয়ে যাই,,,
কোন এক অচেনা অজানায়!
কেনো এমন হয়.........?
ক্লান্ত এ দু'চোখের বিবর্ণ
স্বপ্নগুলো কেনো হারিয়ে যায়
ধূষর কোন অন্ধকারের,
অসীম অজানায়.....!
#মৌসুম

💝
ᶫᵒᵛᵉᵧₒᵤ 💑
🌹💝🌹 •’``’•,•’``’•,
’•, love ,•’
  `’•,,•`’ 🌹 💝🌹
        ,•’``’•,•’``’•,
        ’•,'love ,,•’
         `’•,,•`🌹💝🌹
💝ᶫᵒᵛᵉᵧₒᵤ রাজকুমারী💝
………………....ℒℴѵℯ…………ℒℴѵℯ
…………..ℒℴѵℯ ℒℴѵℯ….ℒℴѵℯ ℒℴѵℯ
……...ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ
……….ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ
………..ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
…………….ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
………………....ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
……………………..ℒℴѵℯℒℴѵℯ
………………………...ℒℴѵℯ.......💗💖🌷

💗💖🌷মৌসুম🌷💖💗

এ পৃথিবীতে কেউ কারো নয়!কাছে আসাটা আপেক্ষিক!আপন হওয়াটা অভিনয়!অভিনয় শেষে কেউ কারো নয়!তোমাকে ছাড়া বাঁচবো না! তুমি আমার সব!স...
30/07/2023

এ পৃথিবীতে কেউ কারো নয়!
কাছে আসাটা আপেক্ষিক!
আপন হওয়াটা অভিনয়!
অভিনয় শেষে কেউ কারো নয়!
তোমাকে ছাড়া বাঁচবো না! তুমি আমার সব!
সোনা, রুপা, হাতি, ঘোড়া, ব্লা ব্লা ব্লা এই ডায়ালগগুলো কিছু মানুষ শুধু অভিনয়কে অধিক বাস্তবসম্মত করার জন্য ব্যবহার করা হয়!
আপন হওয়া মানুষগুলো শীতের কুয়াশার মতো! শিশির হয়ে সারারাত পাশে থাকবে, ভোর হওয়ার সাথেই মিলিয়ে যাবে!
এই চক্রাবর্তটি সকালে পুবাকাশে সূর্য ওঠার মতোই
স্বাভাবিক! কাছে আসাটা আর আপন হওয়াটা শুধু সময়ের প্রয়োজন!
#মৌসুম

💝
ᶫᵒᵛᵉᵧₒᵤ 💑
🌹💝🌹 •’``’•,•’``’•,
’•, love ,•’
  `’•,,•`’ 🌹 💝🌹
        ,•’``’•,•’``’•,
        ’•,'love ,,•’
         `’•,,•`🌹💝🌹
💝ᶫᵒᵛᵉᵧₒᵤ রাজকুমারী💝
………………....ℒℴѵℯ…………ℒℴѵℯ
…………..ℒℴѵℯ ℒℴѵℯ….ℒℴѵℯ ℒℴѵℯ
……...ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ
……….ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ
………..ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
…………….ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
………………....ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
……………………..ℒℴѵℯℒℴѵℯ
………………………...ℒℴѵℯ.......💗💖🌷

💗💖🌷মৌসুম🌷💖💗

26/07/2023

অতীত, যে কোন সমস্যা জানার পরেও যে মানুষটা থেকে যাবে"!

ভালোবাসাটা না হয় তাকেই উজার করে দিও!"
#মৌসুম

26/07/2023

ভাগ্যে থাকলে হয়তো কখনও দেখা হয়ে যাবে কোন এক রাস্তার মোড়ে!

তুমি হয়তো পাশ কেটে চলে যাবে নাদেখার মতো অচেনা ভান করে😓!
#মৌসুম

25/07/2023

পুরো দুনিয়া যখন অবিশ্বাস করে, তখন সব কষ্ট এসে চেপে ধরে! ঠিক তখনই আল্লাহ এসে ভরসা দেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ! #মৌসুম

22/07/2023

সমুদ্রের ঢেউ বারবার তীরে ফিরে আসে!
কিন্তু যাকে একবার টেনে নেয়,
সে আর কখনও ফিরে আসে না!
#মৌসুম

এই যে সব সময় আমরা শুধু সুখ খুঁজে যাই!আসলেই কি সুখ পাই ?বরং সুখের খুঁজে আরো বেশি দুঃখে জড়াই!তাই মহান আল্লাহ তায়ালা জীবন...
21/07/2023

এই যে সব সময় আমরা শুধু সুখ খুঁজে যাই!

আসলেই কি সুখ পাই ?

বরং সুখের খুঁজে আরো বেশি দুঃখে জড়াই!

তাই মহান আল্লাহ তায়ালা জীবনে যা দেয়,
তা নিয়েই যদি ভালো থাকা যায়, সুখে থাকা যায়,
সেটাই হলো সুখ!
বাকিটা তো শুধুই মনের অসুখ!
#মৌসুম

💝
ᶫᵒᵛᵉᵧₒᵤ 💑
🌹💝🌹 •’``’•,•’``’•,
’•, love ,•’
  `’•,,•`’ 🌹 💝🌹
        ,•’``’•,•’``’•,
        ’•,'love ,,•’
         `’•,,•`🌹💝🌹
💝ᶫᵒᵛᵉᵧₒᵤ রাজকুমারী💝
………………....ℒℴѵℯ…………ℒℴѵℯ
…………..ℒℴѵℯ ℒℴѵℯ….ℒℴѵℯ ℒℴѵℯ
……...ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ
……….ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ ℒℴѵℯ
………..ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
…………….ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
………………....ℒℴѵℯℒℴѵℯℒℴѵℯ
……………………..ℒℴѵℯℒℴѵℯ
………………………...ℒℴѵℯ.......💗💖🌷

💗💖🌷মৌসুম🌷💖💗

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when MouSum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MouSum:

Share