
05/08/2025
আজ ৩৬ জুলাই🇧🇩✨
৩৬ দিনের সংগ্রাম, অসংখ্য ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়।
এদিন গণমানুষের ঐক্য, ছাত্র-জনতার সাহস এবং ন্যায়ের জন্য আপসহীন লড়াই স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে নতুন সূর্যোদয়ের পথে নিয়ে যায়।
৩৬ জুলাই শুধু একটি তারিখ নয় — এটি মুক্তির অগ্নিশিখা, এটি জনতার শক্তি, ইতিহাসের গর্ব, এটি সেই দিন যেদিন বাংলাদেশ বদলে গিয়েছিল চিরতরে।
আজ আমরা স্মরণ করি সেই সাহসী সন্তানদের, যাদের রক্তে লেখা এই গৌরবগাথা আমাদের গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা করেছে।
বিপ্লবের বিজয়, অন্যায়ের পরাজয়
৩৬ জুলাই — ঐক্যের দিন, গর্বের দিন
#৩৬জুলাই #জুলাইগণঅভ্যুত্থান