Shokher bunon

Shokher bunon The goal of Shokher bunon is to The deliver quality products to the buyers with honesty and fidelit

We started the journey with the goal of making your buying experience more flexible and smooth. Also, we care about our customers’ query so we can go ahead and make the most of your materials.

❤️‍🔥💔একটা গিফট দেওয়ার পেছনে মানুষের কতো আবেগ থাকে,আর কিছু মানুষ এক নিমিষেই সেসব ধুলোয় মিশিয়ে দেয়।অথচ এই বয়সে এসেও ক...
02/06/2025

❤️‍🔥💔একটা গিফট দেওয়ার পেছনে মানুষের কতো আবেগ থাকে,আর কিছু মানুষ এক নিমিষেই সেসব ধুলোয় মিশিয়ে দেয়।অথচ এই বয়সে এসেও কেও আমাকে একটা ফুল ছিঁড়ে দিলে আমার আনন্দ হয়,বার বার সেটা ক্যামেরা বন্দী করতে থাকি। সেখানে আরেকজনের ভালোবেসে দেওয়া কোনো জিনিস কিভাবে মানুষ তুচ্ছ ভাবে নেয় আমি বুঝি না।❤️‍🔥💘
পৃথিবীটা আসলেই অনেক ছোটো,তারচেয়ে আরো বেশি ছোটো কি জানেন?
❤️‍🩹"আমাদের মানুষের মন "❤️‍🩹
খুব কাছের একটা ফ্রেন্ড টিউশন করাতো হেঁটে হেঁটে গিয়ে, ভাড়া বাঁচাতো সে এইভাবে। সেই জমানো টাকা গুলোর সাথে আরো কিছু টাকা অ্যাড করে অনেক আনন্দ নিয়ে নিজের প্রিয় মানুষের জন্য একটা পাঞ্জাবি কিনলো।
আর পাঞ্জাবি দেখার পর ওই ছেলের প্রথম কথা ছিল,"এটা কি কিনসো?আমি কি এরকম পাঞ্জাবি পড়ি নাকি?"💘
মেয়েটা হাসিমুখেই সেই কথা আমাকে বললো।পাঞ্জাবিটা নাকি সে এক জুনিয়র কে দিয়ে দিয়েছে।নেক্সট মান্থ তাকে ব্র্যান্ড এর পাঞ্জাবি কিনে দিবে,শখ এর মানুষ বলে কথা।
জানতাম সেই সম্পর্ক টিকবে না,কিন্তু আমি সেইদিন তার মায়ামাখা মুখ দেখে কিছুই বলতে পারি নি।💔
ছোটবেলায় নিজের সালামির টাকাগুলো জমিয়ে অনেক গুলো স্টিকার,গ্লিটার পেন, আরো অনেক ক্রাফট এর জিনিস কিনেছিলাম একটা কার্ড বানাবো বলে।খুব সুন্দর করে সেগুলা ব্যবহার করে পেপার কাটিং দিয়ে একটা কার্ড বানিয়েছিলাম।বয়স তখন কতই বা হবে থ্রি তে পড়ি।বন্ধুবান্ধব সংখ্যাও খুব কম ছিলো আমার,স্কুলের বাহিরে একটা বান্ধবী ছিলো আমার, মাঝেমধ্যে খেলতাম একসাথে।ঠিক করলাম কার্ডটা তাকে দিবো। আম্মু জানার পর বললো," তুমি এত কষ্ট করে এটা বানাইসো ওকে কেনো দিচ্ছো?"
তাও তাকে আমি সেটা দিয়েছিলাম,ভালোবেসেই দিয়েছিলাম।পরদিন স্কুলে যাওয়ার পথে দেখলাম কার্ডটা রাস্তার পাশে পড়ে আছে।সেই ছোট্ট বয়সে এই কষ্টটা কতোটা ভারী লাগলো বলার মতো না।
আমার আরেক খুব কাছের মানুষ তার প্রথম স্যালারি দিয়ে এক বান্ধবীকে একটা জামা গিফট্ করেছিলো।সে আমাকে বললো - "জানিস,এতো বছর আমরা একসাথে আছি কিন্তু তাকে কোনোদিন আমি ওই জামাটা পড়তে দেখি নাই,একটা দিনও বুঝি জামাটা পড়া যেতো না?" পরে জানলাম ওই মেয়ে নাকি সব ধরনের জামা পড়ে না,তাই অন্য আরেকজনকে দিয়ে দিসে। শুনে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ,"মন রক্ষার জন্য একটা দিন পড়লে কি হতো?অথবা জামাটা পড়ে তাকে একটা ছবি দিলে কিই বা হতো..💔💔
সংগ্রহীত

30/05/2025

❤️শাশুড়ী আম্মা কাজের মেয়ের সামনে ননদ কে বলেছে তোর ভাবীর কাছ থেকে শিখবি কিভাবে বড়লোকের ছেলে পটাতে হয়। কাজের মেয়ে আবার আমাকে এসে বলে দিয়েছে..

