Md.Samiul Islam

Md.Samiul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md.Samiul Islam, Digital creator, Mymensingh.

আল্লাহ তায়ালা ব্যবসা কে হালাল করেছেন, এবং সুদ কে হারাম করেছেন। [ সুরা বাকারা, আয়াত ২৭৫ ]

❝ বড় চাকর হওয়ার চেয়ে ছোট মালিক হওয়া বেশি উত্তম ❞
❝ হুঁচট খাওয়া মানে হেরে যাওয়া নয় ❞

চমৎকার উপস্থাপনা 💔মাদ্রাসার শিক্ষার্থীরা চাইলে হতে পারে দেশের সেরা ব্যবসায়ী!মুসলিম ইতিহাস পড়লে দেখা যায় আলেমগণ ছিলেন নিজ...
06/02/2024

চমৎকার উপস্থাপনা 💔

মাদ্রাসার শিক্ষার্থীরা চাইলে হতে পারে দেশের সেরা ব্যবসায়ী!
মুসলিম ইতিহাস পড়লে দেখা যায় আলেমগণ ছিলেন নিজেদের যুগের অন্যতম সফল ব্যবসায়ী। তারা নানান ধরনের ব্যবসা করেন।

ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছিলো কাপড়ের ব্যবসা। তিনি তাঁর ব্যবসার মুনাফা দিয়ে ছাত্রদেরকে স্কলারশিপ দিতেন।

তাঁর ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ছিলেন বড় ব্যবসায়ী। তিনি ১ বছরকে তিনভাগে ভাগ করতেন। ৪ মাস হাদীস পড়াতেন, ৪ মাস থাকতেন যুদ্ধের ময়দানে, ৪ মাস ব্যবসা করতেন।

ইমাম সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহর ছিলো তেলের ব্যবসা।

মুহাদ্দিস দা’লাজ ইবনে আহমদ ছিলেন তাঁর যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী। ইমাম আয-যাহাবী বলেন, “দুনিয়ায় দালাজের চেয়ে ধনী কোনো ব্যবসায়ী ছিলো না।”

আলেমগণ নানান ধরনের ব্যবসা করতেন। যেমন:

ইমাম নাসিরুদ্দিন শাফি ইবনু আলি এবং শাইখ যাইনুদ্দিন আবুল হাসান ছিলেন বইয়ের ব্যবসায়ী।

আবু জাফর মুহাম্মদ ইবনে ইসহাক, আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুসলিম ইবনে সাইদ ছিলেন ফার্নিচার ব্যবসায়ী।

আবু শিহাব মুসা ইবনে নাফে, আবু বকর ইবনে আয়্যাশ, হাসান ইবনু সাহাল ছিলেন গম ব্যবসায়ী।

আবুল আব্বাস আহমাদ, আবু জাফর মুহাম্মদ, আবুল হাসান আলী ছিলেন চাল ব্যবসায়ী।

আবু হামযাহ মাইমুন, আবু জাফর জাসর, হাসান ইবনে আব্দুল্লাহ ছিলেন মাংসের ব্যবসায়ী।

বর্তমান সময়ে অনেক আলেম মধু ব্যবসার সাথে জড়িত। অতীতেও আলেমগণ মধু ব্যবসা করতেন। যেমন: আবু আব্দুল্লাহ মুহাম্মাদ, আবু জাফর আহমাদ, আবু আলী হাসান, আবুর রজা হুসাইন প্রমুখ।

আবু বকর মুহাম্মদ, ইবরাহিম আজুররি, আবু বকর মুহাম্মদ ছিলেন ইটের ব্যবসায়ী।

আবু আহমাদ মুসআব ইবনু আহমাদ ছিলেন টুপি ব্যবসায়ী।

আলেমগণ যেসব ব্যবসা করেন, সেগুলোতে তারা ছিলেন তাদের যুগের অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ী। কারণ, ক্রেতারা তাদের কাছে গিয়ে কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করতো, ভালো জিনিস পেত, ভালো ব্যবহার পেত। আলেমগণ যখন ব্যবসা করতেন, ব্যবসাকে দ্বীনের খেদমত মনে করে মানুষের উপকার করার চেষ্টা করতেন। যার কারণে ব্যবসায়িক সফলতার পাশাপাশি মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করেন।

বর্তমানে যেকোনো সেক্টরের ‘বড় ব্যবসায়ী একজন আলেম’ এমনটা খুব কমই পাওয়া যায়। এমন না যে বর্তমান যুগের আলেমরা ব্যবসা বুঝেন না বা তাদের সক্ষমতা নেই। সবচেয়ে বড় কথা হলো- আলেমরা বড় ব্যবসায়ী হবেন এই সংস্কৃতি এদেশে নেই, মানসিকতা নেই। যার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক মাদ্রাসা পড়ুয়া ব্যবসা করতে পারছেন না।

মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে যারা ব্যবসায়ী হতে চান, তাদের পিছুটান দূর করতে পারে, তাদেরকে আত্মবিশ্বাসী করতে পারে একটি বই। এই বইয়ে মুসলিম ইতিহাসের ৫০০+ আলেমদের ঘটনা উল্লেখ করা হয়েছে যারা বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন; যারা ছিলেন তাদের যুগের সফল ব্যবসায়ী।

