13/08/2025
🏞️ শ্রীমঙ্গলের পাহাড়ি সৌন্দর্য 🌿
সবুজে ঢাকা ঢাল, নীল আকাশ আর পাহাড়ের কোলে লুকানো ঝর্ণাধারা—শ্রীমঙ্গলের পাহাড় যেন এক টুকরো স্বর্গ।
পাহাড়ের চূড়া থেকে দেখা সূর্যাস্তের রঙে মন ভরে যায়, আর ভোরের কুয়াশা যেন স্বপ্নের মতো নেমে আসে।