মৎস্যবিদ মাসুম বিল্লাহ তমাল

মৎস্যবিদ মাসুম বিল্লাহ তমাল নিরাপদ মৎস্য উৎপাদনে যেকোন পরামর্শে সাহায্য করতে চাই....

এমোনিয়া ও নাইট্রাইটের বিষাক্ততা দূরীকরণে এবং মাছের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষায় "লবন/NaCl" গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক...
03/07/2025

এমোনিয়া ও নাইট্রাইটের বিষাক্ততা দূরীকরণে এবং মাছের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষায় "লবন/NaCl" গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

30/06/2025


The largest fishing zone in Bangladesh in a single place.

কেন প্রোবায়োটিক ব্যবহার করেন না?
30/06/2025

কেন প্রোবায়োটিক ব্যবহার করেন না?

পুকুর সংস্কার 🤔কিন্তু এটাতে অনেক ভুল আছে।
30/06/2025

পুকুর সংস্কার 🤔
কিন্তু এটাতে অনেক ভুল আছে।

মাছের মিক্সোবোলাস (Myxobolus) হলো একটি প্রোটোজোয়ান পরজীবী যা মাইক্সোজোয়া (Myxozoa) গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এটি মাছের বিভি...
29/06/2025

মাছের মিক্সোবোলাস (Myxobolus) হলো একটি প্রোটোজোয়ান পরজীবী যা মাইক্সোজোয়া (Myxozoa) গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এটি মাছের বিভিন্ন টিস্যুতে সংক্রমণ ঘটিয়ে বাণিজ্যিক ও প্রাকৃতিক মৎস্য সম্পদে ব্যাপক ক্ষতি করে। বিশ্বে ১,৩০০ টিরও বেশি প্রজাতি শনাক্ত করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশে প্রায় ২০টি প্রজাতি দেখা যায়।

👉 শ্রেণিবিন্যাস (Taxonomy)
পর্ব: Myxozoa (প্রোটোজোয়া-সদৃশ, তবে কিছু গবেষক এটিকে Cnidaria-এর অন্তর্গত বলে মনে করেন)
গণ: Myxobolus
প্রজাতি: ১,৩০০-এরও বেশি প্রজাতি শনাক্ত করা হয়েছে
যেমন:
• Myxobolus cerebralis (স্পিনাল ডিজিজ সৃষ্টিকারী)
• Myxobolus cyprini (কার্প মাছের গিলে সংক্রমণ করে)
• Myxobolus artus (মাংসপেশিতে টিউমার সৃষ্টি করে)।

👉 জীবনচক্র:
স্পোর পর্যায়: আক্রান্ত মাছ থেকে পানিতে ছড়ায়।
কেঁচো পর্যায়: Tubifex কেঁচোতে ৭-১০ দিন বিকাশ ঘটে।
মাছ পর্যায়: অ্যাক্টিনোস্পোর মাধ্যমে সংক্রমণ।

👉 বাংলাদেশে আক্রান্ত প্রধান মাছ:
• রুই, কাতলা, মৃগেল
• পাঙ্গাশ, শিং, মাগুর
• তেলাপিয়া
• সরপুঁটি

👉 রোগের লক্ষণঃ
সিস্ট গঠন: আক্রান্ত টিস্যুতে সাদা বা হলুদ রঙের গুটিকা দেখা যায়।

অঙ্গ বিকৃতি:
M. dermatobia → ত্বক ও পাখনায় সাদা গুটির ন্যায় সৃষ্টি করে।
M. ocularis → মাছের চোখ ফুলিয়ে দেয়।
M. artus → আক্রান্ত মাছের পেট ফুলিয়ে দেয়।
M. cerebralis → মেরুদণ্ড বাঁকিয়ে "হুইর্লিং ডিজিজ" (ঘূর্ণন রোগ) সৃষ্টি করে।
M. cyprini → গিল ফুলে শ্বাসকষ্ট হয়।

