R.I. Ridoy

R.I. Ridoy قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ
� যারা বিশ্বাসী তারাই সফলকাম হয়ে গেছে

03/10/2022

পৃথিবীর সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমানের দরজা সবসময় খোলা 💝💝

03/10/2022
25/08/2022

উত্তম কাজের প্রতিদান কেউ না
দিলেও আল্লাহ ঠিকই দিবেন!🥀

- ︎ইনশাআল্লাহ্!🖤

25/08/2022

— চাওয়াটা যখন আল্লাহর কাছে পাওয়া একদিন হবেই 💜✨☺️

__𝗶𝗻 𝘀𝗮𝗵 𝗮𝗹𝗹𝗮𝗵 💔🥀

18/08/2022

- 𝐁𝐞𝐬𝐭 𝐑𝐞𝐥𝐢𝐠𝐢𝐨𝐧- 𝐈𝐬𝐥𝐚𝐦..!😍

- 𝐁𝐞𝐬𝐭 𝐄𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞-𝐍𝐚𝐦𝐚𝐳..!🕌

- 𝐁𝐞𝐬𝐭 𝐁𝐨𝐨𝐤-𝐀𝐥 𝐐𝐮𝐫𝐚𝐧..!📖

- 𝐁𝐞𝐬𝐭 𝐏𝐞𝐫𝐬𝐨𝐧-𝐌𝐮𝐡𝐚𝐦𝐦𝐚𝐝(𝐒𝐰)..!🖤🥰

মানসিক প্রশান্তি অর্জনের প্রধান তিনটি মাধ্যম:(১) উত্তমভাবে নামাজ আদায় করা: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন—يا...
18/08/2022

মানসিক প্রশান্তি অর্জনের প্রধান তিনটি মাধ্যম:
(১) উত্তমভাবে নামাজ আদায় করা:
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন—
يا بلالُ أقمِ الصلاةَ، أرِحْنا بها
يا بلالُ أقمِ فَرِحْنا بالصلاةَ
‘‘হে বিলাল! (আজানের মাধ্যমে) নামাজ কায়েম করো। আমরা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করবো।’’ [আবু দাউদ, আস-সুনান: ৪৯৮৫-৪৯৮৬; হাদিসটি সহিহ]
(৩) কুরআন তিলাওয়াত করা:
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দু‘আ করতেন—
اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ، وَنُوْرَ صَدْرِيْ، وَجَلَاءَ حُزْنِيْ، وَذَهَابَ هَمِّيْ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা আন তাজ‘আলাল কুরআ-না রাবী‘আ ক্বালবী, ওয়া নূ-রা সদরী, ওয়া জালা-আ ‘হুযনী ওয়া যাহা-বা হাম্মী (সতর্কতা: শুধু বাংলা দেখে কখনও বিশুদ্ধ উচ্চারণ শেখা যাবে না)
অর্থ: হে আল্লাহ! তোমার নিকট চাই, যেন তুমি কুরআনকে করে দাও আমার হৃদয়ের বসন্ত (আগ্রহ-ভালোবাসা); আমার বক্ষের জন্য আলো; আমার দুশ্চিন্তার নির্বাসন এবং আমার পেরেশানি-দূরকারী। [আহমাদ, আল-মুসনাদ: ৩৭১২; আলবানি, সিলসিলা সহিহাহ: ১৯৯, হাদিসটি সহিহ]
৩. আল্লাহর যিকর করা:
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন—
أَلآ بِذِكْرِ اللّٰهِ تَطْمَئِنُّ الْقُلُوْب
‘‘জেনে রেখো, আল্লাহর স্মরণেই কেবল হৃদয়গুলো স্থির-প্রশান্ত হয়।’’ [সুরা রা’দ, আয়াত: ২৮]

15/08/2022

মানুষকে হাসানোর জন্য যারা বলছেন “আজকে আমার মন ভালো নেই” - হাদিসটি তাদের জন্য...
حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ فَيَكْذِبُ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ ‏"‏ ‏.‏
বাহয ইবনু হাকীম (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমার পিতা তার পিতার সূত্রে আমাকে হাদীস বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা বলে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস।
সূত্রঃ সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৯৯০

Address

Mymensingh
2200

Telephone

+8801991623170

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.I. Ridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R.I. Ridoy:

Share