To-Let Mymensingh

To-Let Mymensingh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from To-Let Mymensingh, Digital creator, Mymensingh.
(2)

26/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

14/04/2025

ময়মনসিংহে বাংলা ১৪৩২ নববর্ষে সেজেছে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক...

আল্লাহ মহান। হে আল্লাহ! এই চাঁদকে আমাদের জন্য বরকত, ঈমান, শান্তি ও ইসলামের সাথে উদিত করুন
30/03/2025

আল্লাহ মহান। হে আল্লাহ! এই চাঁদকে আমাদের জন্য বরকত, ঈমান, শান্তি ও ইসলামের সাথে উদিত করুন

30/03/2025

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
অর্থ : আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।
সবাইকে ঈদ মোবারক

30/03/2025

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে ময়মনসিংহ: পুরাতন বহুতল ভবন শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ
30/03/2025

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ

‎বিশেষজ্ঞদের মতে , বাংলাদেশ শীঘ্রই বড় কোনো ভূমিকম্পের মুখোমুখি হতে পারে ।‎‎মায়ানমারে আজ যে ভূমিকম্প হয় তার মাত্রা ছিলো ৭...
29/03/2025

‎বিশেষজ্ঞদের মতে , বাংলাদেশ শীঘ্রই বড় কোনো ভূমিকম্পের মুখোমুখি হতে পারে ।

‎মায়ানমারে আজ যে ভূমিকম্প হয় তার মাত্রা ছিলো ৭.৭ মাত্রার । একইসাথে ৮.২ মাত্রার ভূমিকম্প হয়েছে থাইল্যান্ডেও ।

‎বহুতল ভবন ধসে পড়ে গেছে । রাস্তা উপড়ে গেছে । সেতু ভেঙে গেছে । অবকাঠামো ভেঙে পড়েছে তাসের ঘরের মতো ।

‎আজ বাংলাদেশে যে ভূমিকম্প অনুভূত হয় তার মাত্রা ৪.৫, উৎপত্তিস্থল মায়ানমার । ঢাকা থেকে মাত্র ৫৯৭ কি.মি দূরে ।

‎বিশেষজ্ঞদের মতে , কোনো একটি ভৌগলিক পরিমন্ডলে বড় ভূমিকম্প সংঘটিত হওয়ার পূর্বে ধারাবাহিক ভাবে ছোটো ছোটো ভূমিকম্প সংঘটিত হয়।

‎২০১৭ সালে বাংলাদেশে ও এর কাছাকাছি এলাকায় ২৮টি ভূমিকম্প হয় । ২০২৩ সালে এর সংখ্যা ছিল ৪১।

‎২০২৪ সালে তা বেড়ে পৌঁছে যায় ৫৪তে....

‎প্রতি বছর ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা বাড়ছে ।

‎বাংলাদেশের এই অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিলো ১৯১৮ সালে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮। এতে মারা যায় প্রায় দেড়লাখ মানুষ ।

‎ভূতাত্ত্বিকদের মতে , একটা বড় মাত্রার ভূমিকম্প হওয়ার ১০০ বছর পর আবার ঐ দেশটিতে বড়মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে ।

‎১৯১৮ এর পর ১০০ বছর পার হয়ে গেছে ।

‎এখন ২০২৫ !

‎ইন্ডিয়ান, ইউরোশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান বলে যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে ।

‎সকাল, দুপর , মাঝরাত যে কোনো সময় আপনারে আশ্রয় দেওয়া ভবন আপনার শরীরের উপর ধসে পড়তে পারে ।

‎ঢাকায় যদি ৭ মাত্রারও একটি ভূমিকম্প হয়, তবে ৭২,০০০ ভবন ধসে পড়বে । ঢাকায় ২ কোটি ১০ লক্ষ মানুষের বাস ।

‎আল্লাহ না করুন, যদি এরকম ঘুমন্ত অবস্থায় ভোরে অথবা মাঝরাতে ভূমিকম্প হয়, ঢাকা শহর পুরোটাই মৃত্যু নগরীতে পরিণত হবে ।

