Kabir Gaming

Kabir Gaming Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kabir Gaming, Gaming Video Creator, Mymensingh.

→ IFFHS এর সর্বকালের সেরা ফুটবলার→ নির্বাচিত হয়েছেন গ্রেটেস্ট লিওনেল মেসি !!- (IFFHS) সর্বকালের সেরা ১০ জন ফুটবলারের তাল...
19/05/2025

→ IFFHS এর সর্বকালের সেরা ফুটবলার
→ নির্বাচিত হয়েছেন গ্রেটেস্ট লিওনেল মেসি !!
- (IFFHS) সর্বকালের সেরা ১০ জন ফুটবলারের তালিকা

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা)🇦🇷
২. পেলে (ব্রাজিল)🇧🇷
৩. ডিয়েগো মেরাডোনা (আর্জেন্টিনা)🇦🇷
৪. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)🇵🇹
৫. জোহান ক্রুইফ (নেদারল্যান্ডস)🇳🇱
৬. রোনালদো নাজারিও (ব্রাজিল)🇧🇷
৭. জিনেদিন জিদান (ফ্রান্স)🇫🇷
৮. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)🇩🇪
৯. আলফ্রেড ডি স্টেফানো (আর্জেন্টিনা) 🇦🇷
১০. রোনালদিনহো গাউচো (ব্রাজিল)🇧🇷

অভিনন্দন সর্বকালের সেরা ম্যাজিশিয়ান GOAT Leo Messi 🐐💙🔥

মার্চ ফর গা-যা'য় – আমরা ফি'লি'স্তি'নে না থাকলেও, ফি'লি'স্তি'ন আমাদের হৃদয়ে আছে! ছবিগুলো দেখে কে বলবে এটা বাংলাদেশ? এটা ত...
12/04/2025

মার্চ ফর গা-যা'য় – আমরা ফি'লি'স্তি'নে না থাকলেও, ফি'লি'স্তি'ন আমাদের হৃদয়ে আছে!

ছবিগুলো দেখে কে বলবে এটা বাংলাদেশ? এটা তো আরেক টুকরো ফি'লি'স্তি'ন। ফি'লি'স্তি'ন আমাদের, আমরা ফি'লি'স্তি'নের।






→ আর্জেন্টিনা ৪-১ ব্রা-জিল👙→ কে সেরা সেই টা মিডিয়া তে নয় আবারো মাঠেই প্রমাণ করে দিলো আলবিসেলেস্তে বাহিনীরা→ ১ম কোন দল হি...
26/03/2025

→ আর্জেন্টিনা ৪-১ ব্রা-জিল👙
→ কে সেরা সেই টা মিডিয়া তে নয় আবারো মাঠেই প্রমাণ করে দিলো আলবিসেলেস্তে বাহিনীরা
→ ১ম কোন দল হিসেবে বিশ্বকাপ বাছাইপর্বের কোন ম্যাচে ব্রাজিলকে ১ হালি গোল দিল আর্জেন্টিনা। 😳😳😳
→ অভিনন্দন প্রিয় আর্জেন্টিনা 🇦🇷🫶❤️

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস! আমাদের ভাষার জন্য আত্মত্যাগ করা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। মাতৃভাষার মর্যাদা রক্ষ...
21/02/2025

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস!

আমাদের ভাষার জন্য আত্মত্যাগ করা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আসুন আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই।

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?'

#মাতৃভাষা_দিবস #২১শে_ফেব্রুয়ারি #বাংলা

কোনো সংঘাতময় পরিস্থিতিতে সামনে থেকে ঝুঁকি নিয়ে সমাধানের চেষ্টা করা সহজ কাজ নয়। কিন্তু  Hasnat Abdullah  তা করে দেখিয়...
27/01/2025

কোনো সংঘাতময় পরিস্থিতিতে সামনে থেকে ঝুঁকি নিয়ে সমাধানের চেষ্টা করা সহজ কাজ নয়। কিন্তু Hasnat Abdullah তা করে দেখিয়েছে। যারা তাকে নিয়ে ব্যঙ্গ বা ট্রল করছে, তাদের বোঝা উচিত—এই ছেলেটা জানত, এই পরিস্থিতিতে তার জীবন যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারতো।

