Sheikh Sohag Rana

Sheikh Sohag Rana Md.Sohag Rana

14/02/2024

কুকুর পাগল হয় কার্তিক মাসে..?
ব্যাঙ পাগল হয় আষাঢ় মাসে..?
আর কিছু যুবক যুবতি পাগল হয় ফেব্রুয়ারি মাসে..?
কথা ক্লিয়ার না ভেজাল আছে😆

আসছে ২,৩,৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। বরাবরের মতো এবারও বাংলাদেশের ৬৪ জেলা একসাথে দুটি মাঠে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ইন ...
13/01/2024

আসছে ২,৩,৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। বরাবরের মতো এবারও বাংলাদেশের ৬৪ জেলা একসাথে দুটি মাঠে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ।
১. টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান।
২. উত্তরা ১৫ নং সেক্টর দিয়াবাড়ি মাঠ।

বয়ানের মিম্বার থাকবে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে। টঙ্গী ময়দান ও দিয়াবাড়ি মাঠের সাথীরা একসাথে বয়ান শুনবেন ও অন্যান্য আমলে অংশগ্রহণ করবেন। শুধুমাত্র নামাজের জন্য দুই ময়দানে আলাদাভাবে পাঁচ ওয়াক্ত নামাজের আজান ও জামাত এবং জুমা’র নামাজে মুসুল্লিরা অংশ গ্রহণ করবে। বড়রা এই সিদ্ধান্ত নিয়েছেন টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে দেশি-বিদেশি বেশি সাথী উপস্থিতি হওয়ার কারণে।

পরবর্তীতে ময়দানের ম্যাপ আসলে আপনার জেলা টঙ্গী ময়দানে নাকি দিয়াবাড়ি মাঠে অবস্থান করবে জানিয়ে দেওয়া হবে ইন শা আল্লাহ।

বেশি বেশি বিশ্ব ইজতেমা কামিয়াবির জন্য দোয়া করি এবং বেশি বেশি প্রচার করি।

11/01/2024

"সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় কিন্তু বিলীন করে ফেলা যায় না।"
SSR

10/01/2024

◾ছেলের পরিবার : আমাদের পর্দাশীল নামাজী ভদ্র মেয়ে লাগবে।

◾ঘটক মহিলা : এমন মেয়ে আছে কিন্তু পাত্রী দেখতে গেলে মেয়েকে শুধু ছেলে আর মহিলারা দেখবে। বাবা চাচাদের সামনে যাবে না। মেয়ে দেবর, ভাশুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর এদের সামনে যাবেনা। বিয়ের পর পরিপূর্ণ পর্দায় রাখতে হবে।

◾ছেলের পরিবার : না এত পর্দা চলবে না নিজের লোকদের সামনে যাবে না এ কেমন কথা। না এই মেয়ে হবে না পরিবারের সবার সাথে মিশবে এমন মেয়ে লাগবে। শ্বশুর, দেবর, ভাশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর এদের সামনে যেতে হবে। এদের সামনে না গেলে বউ না দেখে তাদের পছন্দ ছাড়া কি বিয়ে হবে নাকি?

◾বর্তমান সমাজ : পর্দাশীল মেয়ে সবার পছন্দ কিন্তু সত্যি কারের পর্দাশীল মেয়েকে সহ্য করার ক্ষমতা সবার থাকে না। ( এটাই চরম সত্যি ) তিতা সত্যি

◾আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন।
আমিন।

Father's love
10/01/2024

Father's love

Caption.......!!!!
09/01/2024

Caption.......!!!!

