08/07/2023
হুজুররাই দেশটা খাইলো একটু সময় নিয়ে পড়েন
🌺আমি_হুজুরদের_ঘৃণা_করি🌺
👉রাত চারটায় একটি সন্তান হলো, আমি আযান দিতে জানি না, তাই চলে গেলাম হুজুরের কাছে, হুজুর এ কনকনে শীতের রাতেও এলো,আযানও দিলো,,,,,,
_তবুও হুজুর দেখলে আমি ঘৃণা করি_
👉চার বছর চার মাস হলো, বাচ্চাকে মক্তবে পাঠালাম, হুজুর দোয়া দুরুদ দিয়ে জীবনের প্রথমা শিক্ষাটা শুরু করালেন,,,,
_তবুও আমি হুজুর দেখলে ঘৃণা করি_
👉ছয়/সাত বছরের মধ্যে কোরআন পড়া শিখালেন , নামাজ পড়া শিখালেন, আদব কায়দা শিখালেন,,,,,
_তবুও হুজুর দেখলে আমি ঘৃণা করি_
👉দিনে পাঁচবার হুজুরের পিছনে নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, তারাবীর নামাজ পড়ি, ঈদের নামাজ হুজুরের পিছনেই পড়ি,,,,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_
👉আমি তো একটু লাট বাহাদুর, হজ্জ করবো, নিয়ম-কানুন কিছুই জানি না, তাই হুজুরের কাছে গেলাম শিখে আসলাম,,,,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_
👉বিয়ে করবো, সেখানে তো ঐ ড্যান্স বন্ধুরা বিয়ে পড়াতে পারবে না, তাই হুজুরকে দিয়েই বিয়ে পড়ালাম,,,,,
_তবুও হুজুরকে দেখলে ঘৃণা করি_
👉বৃদ্ধ হয়ে গেছি, হাটতে পারি না, চলতে পারি না, রোগে ধরেছে, এসব থেকে বাঁচার জন্য হুজুর থেকে দোয়া নিলাম,,,,,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_
👉মরতে তো হবে, লাশের গোসলের নিয়ম কেও জানে না,, কেও তো ভয়ে সামনেই যেতে চায় না,,,, কিন্তু হুজুর গোসল করিয়ে গেলেন,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_
👉দুনিয়াতে অনেক পাপ করলেন, একটু আজাব কমানোর জন্য হুজুর কত দোয়া করেন,,,,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_
👉জানাজাটাও কেউ পড়াতে জানে না, চিন্তা কিসের , হুজুর আছে তো, হুজুর জানাযাটাও পড়ালেন,,,,,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_
👉কবর দেওয়ার পর অনেকেই চলে গেলেন, ঐ অভাগা হুজুরই কবরের পাশে রয়ে গেলেন,, কবরের সায়াল জাওয়াব সহজের জন্য আল্লাহর কাছে কেদে কেদে আবেদন করেন,,,,,,
_তবুও হুজুর দেখলে ঘৃণা করি_
🌹মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন হুজুরের ঋণ কখনোই পরিশোধ করতে পারবে না,,,
আলেমরা হলেন, নবীগণের উত্তরাধীকারী,,,
ধর্মীয় আলেমদের সম্মান করুন, ভালোবাসুন, আলেমদের ভালোবাসতে শিখুন,,
আপনি যদি এগুলো না ও পারেন
তাহলে অন্তত তাদের বিরুদ্ধে কখনো অপপ্রচার করবেন না,
আলেমদের মহাব্বত করুন, দুনিয়া বদলে যাবে,,,
🌹আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুক,,,( আমীন )🌹
👉iD:Follow me