সে চাইলে ঘরে নিরাপদে থাকতে পারতো। কিন্তু করেনি। কারণ প্রকৃত সাহসী কখনো নিজের জীবনের মায়া করে না;

কোনো রাজনৈতিক ব্যক্তি এমন সং'ঘর্ষমুখর পরিস্থিতিতে সামনে আসবে না। তাদের কাছে নিজেদের জীবন রক্ষার চেয়ে বড় কিছু নেই। তারা দূর থেকে নির্দেশ দেয়, আর তাদের সমর্থকদের মৃ'ত্যুর মুখে ঠেলে দেয়। অথচ হাসনাত সামনের সারিতে দাঁড়িয়ে ঝুঁকি নিয়েছে। ডান, বাম, মধ্য, জাতীয়তাবাদী—যত ছাত্র সংগঠনই থাকুক না কেন, কেউই সামনে আসার সাহস দেখায়নি। কিন্তু গুপ্ত ঘাতকদের উপস্থিতি উপেক্ষা করে সাহস নিয়ে এগিয়ে এসেছে হাসনাত আব্দুল্লাহ।

ছাত্র সংগঠন চালান অথচ ছাত্রদের দুঃসময়ে কাজে আসতে পারেন না—এই হলো আপনাদের রাজনীতি!

এটাই প্রকৃত সাহসিকতার উদাহরণ—যেখানে নিজের জীবন নয়, আদর্শ আর আত্মত্যাগই প্রধান শক্তি।

06/01/2025

মুক্তিযুদ্ধে কতজন নারীকে ধর্ষণ করা হয়েছিল, এই প্রশ্নের উত্তরে ঈষৎ হেসে যিনি বলেন, "আমিতো ২জনকে চিনি। আমাদের কাছে ২জন আসছিলো, তাদেরকে আমরা সাহায্য করেছি।"

তার বাকী ওপিনিওনগুলোকে আমার সিরিয়াসলি নিতে এবং তাকে সূর্যসন্তান উপাধি দেয়াতে আমার ভীষণ প্রবলেম আছে।

পুনশ্চ: ধরলাম তিরিশ লাখের জায়গায় তিন লাখ। তিন লাখও কি আপনারা বোঝেন? ২৪ এ যদি ২০০০ মানুষ মারা যায়, তাহলে নাম্বারটা (৩,০০,০০০/২০০০) = ১৫০ গুন বেশি।

নেন, সেলিব্রেট করেন।

ইতিহাস সর্বদা বিকৃতি হয়েছে এখনো হচ্ছে, আর ভবিষ্যতেও হবে কিছু ক্ষমতালোভী মহলদের জন্য 💔😓

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস।যাদের মহান আত্নত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।লাখ শহ...
16/12/2024

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
যাদের মহান আত্নত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
লাখ শহীদের রক্তে লিখা, বিজয়ের এই ইতিহাস!!
মুক্তির বার্তা নিয়ে বার বার,ফিরে আসুক ডিসেম্বর মাস।👑👑🇧🇩🇧🇩

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা,,,,,, 🥰🖤

→ লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে  সাপোর্টার্স শিল্ড জিতেছে 🔥🏆→ এ নিয়ে লিও তার ক্যারিয়ারে ৪৬ তম ট্রফি জয় করলেন→  ইতিহাসে...
03/10/2024

→ লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছে 🔥🏆
→ এ নিয়ে লিও তার ক্যারিয়ারে ৪৬ তম ট্রফি জয় করলেন
→ ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড লিওনেল মেসির
→ অভিনন্দন Leo Messi ❤️
মেসির দুই গোল, সুয়ারেজের এক গোল, ইন্টার মায়ামি কিপার ক্যালান্ডারের পেনাল্টি সেইভ। কলম্বাসের মাঠে তাদেরকে ৩-২ গোলে হারিয়ে সিজনের ২ ম্যাচ হাতে রেখেই ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টারস শিল্ড জয় নিশ্চিত করলো ইন্টার মায়ামি।

ক্লাবের ইতিহাসে ২য় ট্রফি।
মেসির ৪৬ তম।

Address

Mymensingh

Telephone

+8801840681554

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kabir Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kabir Gaming:

Share