👉 অন্যান্য লক্ষণ:
পাখনার ক্ষয়, ওজন হ্রাস, অস্বাভাবিক সাঁতার।

✊ প্রতিরোধ ও চিকিৎসা:
প্রতিরোধ:
* পোনা ছাড়ার আগে জীবাণুনাশক / লবণ / পাটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে শোধন করে নেওয়া।
* পুকুরে প্রতি মাসে ৫০০ গ্রাম/শতাংশ হারে চুন প্রয়োগ।
* পুকুরের তলা পরিষ্কার রাখা এবং কেঁচো নিয়ন্ত্রণ।

চিকিৎসা:
* ৩ দিনে দুবার পরজীবিনাশক প্রয়োগ(প্রথমবার আইভারমেক্টিন এবং দ্বিতীয়বাত্র ডেল্টামেথ্রিন)।
* জীবাণুনাশক প্রয়োগ।
* Oxytetracycline- খাবারের সাথে (ডোজ-মৎস্যবিদদের সাথে পরামর্শক্রমে)।
* ভাল মানের মাল্টিভিটামিন বা ইমিউনিস্টিমুলেন্ট এর ব্যবহার।

⚠️ বিশেষ সতর্কতা:
- এই পরজীবী মানুষকে আক্রমণ করে না।
- ৬০°C তাপমাত্রায় রান্না করলে স্পোর নষ্ট হয়।

ধন্যবাদান্তে,
মৎস্যবিদ মাসুম বিল্লাহ (তমাল)
মৎস্য চাষ বিষয়ক পরামর্শক।

29/06/2025

বলতে পারেন কি হয়েছে?

আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার চোখ বেধে দাও আলো, দাও শান্ত শীতল পাটি।
27/06/2025

আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি।
আমার চোখ বেধে দাও আলো, দাও শান্ত শীতল পাটি।

 #প্রোবায়োটিক_কি?যেসব জীবিত অনুজীব পোষকের (মাছ, চিংড়ি, মানুষ ইত্যাদি যে কোন প্রাণী) দেহে ও পরিবেশে উপস্থিত থেকে পোষককে...
27/06/2025

#প্রোবায়োটিক_কি?
যেসব জীবিত অনুজীব পোষকের (মাছ, চিংড়ি, মানুষ ইত্যাদি যে কোন প্রাণী) দেহে ও পরিবেশে উপস্থিত থেকে পোষককে ক্ষতিকর রোগ জীবাণু থেকে সুরক্ষা দেয় ও পোষকের দৈহিক বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করে সেসব উপকারী অনুজীবকেই প্রোবায়োটিক নামে অভিহিত করা হয়।

সহজ কথায় প্রোবায়োটিক হচ্ছে উপকারী বন্ধু অণুজীব (প্রধানতঃ ব্যাকটেরিয়া জাতীয়) যাদের উপস্থিতিতে ক্ষতিকর অনুজীব দমন করা যায় এবং এদের ক্ষতি করার ক্ষমতাও কমানো যায়। ফলে চাষযোগ্য প্রজাতিকে বিভিন্ন রোগ হতে বাঁচিয়ে পরিবেশবান্ধব চাষ ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সার্বিক উৎপাদন বাড়ানো সম্ভব হয়।

কেবল মাছে বা চিংড়িতে নয় বরং গৃহপালিত প্রাণী এমনকি মানুষকেও নির্ধারিত প্রোবায়োটিক খাওয়ানো হলে তার পেটের স্বাস্থ্য ঠিক থাকে পেটের ভেতরের ক্ষতিকর অনুজীবের সংখ্যা কমে যায়, উপকারী অণুজীবের সংখ্যা বেড়ে যায় এবং ক্ষতিকর অনুজীবের ক্ষতি করার ক্ষমতা অনেকাংশে কমে যাওয়ায় সু-স্বাস্থ্য নিশ্চিত করা যায়।

#কেন_প্রোবায়োটিক_ব্যবহার_করব?
জলজ পরিবেশ স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রকার উপকারী ও অপকারী অনুজীবের বংশবিস্তারের জন্য উপযুক্ত। এ পরিবেশে অপকারী অণুজীবের আক্রমণে মাছ ও চিংড়ি আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

এসব রোগবালাই সৃষ্টিকারী অপকারী অনুজীবসমুহকে নিয়ন্ত্রণে যুগ যুগ ধরে এন্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। এন্টিবায়োটিক এর মাধ্যমে ক্ষতিকর জীবাণু মেরে ফেলা গেলেও একই সাথে জীবদেহে ও খামার এর আশেপাশের পরিবেশে বিদ্যমান নানান উপকারী অণুজীবেরও ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।

