এহসান ভাই

  • Home
  • এহসান ভাই

এহসান ভাই -




আমার পেইজ-টি যাদের নিউজফিডে যায়- তারা Just সালামের উত্তর দিন!💙🦋

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ!





-
(3)

🌟 ঐতিহাসিক গণসমাবেশ 🌟🗓️ তারিখ: ১৭ জুলাই ২০২৫ইং বৃহস্পতিবার🕑 সময়: দুপুর ২টা📌 স্থান: সিএমবি মাঠ, ত্রিশাল, ময়মনসিংহ(নজরুল...
10/07/2025

🌟 ঐতিহাসিক গণসমাবেশ 🌟

🗓️ তারিখ: ১৭ জুলাই ২০২৫ইং বৃহস্পতিবার
🕑 সময়: দুপুর ২টা
📌 স্থান: সিএমবি মাঠ, ত্রিশাল, ময়মনসিংহ
(নজরুল একাডেমীর বিপরীত পাশে)
---

📣 সমাবেশের উদ্দেশ্যঃ

✅ ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা
✅ গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতকরণ
✅ সংখানুপাতিক (PR) নির্বাচন পদ্ধতির দাবি
✅ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ
✅ দেশ ও ইসলামবিরোধী চক্রান্তের প্রতিবাদ
---

🎤 প্রধান অতিথি:

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)
সিনিয়র নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ
---

🎙️ বিশেষ অতিথিবৃন্দ:

মাওলানা গাজী আতাউর রহমান
যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ

মাওলানা নূরুল করিম আকরাম
কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

অধ্যাপক ডা. নাসির উদ্দিন
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বরেণ্য নেতৃবৃন্দের উপস্থিতি ও গুরুত্বপূর্ণ বক্তব্য থাকবে।
---

👥 সভাপতিত্ব করবেন:

মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ সিদ্দিকী
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ।

🗣️ সঞ্চালনায়:

মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখা।
---

📢 আপনার অংশগ্রহণই আমাদের শক্তি!
আসুন, দেশ ও ইসলামের কল্যাণে ঐক্যবদ্ধ হই
ন্যায়, ইনসাফ ও আদর্শিক রাষ্ট্রব্যবস্থার জন্য আওয়াজ তুলুন।
---

🟩 ব্যবস্থাপনায়
ইসলামী আন্দোলন বাংলাদেশ – ত্রিশাল উপজেলা শাখা
ও সহযোগী সংগঠনসমূহের।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐতিহাসিক গণসমাবেশত্রিশাল, ময়মনসিংহ | ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার | সিএমবি মাঠইসলামী আন্দোলন বা...
10/07/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐতিহাসিক গণসমাবেশ
ত্রিশাল, ময়মনসিংহ | ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার | সিএমবি মাঠ

ইসলামী আন্দোলন বাংলাদেশ—ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে আগামী ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, দুপুর ২টা, ত্রিশালের সিএমবি মাঠে (নজরুল একাডেমীর বিপরীতে) অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক গণসমাবেশ।

🔹 সমাবেশের উদ্দেশ্য:

এই গণসমাবেশ শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং ন্যায়, ইনসাফ, ইসলামি মূল্যবোধ ও রাষ্ট্রসংস্কারের দাবিতে একটি গুরুত্বপূর্ণ গণজাগরণ।

মূল দাবিসমূহ:
✅ ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা – ইসলামি মূল্যবোধ ও জনকল্যাণকেন্দ্রিক একটি রাষ্ট্রব্যবস্থার জন্য গণদাবি।
✅ গণহত্যার সুষ্ঠু বিচার – অতীতে সংঘটিত সকল গণহত্যার নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা।
✅ সমানুপাতিক নির্বাচন পদ্ধতির (PR) বাস্তবায়ন – একটি নিরপেক্ষ ও প্রতিনিধিত্বশীল নির্বাচনব্যবস্থা গড়ে তোলার দাবি।
✅ সুষ্ঠু ও অবাধ নির্বাচন – নিরপেক্ষ নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে কার্যকর আন্দোলন।
✅ ইসলাম ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদ – চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গঠন ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।

🟦 প্রধান অতিথি:

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)
সিনিয়র নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

🟨 বিশেষ অতিথিবৃন্দ:

মাওলানা গাজী আতাউর রহমান
যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ

মাওলানা নূরুল করিম আকরাম
কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ

অধ্যাপক ডা. নাসির উদ্দিন
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ

এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন।

🟩 সভাপতিত্ব ও সঞ্চালনা:

সভাপতিত্বে:
মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ সিদ্দিকী
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ,
ময়মনসিংহ জেলা দক্ষিণ।

সঞ্চালনায়:
মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখা।

---

🗣️ সকল জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান:

আসুন, ন্যায় ও ইনসাফের এই আহ্বানে সাড়া দিই।
দেশ ও ইসলামের স্বার্থে আমরা সবাই একত্রিত হই।
এই সমাবেশ আমাদের নতুন প্রত্যয়ের পথ দেখাবে, একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের স্বপ্নকে করবে বাস্তবায়নের দিকে আরও এক ধাপ অগ্রসর।

📍 স্থান: সিএমবি মাঠ, ত্রিশাল (নজরুল একাডেমীর বিপরীত পাশে)
📅 তারিখ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
🕑 সময়: দুপুর ২টা

আপনার অংশগ্রহণই আমাদের শক্তি।
আসুন, ন্যায়ের পক্ষে অবস্থান নেই।

---

আয়োজনে:
ইসলামী আন্দোলন বাংলাদেশ – ত্রিশাল উপজেলা শাখা
ও সহযোগী সংগঠনসমূহ

Mom
05/07/2025

Mom

02/07/2025

Alhamdulillah

30/06/2025

বক্তব্য রাখছেন মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ

30/06/2025

মুফতি আব্দুস সাত্তার সিরাজী

29/06/2025

আলহামদুলিল্লাহ

সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহাসমাবেশে ত্রিশালের নেতৃবৃন্দ
28/06/2025

সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহাসমাবেশে ত্রিশালের নেতৃবৃন্দ

তৃণমূল শীলদের মত বিনিময় অনুষ্ঠান।
24/06/2025

তৃণমূল শীলদের মত বিনিময় অনুষ্ঠান।

24/06/2025
চার হাজার টাকার নোট
18/06/2025

চার হাজার টাকার নোট

Address


Alerts

Be the first to know and let us send you an email when এহসান ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এহসান ভাই:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share