এই বইটি পড়লে আপনার ৩ টি লাভ:

১। আপনি জানতে পারবেন আলেমগণ কত বৈচিত্রময় ব্যবসার সাথে যুক্ত ছিলেন। যেগুলো পড়ে ‘বিজনেস আইডিয়া’ পাবেন।

২। আপনি যেসব আলেমদের বই পড়েন, যখন দেখবেন তারাও ব্যবসার মাধ্যমে জীবিকার্জন করতেন, তখন আপনি আত্মবিশ্বাসী হবেন।

৩। ব্যবসা শুরু করলে কেউ বলতে পারে ‘মাদ্রাসায় পড়ে কী হলো? দিনশেষে ব্যবসায়ী হবে?’ তখন আপনি সেইসব বিখ্যাত আলেমদের উদাহরণ দিয়ে বলতে পারবেন- “দু’আ করবেন, আমি যেন তাদের মতো আলেমও হতে পারি।”

সেই বিখ্যাত বইটি হলো:

বই : আলেম উদ্যোক্তাদের সোনালি অতীত।

লেখা কপিকৃত আসান প্রকাশনী এন্ড প্রিন্টার্স

ট্রান্সজেন্ডার!!রাসুলুল্লাহ সাঃ নারীর বেশধারী পুরুষদের কেএবং পুরুষের বেশধারী নারীদেরকে লা'নত করেছেন।সুনান আত তীরমিজি (২৭...
24/01/2024

ট্রান্সজেন্ডার!!

রাসুলুল্লাহ সাঃ নারীর বেশধারী পুরুষদের কে
এবং পুরুষের বেশধারী নারীদেরকে লা'নত করেছেন।

সুনান আত তীরমিজি (২৭৮৫)

অভিশপ্ত ট্রান্সজেন্ডার নিয়ে হাটহাজারী মাদরাসার ফতোয়া।

13/01/2024

আলহামদুলিল্লাহ, রজব মাসের চাঁদ দেখা গেছে।

اللهم بارك لنا في رجب و شعبان وبلغنا رمضان

আল্লাহ তায়ালা যেন আমাদের কে রমজানের রোজা রাখার তাওফিক দান করেন।

শখের ফটোগ্রাফি 📷📸
28/11/2023

শখের ফটোগ্রাফি 📷📸

অনেকেই আছেন নিজের ক্যারিয়ার হিসেবে বা পড়ালেখা কিংবা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, কিন্তু সঠিক গাইড লাইন ব...
30/10/2023

অনেকেই আছেন নিজের ক্যারিয়ার হিসেবে বা পড়ালেখা কিংবা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, কিন্তু সঠিক গাইড লাইন বা সাপোর্ট পাচ্ছেন না। তাদের জন্য একটি বেসিক ক্লাসের আয়োজন করা হয়েছে।
আশা করি, উক্ত ক্লাসে জয়েন হলে আপনি খুবি চমৎকার একটি সিদ্ধান্ত নিতে পারবেন।
তাই দেরি না করে আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন। ধন্যবাদ

26/10/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🥰🤗🎉

শখের ফটোগ্রাফি 📸📸
20/10/2023

শখের ফটোগ্রাফি 📸📸

Microsoft Office কি?Microsoft Office হল এমন একটি কম্পিউটারঅ্যাপ্লিকেশনের সেট যা মূলত ব্যবসা বা অফিসের উদ্দেশ্যেই ব্যবহৃত...
16/10/2023

Microsoft Office কি?
Microsoft Office হল এমন একটি কম্পিউটার
অ্যাপ্লিকেশনের সেট যা মূলত ব্যবসা বা অফিসের উদ্দেশ্যেই ব্যবহৃত হয়।

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের কাছে মাইক্রোসফট অফিস বা MS office অনেক পরিচিত একটি নাম।

মাইক্রোসফট অফিস প্রাথমিক অফিসের কাজগুলোকে সহজ করতে ও কাজের উৎপাদনশীলতা উন্নত করতে সহায়তা করে।

মাইক্রোসফট কর্পোরেশেন দ্বারা ১৯৯০ সালে প্রথম চালু করা হয় এই মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি। তবে, ১৯৮৮ সালে বিল গেটস লাস ভেগাসে তিনি MS office এর কথা ঘোষনা করেন।



বড় চাকর হওয়ার চেয়ে, ছোট মালিক হওয়া বেশি উত্তম। কারন দিন শেষে কাউকে জাবাব দিতে হবে না।
14/10/2023

বড় চাকর হওয়ার চেয়ে, ছোট মালিক হওয়া বেশি উত্তম। কারন দিন শেষে কাউকে জাবাব দিতে হবে না।

আলহামদুলিল্লাহ। কোরআনে বর্ণীত তীন ফলের দুটি চারা করে সফল হলাম।জাত-মিশরীয় তীন, (পাকা) রং- লাল বর্নের স্বাদ- হালকা মিষ্টি,...
12/10/2023

আলহামদুলিল্লাহ।
কোরআনে বর্ণীত তীন ফলের দুটি চারা করে সফল হলাম।
জাত-মিশরীয় তীন,
(পাকা) রং- লাল বর্নের
স্বাদ- হালকা মিষ্টি, হালকা রসালো।

Address

Mymensingh

Telephone

+8801324489656

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Samiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Samiul Islam:

Share