
16/08/2025
পৃথিবীতে একমাত্র স্বেচ্ছাচারি প্রতিষ্ঠান NTRCA যারা কারো কোন পরোয়া করেনা যখন যা মন চায় তাই করে। সরকারের পক্ষ থেকেও কোন তদারকি নাই এই প্রতিষ্ঠানে। ওরা ইচ্ছা করে কাউকে নিয়োগ দেয়, ইচ্ছা না করলে দেয় না। যখনই মন চায় তখনই নিয়ম পরিবর্তন করে, কাউকে বেশি সুবিধা দেওয়ার জন্য আর কাউকে সুবিধা না দেওয়ার জন্য, দেখার কেউ নাই।