07/12/2023

ব্যক্তি তার মানসিক ও সামাজিক অভাব পূরণ করার জন্য সৎ সঙ্গী সাথীদের সাথে চলাফেরা ও উঠা বসা করে। সৎ সঙ্গসুখ ছাড়া মানুষের জীবন এক মুহূর্তও চলতে পারে না। সঙ্গীর কামনা মানুষের চিরন্তন প্রবৃত্তি। তাই তো সৃষ্টির আদি থেকেই মানুষ সঙ্গী- সাথী নিয়ে জীবন সাজিয়েছে। তবে সঙ্গী নির্বাচনে ভুল হলে মানুষের জীবন নানা বিড়ম্বনায় বিষিয়ে উঠতে পারে। সমাজে নানা শ্রেণির মানুষের বসবাস। ঠক, প্রতারক ও বিপথগামী মানুষের অভাব নেই আমাদের সমাজে। সঙ্গীদের চরিত্র যদি পবিত্র ও সুন্দর হয় তাহলে তাদের সঙ্গই সৎসঙ্গ। এ ধরনের সঙ্গীর আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্যক্তির নিজস্ব চরিত্র বিকশিত হওয়ার সুযোগ পায়। ব্যক্তির পরিপূর্ণ ব্যক্তিত্বের উপর তার নিজের পুরোপুরি দখল সচরাচর থাকে না, সঙ্গ চরিত্র দ্বারা তা অনেকাংশে প্রভাবিত হয়। সৎ সঙ্গের প্রভাবে ব্যক্তির নির্মল চরিত্র নির্মল থাকে এবং তা আরও বিকশিত হওয়ার সুযোগ পায়। অধিকন্তু সৎ সঙ্গের প্রভাবে অনেক কলুষিত চরিত্রের ব্যক্তিও অনুকরণ ও অনুসরণের পথ অবলম্বন করে নিজের চরিত্রকে নির্মল ও আকর্ষণীয় করে তোলার সুযোগ পায়। শিশুকাল মানব ব্যক্তিত্ব এবং চরিত্রের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে। এর কারণ শিশু তার সঙ্গী ও পারিপাশ্বিকতাকে অনুসন্ধিৎসার সাথে অনুকরণ করে। তাই তো শৈশবে যদি শিশুকে সৎসঙ্গের নিশ্চয়তা দেওয়া যায় তাহলে বাকি জীবনের জন্য সে চরিত্র গঠনের এক বিরাট সুযোগ পাবে। অপরপক্ষে, অসৎ সঙ্গের কুফল অত্যন্ত ভয়াবহ।

কথায় বলে, “সঙ্গদোষে কি না হয়।”

সঙ্গীর চরিত্র যদি হয় অসৎ, নিয়ম বিরুদ্ধ এবং কলুষিত হয় তাহলে তার চরিত্রের মধ্যে এ খারাপ দিকগুলো অন্তর্ভুক্তির সম্ভাবনা খুব বেশি। সঙ্গ দোষে একজন সৎ চরিত্রের মানুষ যেমন তিলে তিলে অধঃপতনের দিকে তলিয়ে যেতে পারে, তেমনি একজন অসৎ চরিত্রের ব্যক্তিও দিন দিন সঙ্গদোষের উস্কানি এবং কুপ্রভাবে আরও চরিত্রহীন হয়ে যেতে পারে।
একটি ল্যাটিন প্রবাদ এ কথারই সাক্ষ্য বহন করে, “তুমি যদি খোঁড়াদের সাথে বসবাস কর, তাহলে তুমিও খোঁড়াতে শিখবে।”

মুসলমান কি করে ইহুদিদের পণ্য ব্যবহার করে, যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। হায়! আফসোস। শিশুরাও যাদের শিকার???!!!
05/12/2023

মুসলমান কি করে ইহুদিদের পণ্য ব্যবহার করে, যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে।
হায়! আফসোস।
শিশুরাও যাদের শিকার???!!!

02/12/2023

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল । পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে,,।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার ছিল না।
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায়।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে। কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি,
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।
ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের বুঝতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও কখন সরে যাওয়া উচিত।
সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেয়াটাই হবে একটা স্মার্ট সিদ্ধান্ত। cp

28/11/2023

শুধু উচিত কথাটা বলে দেখুন দেখবেন আপনার কাছের মানুষগুলোও আপনার সমালোচনা করা শুরু করে দিবে।
SSR

16/09/2023

ইবনে আদম চারটি ছিন্তাইয়ের সম্মুখীন হবে.