বাড়িঘর ধূলোয় মিশেযাবে। ‎ফ্লাইওভার-ব্রিজ ভেঙে পড়বে। বিদ্যুৎ গ্যাস লাইনে আগুন ধরে যাবে। পানির লাইন ফেটে পড়বে ।

‎সিলেট , কক্সবাজার , চট্টগ্রাম ও একই ঝুঁকিতে রয়েছে।

‎আল্লাহ না করুক, এসব না ঘটুক । অসংখ্য লাশ বুকে নিয়ে না হয় যুদ্ধ ছাড়াই ট্রয় নগরীর মতো পুড়তে হবে নগরকে, দেশকে।

‎অতীতে সাভারে শুধুমাত্র একটা ভবন ধসে পড়ায় তার থেকে উদ্ধার কার্যক্রম চালাতে সরকারের লেগেছিলো ৭ দিন ।

‎ঢাকায় যদি ৭২০০০ ভবন একদিনে ভেঙে পড়ে, কি হবে বাকিটা বুঝে নিন ।

‎একবার চোখ বন্ধ করে সবটা কল্পনা করতে গেলেও শিউরে উঠতে হয়।

‎তাহলে ভরসা? আমাদের বেশি বেশি আল্লাহ'র কাছে ক্ষমা চাওয়া উচিত...

‎আমরাই বোধহয় মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে একমাত্র যারা মৃত্যু ( একদিন তো মরে যাবো) নিয়ে ট্রল করেছিলাম ।

আমরা ‎ঘুম থেকে উঠে ফেসবুকে এসে ভূমিকম্প নিয়ে ট্রল করি । হাসি তামাশা করি ।

‎বছর ঘুরে বর্ষায় উপকূলে ঘূর্ণিঝড় হয় প্রত্যেকবার।

‎যারা উপকূল হতে দূরে, নগরে, সেফজোনে থাকে তারা বুলবুল ফণী নিয়ে ট্রল করে ফেসবুক ভাসায়।

‎আসলে সেফজোন বলতে কিছু নেই ।

‎'আমরা সকল মানুষই আইসিইউর মতো লাইফসাপোর্টে আছি, যেকোনো সময় মারা যেতে পারি । '

‎আল্লাহ আমাদের ক্ষমা করুন সবাইকে। প্রিয়জনদের হেফাজত করুক ।

‎অকস্মাৎ মৃত্যু নয়, বাঁচতে বাঁচতে ঈমানসহ যাতে মরতে পারি সেই দয়াটুকু করুক...

" আলোকশূন্য নক্ষত্র "

লেখা মুহাম্মাদ মুসা সায়েদ
ছবি সংগৃহীত

29/03/2025

আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প হবার সম্ভাবনা রয়েছে। সবাই সতর্ক থাকুন। আল্লাহ মাফ করুক

18/03/2025

আজ ১৮ তম সাহরী
🍀আলহামদুলিল্লাহ ✌️

ময়মনসিংহে মধ‍্যরাতে র‍্যাবের অভিযানে মিয়ানমারের  আরাকান আর্মি আরসার ৪ সন্ত্রাসী আটক.. 🚫ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহ...
17/03/2025

ময়মনসিংহে মধ‍্যরাতে র‍্যাবের অভিযানে মিয়ানমারের আরাকান আর্মি আরসার ৪ সন্ত্রাসী আটক.. 🚫

ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার ৪ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব সদস্যরা। এর মধ‍্যে দুইজন পুরুষ ও দুইজন নারীসহ দুইটি শিশু রয়েছে।

রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে পযর্ন্ত ভবনটির ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে ভবনের অন‍্য বাসিন্দারা।

তবে এই বিষয়ে অভিযানে নেতৃত্বে থাকা র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় অভিযানকারী দলটি আটককৃতদের গাড়ীতে তুলে দ্রুতগতিতে স্থান ত‍্যাগ করেন।

এর আগে রাত পৌনে ২টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র‍্যাবের বিপুল সংখ‍্যক সদস্য। এ সময় অভিযানিক দলটি বেশির ভাগ সদস্য ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে।

তবে অভিযানকালে আটককৃতদের কাছ থেকে কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when To-Let Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share