
18/05/2025
রাত যখন ঢেকে যায় নিঃস্তব্ধতায়,
চোখ রাখি আকাশে, অশ্রু ঝরে গোপনতায়।
হৃদয়ের কাঁপা কাঁপা ডাক,
কেউ শোনে না, তবুও কেউ শোনে অনাক।
হাত দুটি তুলে বলি, “হে আল্লাহ, তুমি জানো,
এই ভাঙা মন নিয়ে আর কতটা হাঁটবো?”
শব্দহীন কিছু কথা,
যা শুধু কান্না বোঝে, আর বোঝে এক আল্লাহ।
দোয়া মানে ভরসার গোপন হাতছানি,
যেখানে নেই লোক দেখানো, নেই বাহারি বাণী।
যেখানে একজন বলে, “তুমি একা নও,”
আল্লাহ বলেন, “আমি আছি, ধৈর্য ধরো।”
সব দরজা বন্ধ হলে
একটি দরজা এখনো খোলা—আকাশের ওপারে
যেখানে চোখের পানি হয় ভাষা,
আর ভাঙা হৃদয় হয় প্রার্থনার সর্বশ্রেষ্ঠ আশ্রয়।