20/10/2025
শেরপুরের নলবাইদ ইউনিয়নে ঐতিহ্যবাহী জারি গানের অনুষ্ঠানে হা*মলা চালিয়ে মঞ্চ ভাং*চুরের এক পর্যায়ে তৌহিদী জনতাদের গণ ধো*লাই দিয়েছে এলাকাবাসী।
এ ঘটনায় গণ*পি*টুনি খাওয়া ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসীদের সূত্রে জানা গেছে নয়াপাড়া গ্রামের শিল্পমনা যুবকেরা ঐতিহ্যবাহী জারি গানের আসরের আয়োজন করেন। প্রথম দফায় উপজেলার কিছু স্থানীয় মাদ্রাসার ছাত্র ও শিক্ষক এবং মসজিদের ইমামেরা নিজেদের তৌহিদী জনতা পরিচয় দিয়ে জারি গানের আসর হারাম ফতোয়া দিয়ে আপত্তি জানালে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
কয়েকদিন পর পুনরায় দ্বিতীয় দফায় যুবকেরা ফের জারি গানের আসর বসান। এসময় পূর্বে বাধা দেয়া তৌহিদী জনতা হারামের পাশাপাশি কথিত অ*শ্লীল*তার অভিযোগ তুলে জারি গানের আসরের মঞ্চ ভাং*চুর করেন। কিন্তু এসময়েও আয়োজকেরা তাদের সরিয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার কথা বললে তৌহিদী জনতা আয়োজকদের উপর চড়াও হন। তখন গানের আসরে থাকা শ্রোতারা ও স্থানীয় এলাকাবাসী একজোট হয়ে তৌহিদী জনতাদের গণ*পি*টুনী দেয়া শুরু করে।
গণ*পি*টুনীর একপর্যায়ে তৌহিদী জনতা প্রাণ বাঁচাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে ক্ষমা চাইলে তাদের ছেড়ে দেয়া হয়।