17/07/2025
From: ট্রেনে সামনের সিটে বসা ছেলেটা।
To: ট্রেনের কঠিন হৃদয়হীনা কঠিন মায়াবী মেয়েটা।
শুরুটা যে কীভাবে শুরু করব বুঝতে পারছি না কারণ সবসময় এরকম কনফেশনের পোস্ট দেখেছি আর হাহা দিয়েছি কিন্তু আজকে যে আমাকেও এই পর্যন্ত আসতে হবে সেটা তোমাকে না দেখলে বুঝতাম না। জীবনে এই পর্যন্ত অনেক মেয়েকে দেখেছি স্কুল কলেজ ইত্যাদি পড়াশোনার কাজে কিন্তু তোমাকে দেখার পর থেকে এই রকম ফিলিংস কখনো কাজ করেনি। তোমার দুটি মায়াবী চোখজোড়া কখনো দেখিনি। আমি নিজে দাঁড়িয়ে থেকে গফরগাঁও থেকে ময়মনসিংহ এসেছি শুধু তোমাকে ভালোভাবে দেখার জন্য। স্টেশন থেকে তোমার পেছন পেছন গাঙিনাপাড় আসছি হেঁটে হেঁটে, তারপর যখন তুমি রিকশায় উঠে গেছ, তোমার পেছন পেছন রিকশায় এসে তোমার কলেজ মুমিনুন্নেসার সামনে পর্যন্ত গেছি। তুমি কলেজে ঢোকার পর তিন ঘণ্টা পর্যন্ত কলেজের সামনে একটানা গেটের দিকে তাকিয়ে ছিলাম, তবুও তোমাকে পরে আর খুঁজে পাইনি।
যদি তুমি পোস্টটা পড়ে থাকো তাহলে প্লিজ প্লিজ প্লিজ প্লিজ আমার সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। যদি কারো পরিচিত হয়ে থাকে প্লিজ প্লিজ একটু আইডিটা দিবেন প্লিজ। জানি না জীবনের প্রথম ক্রাশের প্রথম কনফিউশন, তবে মনে হচ্ছে আমার ভেতরে তোমার জন্য জন্ম নেওয়া অনুভূতির ১ মিলিয়ন ভাগের এক ভাগও এই কনফিউশনে বলতে পারিনি।
প্লিজ যদি কেউ চেনে থাকেন বা তোমার কাছে যদি এই লেখা পৌঁছে থাকে প্লিজ একটা কমেন্ট শুধু প্লিজ 😓🙏