১. মালাকুত মওত তার রুহ ছিনিয়ে নেবে।
২. উত্তরাধিকারীরা তার মাল ছিনিয়ে নেবে।
৩. পোকা- মাকর তার দেহ ছিনিয়ে নেবে।
৪. ক্বিয়ামতের দিন তার বিরুদ্ধবাদীরা নেক আমল ছিনিয়ে নেবে।

10/09/2023
08/07/2023

হুজুররাই দেশটা খাইলো একটু সময় নিয়ে পড়েন
🌺আমি_হুজুরদের_ঘৃণা_করি🌺
👉রাত চারটায় একটি সন্তান হলো, আমি আযান দিতে জানি না, তাই চলে গেলাম হুজুরের কাছে, হুজুর এ কনকনে শীতের রাতেও এলো,আযানও দিলো,,,,,,
_তবুও হুজুর দেখলে আমি ঘৃণা করি_

👉চার বছর চার মাস হলো, বাচ্চাকে মক্তবে পাঠালাম, হুজুর দোয়া দুরুদ দিয়ে জীবনের প্রথমা শিক্ষাটা শুরু করালেন,,,,
_তবুও আমি হুজুর দেখলে ঘৃণা করি_

👉ছয়/সাত বছরের মধ্যে কোরআন পড়া শিখালেন , নামাজ পড়া শিখালেন, আদব কায়দা শিখালেন,,,,,
_তবুও হুজুর দেখলে আমি ঘৃণা করি_

👉দিনে পাঁচবার হুজুরের পিছনে নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, তারাবীর নামাজ পড়ি, ঈদের নামাজ হুজুরের পিছনেই পড়ি,,,,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_

👉আমি তো একটু লাট বাহাদুর, হজ্জ করবো, নিয়ম-কানুন কিছুই জানি না, তাই হুজুরের কাছে গেলাম শিখে আসলাম,,,,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_

👉বিয়ে করবো, সেখানে তো ঐ ড্যান্স বন্ধুরা বিয়ে পড়াতে পারবে না, তাই হুজুরকে দিয়েই বিয়ে পড়ালাম,,,,,
_তবুও হুজুরকে দেখলে ঘৃণা করি_

👉বৃদ্ধ হয়ে গেছি, হাটতে পারি না, চলতে পারি না, রোগে ধরেছে, এসব থেকে বাঁচার জন্য হুজুর থেকে দোয়া নিলাম,,,,,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_

👉মরতে তো হবে, লাশের গোসলের নিয়ম কেও জানে না,, কেও তো ভয়ে সামনেই যেতে চায় না,,,, কিন্তু হুজুর গোসল করিয়ে গেলেন,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_

👉দুনিয়াতে অনেক পাপ করলেন, একটু আজাব কমানোর জন্য হুজুর কত দোয়া করেন,,,,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_

👉জানাজাটাও কেউ পড়াতে জানে না, চিন্তা কিসের , হুজুর আছে তো, হুজুর জানাযাটাও পড়ালেন,,,,,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_

👉কবর দেওয়ার পর অনেকেই চলে গেলেন, ঐ অভাগা হুজুরই কবরের পাশে রয়ে গেলেন,, কবরের সায়াল জাওয়াব সহজের জন্য আল্লাহর কাছে কেদে কেদে আবেদন করেন,,,,,,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_

🌹মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন হুজুরের ঋণ কখনোই পরিশোধ করতে পারবে না,,,
আলেমরা হলেন, নবীগণের উত্তরাধীকারী,,,
ধর্মীয় আলেমদের সম্মান করুন, ভালোবাসুন, আলেমদের ভালোবাসতে শিখুন,,

আপনি যদি এগুলো না ও পারেন
তাহলে অন্তত তাদের বিরুদ্ধে কখনো অপপ্রচার করবেন না,

আলেমদের মহাব্বত করুন, দুনিয়া বদলে যাবে,,,
🌹আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুক,,,( আমীন )🌹
👉iD:Follow me

Address

Trishal Balipara Mymensingh
Mymensingh
301295

Telephone

+8801780026579

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Sohag Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh Sohag Rana:

Share