Rupon Talukder

Rupon Talukder I am simple man.....
(1)

Good Morning all Friends ♥
12/05/2025

Good Morning all Friends ♥

আমাদের বোন আছিয়া আর নেই পুরো শরীরে ইনফেকশন এবং ১০৪° জ্বর নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বোন আছিয়া।বাকরূদ্ধ ,স্তব্ধ! আমাদের...
09/03/2025

আমাদের বোন আছিয়া আর নেই পুরো শরীরে ইনফেকশন এবং ১০৪° জ্বর নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বোন আছিয়া।
বাকরূদ্ধ ,স্তব্ধ!
আমাদের মাফ করে দিও বোন 👏😔

09/03/2025

চট্টগ্রামে দোকান, আড়ত ও গোডাউনে আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট

আছিয়াকে কতটা নির্মমভাবে ধ*র্ষণ করা হযেছিল আজকে সেটার বর্ণনা দিয়েছে ডাক্তাররা। চিকিৎসারত ডাক্তার বলেছে - আছিয়া যেহেতু বাচ...
09/03/2025

আছিয়াকে কতটা নির্মমভাবে ধ*র্ষণ করা হযেছিল আজকে সেটার বর্ণনা দিয়েছে ডাক্তাররা। চিকিৎসারত ডাক্তার বলেছে - আছিয়া যেহেতু বাচ্চা মেয়ে তাই তার পোপনাঙ্গের ডেপথ খুবই ছোট।

সেজন্যে ধ*র্ষককরা কিছুটা ধারালো ব্লেড/ কাঠি দিয়ে গোপনাঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল। সে ছিদ্রটা ছিল আনুমানিক ৫ সে.মি. গভীর।

তারপর গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো স্ক্রেচ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে, অনেকটা সময় নিয়ে।

একাজ করার সময় তার নাক-মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনরকম চিৎকার করতে না পারে। তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্যে।

আর এজন্যেই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন।

এ নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের। তিনি বলছিলেন - 'এরকম কন্ডিশনে ভিক্টিম স্পটেই মারা যায়। এ মেয়েটা যে এখনও বেঁচে তাতেই অবাক হচ্ছি আমি।'

তাহলে এবার বুঝুন কতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে

(সামনে আরও কতগুলো চাঞ্চল্যকর তথ্য জানাব)
তথ্য সংগ্রহ এবং লেখা- Ibrahim Khalil Shawon

আমি এই কুলাঙ্গারদের মৃ-ত্যু দন্ডের আইন চাই।
প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে এদের জন সম্মুখে মা-রা হোক।

মর্মান্তিক দৃশ্য!! পাকিস্তানের সিন্ধ প্রদেশে এক হিন্দু কোহলি পরিবারের পিতা তার পুত্র সন্তানদের নিয়ে এভাবেই ফাঁসিতে ঝুলে ...
03/01/2025

মর্মান্তিক দৃশ্য!!
পাকিস্তানের সিন্ধ প্রদেশে এক হিন্দু কোহলি পরিবারের পিতা তার পুত্র সন্তানদের নিয়ে এভাবেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
পাকিস্তানের সিন্ধ হিন্দু প্রধান এলাকা হওয়াতে সেখানে হিন্দুদের জন্য সরকার কোন সরকারি সহায়তা পৌঁছায় না। এই দরিদ্র কোহলি পরিবারের কর্তা ব্যক্তিটি এমনিতেই নিদারুণ অভাবে ছিল, এর মধ্যে রকমাত্র কন্যাটিকে মুসলিমরা ধরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ধর্মান্তরিত করে। অভাব আর কন্যা সন্তানের শোকে পরিবার টি আত্মহত্যার পথ বেছে নেয়।

সংগ্রিহীত :- সুধা চ্যাটার্জী দিদি

নেত্রকোনা জেলা , দুর্গাপুর , কলমাকান্দা , পুর্বধলায় বন্যা পরিস্থিতি ভয়াবহতায় রূপ নিয়েছে।  ঈশ্বর সহায় হোক...
06/10/2024

নেত্রকোনা জেলা , দুর্গাপুর , কলমাকান্দা , পুর্বধলায় বন্যা পরিস্থিতি ভয়াবহতায় রূপ নিয়েছে।
ঈশ্বর সহায় হোক...

06/08/2024

কেউ কি আজ বাজারে গিয়েছেন?

ঢাকায় আজ আমার এলাকার কাঁচা বাজারে এক দিনে জিনিস পত্রের দাম প্রায় অর্ধেক হয়ে গেছে। বেগুনের দাম ছিল ৮০ টাকা। আজ নিয়েছে ৫০ টাকা। চিচিংগার দামও অনেক কম নিয়েছে। বিক্রেতাকে জিজ্ঞেস করলাম

- কি ব্যাপার, দাম কি কমে গিয়েছে?

বিক্রেতা হেসে বললেন

- আগে তো সিন্ডিকেট ছিল। এখন আর নাই।

তাহলে চিন্তা করে দেখেন- এরা কি পরিমাণ খেয়েছে! আমরা এমন দেশই গড়বো, যেখানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষও পেট ভরে তিন বেলা খেতে পারবে।

Address

Mymensingh

Telephone

+8801738442428

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupon Talukder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupon Talukder:

Share