এন্টিবায়োটিকের অপরিমিত ও অবাধ প্রয়োগের ফলে ক্ষতিকর জীবাণুর নিজস্ব প্রতিরোধ ক্ষমতা(Resistance power) তৈরি হয়। ফলে এক সময় এন্টিবায়োটিকের মাধ্যমে ক্ষতিকর জীবাণু আর দমন করা যায় না। তাছাড়া এন্টিবায়োটিক প্রয়োগের তাৎক্ষণিক সমাধান হলেও দীর্ঘমেয়াদে তা মানবদেহে ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এজন্য রোগ দমনে এন্টিবায়োটিকের বিকল্প হিসেবে প্রোবায়োটিকের ব্যবহার অধিক এবং স্থায়িত্বশীল বলে বিবেচিত হচ্ছে।

#প্রোবায়োটিক_ব্যবহার_এর_উপকারিতা_বা_প্রোবায়োটিক_এর_উপকারী_দিকসমূহঃ
প্রোবায়োটিক জীবদেহে ও পরিবেশে উপস্থিত থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর একারণেই মাছ ও চিংড়ি চাষে প্রোবায়োটিক এর পরিমিত ও নিয়মিত ব্যবহার প্রয়োজন-

• চাষকৃত প্রজাতির অন্ত্রে উপকারী অণুজীবের বংশ বিস্তার করে।
• রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
• পরিপাক ক্রিয়া বা হজমে সহায়তা করে
• বিভিন্ন পুষ্টি উপাদান ও ভিটামিন উৎপাদনে সহায়তা করে।
• ক্ষতিকর জীবাণুরোধী বর্জ্য (ব্যাক্টেরিওসিন ও জৈব এসিড) নিঃসৃত করে ও বিপাকীয় উৎসেচক(Digestive enzyme) উৎপন্ন করে।
• ক্ষতিকর জীবাণুর অতিরিক্ত বংশবৃদ্ধি প্রতিরোধে জৈবিক নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।
• দেহের ক্ষতিকর অবস্থার পরিবর্তন ঘটিয়ে সুস্বাস্থ্য নিশ্চিত করে।
• পরিবেশের মাটি ও পানির উন্নয়ন ঘটায়।
• কতিপয় ক্ষতিকর রাসায়নিক উপাদান নিষ্ক্রিয় করে।

***এরপরের পর্বে জানাতে চেষ্টা করব প্রোবায়োটিক কিভাবে কাজ করে, কেন প্রোবায়োটিক নিয়মিত প্রয়োগ করতে হয় এবং প্রোবায়োটিক ব্যবহারের সীমাবদ্ধতা?

তথ্যসুত্রঃ বিভিন্ন জার্নাল এবং ইন্টারনেট থেকে সংগৃহীত ও পরিমার্জিত।

কৃষিবিদ মাসুম বিল্লাহ (তমাল)
মৎস্য চাষ বিষয়ক পরামর্শক।

✊ ডলোচুন কেন মাছ চাষে সবচেয়ে উপকারী? ডলোচুন ডলোমাইট বা ডলোমাইটিক চুনাপাথর CaCO3 ও MgCO3 এর সমন্বয়ে গঠিত একটি চুন। ডলোচু...
25/06/2025

✊ ডলোচুন কেন মাছ চাষে সবচেয়ে উপকারী?

ডলোচুন ডলোমাইট বা ডলোমাইটিক চুনাপাথর CaCO3 ও MgCO3 এর সমন্বয়ে গঠিত একটি চুন। ডলোচুন খনিজ রাসায়নিক যৌগ। পানিতে ডলোচুনের ক্রিয়া-বিক্রিয়া প্রায় চুনাপাথরের মতই।

ডলোচুনের বিশেষত্ব হল এই চুন মাছ চাষের পুকুরে ক্যালসিয়াম(Ca) ও ম্যাগনেসিয়াম(Mg) দুটো মৌলই সরবরাহক করে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম উভয়ই মৃতক্ষারীয় মৌল, এদের অভাবে মাটি অম্লীয়/এসিডিক হয়ে থাকে। অন্যদিকে মাটির পিএইচ এর উপর পানির পিএইচ নির্ভরশীল।

