
06/08/2025
“আলমকে বাঁচাতে আপনার হাত বাড়ান”
আলম — এক গরীব ঘরের মেধাবী ছেলে।
এই বছর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে, স্বপ্ন ছিল কলেজে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার।
কিন্তু নির্মম বাস্তবতা তার স্বপ্ন কেড়ে নিচ্ছে…
তার শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যান্সার।
কিছুদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল, একটু সুস্থ হয়েছিল। কিন্তু এখন তার অবস্থা আবার খুবই গুরুতর।
মধ্যবিত্ত পরিবার হওয়ায় চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ্য নেই তাদের।
অভাবের কারণে হাসপাতালেও নিতে পারছে না।
আলম আমাদের সবার মতোই সুন্দরভাবে বাঁচতে চায়…
সে আবার পড়াশোনা শুরু করতে চায়…
আপনার ছোট্ট সাহায্যই হতে পারে তার নতুন জীবনের শুরু।
🙏 যে যেভাবে পারেন, সাহায্যের হাত বাড়ান 🙏
📲 নগদ/বিকাশ (আলমের বড় ভাই): 01942841603
📲 আলমের বড় ভাই এর নাম্বার: 01956915720
হতে পারে আপনার সামান্য সাহায্যেই বেঁচে যাবে একটি জীবন…
মনে করুন, আলম আপনার আপনজন —
তাহলেই বুঝবেন, সাহায্য কত জরুরি।