আমি শাশুড়ীর সামনে বসে ননদকে ডাক দিয়ে বললাম বড় লোকের ছেলেকে পটাতে হলে দেখতে সুন্দর, ফর্সা চিকন হতে হবে। ১২০ কেজি ওজন নিয়ে বড় লোকের ছেলে পটানো যাবে না। সাথে একাডেমিক রেজাস্ট ভালো থাকতে হবে। এই যেমন আমার ২ টা এ প্লাস সহ গ্রাজুয়েশন এ 1st class ছিলো। আর হ্যা ঘরে বসে সারা দিন মোবাইলে ফুসুর ফাসুর না করে একটা ভালো জব জয়েন করতে হবে। ঘরের কাজ রান্না বান্না যেমন জানতে হবে সাথে বাজার সদাই দুনিয়াদারী সামলানো শিখতে হবে।
বাট এসব একটু আর্লি এইজে করতে পারলে ভালো। এই ধর ২৫ বছর এর মধ্যে। ৩০ বছরে এসে আসলে বড়লোকের ছেলে পটানো একটু কষ্টই
এতো সুন্দর সুন্দর টিপস দেয়ার পর দেখি মা মেয়ে আমার সাথে কথা বলে না। মুখ কালো করে বসে আছে। মানুষের উপকার করাও দেখি ভুল 🙂🤔💥

24/05/2025

কোনো সম্পর্কে জড়াবার আগে প্রয়োজন একবার থেমে ভাবা— এই সম্পর্কটি কাকে ভাঙবে? কাকে ব্যথা দেবে? কাকেই বা ঠেলে দেবে নিঃসীম অন্ধকারে?
ভালোবাসা নিষিদ্ধ নয়। কিন্তু ভালোবাসার মধ্যে নৈতিকতা থাকাটাও জরুরি।
তুমি একজন বিবাহিত পুরুষের প্রেমে পড়। তার সাথে ব্যক্তিগত সময় কাটাও। সে তার স্ত্রীর সাথে প্রতারণা ক'রে তোমাকে সময় দেয়। যা যা তার স্ত্রীর এবং একমাত্র স্ত্রীরই পাওয়ার কথা, তোমায় দেয়। একদিন তোমাকে ছেড়ে সে চলে যায়। যে তার স্ত্রী শুধু নয়, সন্তানের মাকে ছেড়ে তোমার কাছে এসেছিল, সে তোমাকেও ছাড়বে— এ তো খুব স্বাভাবিক! এর থেকে বেশী সেই প্রতারকের কাছে তুমি আর কি আশা কর? আজ যখন তুমি তোমার পক্ষে নারীচেতনা বা নারীসত্বা তুমুল জেগে উঠুক চাইছো, চাইছো প্রতিটি মানবিক মুখ ঘুরে থাকুক তোমার দিকে, তার স্ত্রীর বেলায় তোমার এই বোধখানি কোথায় উবে গেছিল?

নারীবাদ মানে কেবল নিজের অধিকারে দাঁড়ানো? অন্য এক নারীর সম্মান, স্বস্তি ও অস্তিত্বকে স্বীকার করাও তো একান্ত প্রয়োজন! নইলে সেই চেতনা নিজের সুবিধেমতো ব্যবহৃত অস্ত্র ছাড়া আর কিছুই নয়।

কারণ, একজন বিবাহিত পুরুষ যখন স্ত্রীকে অন্ধকারে রেখে প্রেম করে, তখন সে শুধুই ব্যক্তিগত প্রতারণা করে, তা না। সে আরেক নারীর জীবন, মর্যাদা, ও মানসিক স্বাস্থ্যের উপরও ছুরি চালায়। প্রেমিকা যখন সেই ছুরির ধার আরও তীক্ষ্ণ করে তোলে, সে-ও এই অনৈতিকতায় একাধারে অংশীদার হয়ে পড়ে। যে ভালোবাসা অন্য আর একজন নারীর চোখের নিচে কালি এনে দেয়, সে ভালোবাসা, ভালোবাসা নয়, তা শুধুই আত্মমোহিত নিষ্ঠুরতা। আগ্রাসন।

আমি এই লেখায় প্রেমিকাকে দোষী করতে চাই না, চাই না বিবাহিত পুরুষকে একক খলনায়ক করে তুলতেও। আমি কেবল প্রশ্ন তুলতে চাই—একজন নারীর প্রেম যদি আরেকজন নারীর অধিকার ভেঙে গড়ে ওঠে, তবে সেই প্রেম কতটা ন্যায্য? কতটা মানবিক? এবং সবচেয়ে বড় কথা—সেই প্রেম কতটা নারীবাদী?

সংগৃহীত

মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয়শুরু করে তারা তা নিজেও জানেনা - সমরেশ মজুমদার ❤️❤️
23/05/2025

মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয়
শুরু করে তারা তা নিজেও জানেনা - সমরেশ মজুমদার ❤️❤️

ভালবাসা হল সেই শর্ত যেখানে অন্য ব্যক্তির সুখ আপনার নিজের জন্য অপরিহার্য।🌼🌼🌼
22/05/2025

ভালবাসা হল সেই শর্ত যেখানে অন্য ব্যক্তির সুখ আপনার নিজের জন্য অপরিহার্য।🌼🌼🌼

23/09/2023
23/09/2023

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Shokher bunon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shokher bunon:

Share