মৎস্যবিদদের তথ্য অনুসারে চাষের পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য ফাইটোপ্লাংকটন উৎপাদনের জন্য ৫ মি.গ্রা/লিটার ক্যালসিয়াম এবং ২ মি.গ্রা/লিটার ম্যাগনেসিয়াম প্রয়োজন।

আমরা বর্তমানে যে ধরনের হাইড্রেট লাইম প্রয়োগ করি তা দিয়ে ক্যালসিয়ামের অভাব দূর হলেও ম্যাগনেসিয়ামের ঘাটতি থেকে যায়। ম্যাগনেসিয়ামের ঘাটতি থেকে গেলে পানিতে ফাইটোপ্লাংকটন জন্মাতে পারে না।

এমতাবস্থায় সমাধান ডলোচুন।

এ চুন পাওডার আকারে দেশে আসে, এ চুনের দাম অন্যান্য চুনের তুলনায় অনেক কম।

মাছ চাষের চুন বলতে এটি সবচেয়ে উপকারী এবং অধিকতর নিরাপদ।

এ চুনের প্রয়োগবিধি সহজ, প্রয়োজেনের অতিরিক্ত (২৫% বেশি) ব্যবহার করলেও ক্ষতি নেই।

এ চুনের অম্লকে প্রশমিত করার ক্ষমতা ১০৯% (পাথুরে চুনের মতই)।

*** এ চুনে আবার প্রতারণা করা সহজ, তাই দেখে শুনে বুজে এবং গুনগত মান যাচাই করে এ চুন কিনার অনুরোধ থাকবে।

ধন্যবাদান্তে,
মৎস্যবিদ মাসুম বিল্লাহ (তমাল)
মৎস্য চাষ বিষয়ক পরামর্শক।

প্রশ্ন: কেন পিএইচ বেড়ে যায়?উত্তর: পানিতে হাইড্রোক্সিল আয়ন (OH-) বেড়ে গেলে পিএইচ বেড়ে যায়।অন্যভাবে বলতে গেলে হাইড্রোজেন (...
24/06/2025

প্রশ্ন: কেন পিএইচ বেড়ে যায়?
উত্তর: পানিতে হাইড্রোক্সিল আয়ন (OH-) বেড়ে গেলে পিএইচ বেড়ে যায়।
অন্যভাবে বলতে গেলে হাইড্রোজেন (H+) আয়ন কমে গেলে পিএইচ বেড়ে যায়।

চুনের প্রকারভেদ:চুন মূলত ৫ ধরনের.....১. ক্যালসিয়াম কার্বোনেট (CaCO3)- পাথুরে চুন।২. ক্যালসিয়াম অক্সাইড (CaO)- কুইক লাইম ...
23/06/2025

চুনের প্রকারভেদ:
চুন মূলত ৫ ধরনের.....
১. ক্যালসিয়াম কার্বোনেট (CaCO3)- পাথুরে চুন।
২. ক্যালসিয়াম অক্সাইড (CaO)- কুইক লাইম বা পোড়া চুন।
৩. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড [Ca(OH)2]- হাইড্রেটেড লাইম।
৪. ক্যালসিয়াম- ম্যাগনেসিয়াম- কার্বনেট [CaMg(CO3)2]- ডলোচুন।
৫. ক্যালসিয়াম সিলিকেট (CaSiO3)- এটি কারখানায় বাইপ্রোডাক্ট হিসেবে ব্যবহৃত হয়।

🤔 জানেন কি?ডলোচুন [CaMg(CO3)2] দিনে বা রাতে যেকোন সময় প্রয়োগ করা যায়।
22/06/2025

🤔 জানেন কি?
ডলোচুন [CaMg(CO3)2] দিনে বা রাতে যেকোন সময় প্রয়োগ করা যায়।

Address

Mymensingh
2260

Telephone

+8801751136096

Website

Alerts

Be the first to know and let us send you an email when মৎস্যবিদ মাসুম বিল্লাহ তমাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মৎস্যবিদ মাসুম বিল্লাহ তমাল:

Share