20/09/2025
ময়মনসিংহ টাউনহলে গত ১৭ তারিখ রাতে বৃষ্টিতে ২ বাচ্চা নিয়ে শুয়ে ছিলো এক মা। ময়মনসিংহ এবং ময়মনসিংহের বাহিরে অনেক মানুষের নজরে এসেছে বিষয়টি।
অনেকে অনেক ভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন।
মূল বিষয় হচ্ছে, মহিলার স্বামী পাগল, আগে রিক্সা চালাতো এখন পাগল অবস্থায় ঘুরে ফিরে। মহিলার ২ ছেলে ১ মেয়ে বাচ্চা। বাড়ি মুক্তাগাছার চেচুয়া তে। ৩ ছেলে মেয়ে কে নিয়ে কষ্টে দিন রাত যাপন করতেছে।
গত ১৭ তারিখ রাতে একজন ওনাদের ছবি তুলে বিস্তারিত উল্লেখ করেন ফেসবুকে। সেই থেকে ব্যাপক সাড়া ফেলে সবার মনে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু যিনি দেশের বাহিরে থাকে ওনি পোস্ট টি দেখার পর আমাকে নক করে বিস্তারিত জানার চেষ্টা করে, এবং মহিলার সাথে বিস্তারিত কথা বলি যে, আপনাকে ব্যাবসা ধরিয়ে দিলে করতে পারবেন কি না?
ওনি ব্যাবসা করতে রাজি হয়।
ওনার ব্যাবসার জন্য, আজকে একটি
চায়ের ফ্যাক্স
ওজন মাপার মেশিন
চা পাতা
চিনি
লবঙ্গ
তেজপাতা
কালোজিরা কিনে দেওয়া হয়েছে।
এবং মহিলার জন্য জামা, বাচ্চাদের জন্য জামা কিনে দেওয়া হয়েছে।
আগামীকাল আরো কিছু বাজার করে দেওয়া হবে ইনশা আল্লাহ।
সমাজে প্রতিটি মানুষের বাঁচার অধিকার আছে, তাই এই ক্ষুদ্র চেষ্টা। এক আপুর যার মনে বাচ্চা এবং বাচ্চার মা কে দেখে মনে দাগ কেটেছে, এগুলো দেখার পরেই সবকিছু ম্যানেজ করা হয়।
ওনি যদি ব্যাবসায় ভালো করে তাহলে ওনাকে আরো কিছু সরঞ্জাম রক্তদানে আমরা ময়মনসিংহ ময়মনসিংহ হতে কিনে দেওয়া হবে ইনশা আল্লাহ।