
02/06/2025
❤️🔥💔একটা গিফট দেওয়ার পেছনে মানুষের কতো আবেগ থাকে,আর কিছু মানুষ এক নিমিষেই সেসব ধুলোয় মিশিয়ে দেয়।অথচ এই বয়সে এসেও কেও আমাকে একটা ফুল ছিঁড়ে দিলে আমার আনন্দ হয়,বার বার সেটা ক্যামেরা বন্দী করতে থাকি। সেখানে আরেকজনের ভালোবেসে দেওয়া কোনো জিনিস কিভাবে মানুষ তুচ্ছ ভাবে নেয় আমি বুঝি না।❤️🔥💘
পৃথিবীটা আসলেই অনেক ছোটো,তারচেয়ে আরো বেশি ছোটো কি জানেন?
❤️🩹"আমাদের মানুষের মন "❤️🩹
খুব কাছের একটা ফ্রেন্ড টিউশন করাতো হেঁটে হেঁটে গিয়ে, ভাড়া বাঁচাতো সে এইভাবে। সেই জমানো টাকা গুলোর সাথে আরো কিছু টাকা অ্যাড করে অনেক আনন্দ নিয়ে নিজের প্রিয় মানুষের জন্য একটা পাঞ্জাবি কিনলো।
আর পাঞ্জাবি দেখার পর ওই ছেলের প্রথম কথা ছিল,"এটা কি কিনসো?আমি কি এরকম পাঞ্জাবি পড়ি নাকি?"💘
মেয়েটা হাসিমুখেই সেই কথা আমাকে বললো।পাঞ্জাবিটা নাকি সে এক জুনিয়র কে দিয়ে দিয়েছে।নেক্সট মান্থ তাকে ব্র্যান্ড এর পাঞ্জাবি কিনে দিবে,শখ এর মানুষ বলে কথা।
জানতাম সেই সম্পর্ক টিকবে না,কিন্তু আমি সেইদিন তার মায়ামাখা মুখ দেখে কিছুই বলতে পারি নি।💔
ছোটবেলায় নিজের সালামির টাকাগুলো জমিয়ে অনেক গুলো স্টিকার,গ্লিটার পেন, আরো অনেক ক্রাফট এর জিনিস কিনেছিলাম একটা কার্ড বানাবো বলে।খুব সুন্দর করে সেগুলা ব্যবহার করে পেপার কাটিং দিয়ে একটা কার্ড বানিয়েছিলাম।বয়স তখন কতই বা হবে থ্রি তে পড়ি।বন্ধুবান্ধব সংখ্যাও খুব কম ছিলো আমার,স্কুলের বাহিরে একটা বান্ধবী ছিলো আমার, মাঝেমধ্যে খেলতাম একসাথে।ঠিক করলাম কার্ডটা তাকে দিবো। আম্মু জানার পর বললো," তুমি এত কষ্ট করে এটা বানাইসো ওকে কেনো দিচ্ছো?"
তাও তাকে আমি সেটা দিয়েছিলাম,ভালোবেসেই দিয়েছিলাম।পরদিন স্কুলে যাওয়ার পথে দেখলাম কার্ডটা রাস্তার পাশে পড়ে আছে।সেই ছোট্ট বয়সে এই কষ্টটা কতোটা ভারী লাগলো বলার মতো না।
আমার আরেক খুব কাছের মানুষ তার প্রথম স্যালারি দিয়ে এক বান্ধবীকে একটা জামা গিফট্ করেছিলো।সে আমাকে বললো - "জানিস,এতো বছর আমরা একসাথে আছি কিন্তু তাকে কোনোদিন আমি ওই জামাটা পড়তে দেখি নাই,একটা দিনও বুঝি জামাটা পড়া যেতো না?" পরে জানলাম ওই মেয়ে নাকি সব ধরনের জামা পড়ে না,তাই অন্য আরেকজনকে দিয়ে দিসে। শুনে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ,"মন রক্ষার জন্য একটা দিন পড়লে কি হতো?অথবা জামাটা পড়ে তাকে একটা ছবি দিলে কিই বা হতো..💔💔
সংগ্রহীত