Gafargaon crush & Confession

Gafargaon crush & Confession Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gafargaon crush & Confession, Publisher, Mymensingh.

From: কেউ একজনTo: জামান🌸❤️ খুব বেশি প্রেম না থাকুক। যেটুকু থাকুক সবটা যেনো সত্যি হয়। অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো...
25/05/2025

From: কেউ একজন
To: জামান

🌸❤️
খুব বেশি প্রেম না থাকুক। যেটুকু থাকুক সবটা যেনো সত্যি হয়। অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো চিরস্থায়ী হয়। হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবেসে আবার হটাৎ করে হারিয়ে না যাক। মানুষটা আসুক ধীরে কিংবা দেড়িতে। তবে থেকে যাক শেষ অব্দি। রোজ ভালোবাসুক একটু একটু করে।
ভালোবাসা🥰

From: অপরিচিত To: অপরিচিত Apr 29.2025 ওই দিনের স্টেশন টা অন্য রখম ছিলো!হাঁটতে হাঁটতে এক নজর দেখি তুমাকে Then সাথে আবার ত...
08/05/2025

From: অপরিচিত
To: অপরিচিত

Apr 29.2025 ওই দিনের স্টেশন টা অন্য রখম ছিলো!
হাঁটতে হাঁটতে এক নজর দেখি তুমাকে Then সাথে আবার তাকাই যেন কী এক নেশা, খানিকক্ষণ এর জন্য মনে হচ্ছিলো তুমার চোখে গাঁ*জা,র গাছ লাগানো। তাকাইতেই নেশা হয়ে গেছে, পরে পিছনে একটু যাই কথা বলার জন্য কিন্তু সুযোগ টা পাচ্ছিলাম না বাট পিছন থেকে দাঁড়িয়ে একটা ছবি তুলি যেন কনফেশন দিতে পাড়ি! 😊

You ar looking a........... 🫶🏾

07/05/2025

২৬/৪/২০২৫ দিনটা একটু আলাদা ছিল। মায়ের সাথে আমি স্টেশনে ছিলাম, তাকে ময়মনসিংহ যাওয়ার জন্য ট্রেনে তুলে দিতে। সবাই ব্যস্ত ছিল, ট্রেনের প্রতিটি মুহূর্ত যেন উত্তেজনায় ভরা। যখন ট্রেনের দরজা খুললো, তখন আমি আমার মা'কে ট্রেনে তুলে দিয়েছিলাম। হঠাৎ, চোখে পড়লো এক মেয়ে, শর্ট চুল, সাদামাটা পোশাক, কিন্তু তার হাসি আর চোখের দিকে তাকাতে বাধ্য হয়েছিলাম।

সে ট্রেন থেকে নামলো, এবং আমি লক্ষ্য করলাম—তার আসল গন্তব্য ছিল ঢাকা থেকে গফরগাঁও। মেয়ে একটা সাদা ব্যাগ কাঁধে ঝুলিয়ে আসছিল, আর তার মা তাকে পেছন থেকে ডাকছিলো "পুথি!" এই নামটা মনে গেঁথে গেলো। পুথি? কোথা থেকে এসেছে সে? কেন যেন মনে হচ্ছিল, তার মুখ আর নামের মধ্যে কোনো এক অদৃশ্য সম্পর্ক আছে।

তারপর মা'কে ট্রেনে তুলে দেয়ার সময়, পুথি চলে গেলো। আমি শুধু তাকে দেখছিলাম, আর কিছুই বললাম না। হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি জমে উঠলো। শর্ট চুলের ওই মেয়েটা এত কিউট ছিল যে, মনে হচ্ছিল যেন সে কেবল আমার জীবনে একবারের জন্য এসেছিল—অথচ আমি তাকে কখনো ভুলতে পারব না।

কিন্তু তার ছবি নেই, তার সাথে কোনো যোগাযোগও নেই। আর শুধু মনে আছে তার নাম—পুথি। পুথি, তুমি কোথায়, তোমার এই অল্প সময়ের উপস্থিতি আমার মন থেকে এক মুহূর্তেও চলে যায়নি।

From : অচেনা এক মেয়ে To   : শরিফুল ইসলাম হইতো( সঠিক জানা নেই।)  আমি  কখন যে আপনাকে এইভাবে ভালোবেসে ফেলবো ভাবিনি । যেদিন...
07/05/2025

From : অচেনা এক মেয়ে

To : শরিফুল ইসলাম হইতো( সঠিক জানা নেই।)

আমি কখন যে আপনাকে এইভাবে ভালোবেসে ফেলবো ভাবিনি । যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সরকারি কলেজে সেদিনই আপনাকে ভালো লেগে যায় । অনেকদিন যাবত আপনাকে লক্ষ্য করেছিলাম কিন্তু এখনও জানতে পারিনি আপনি কে কি বা আপনার পরিচয়? কখনো দেখি আপনি আমাদের সাইন্সের রুমে কখনো বা সিনিয় ভাইয়াদের সাথে । কে আপনি জানিনা কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগে । আপনাকে আমার মনের কথা বলার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি । একদিন একটা চিঠি লিখেছিলাম আপনাকে আর আমার fnd কে দিয়ে পাঠিয়েছেন কিন্তু তখন হয়তো আপনি অনেক রেগে ছিলেন । তাই তারা ভয়ে আপনাকে ঐ চিঠিটি দিতে পারিনি । আমি সেদিন বুঝতে পেরেছিলাম আপনি খুবই রাগী কিন্তু একদিন যখন দেখেছি বিনা স্বার্থে আপনি একটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তখন বুঝেছি আপনি পরোপকারী মানুষ । আপনার মত ছেলেকে যে মেয়ে জীবনসঙ্গী হিসেবে পাবে সে সত্যি অনেক ভাগ্যবান। যত দিন যাচ্ছে তত আপনার প্রতি আমার মায়া বেড়ে চলেছে । কখন যে আপনি আমার সামনে চলে আসেন আবার কখন যে কোথায় হারিয়ে যান জানিনা। আমি কোনো কবি না তাই আপনার পতি আমার ভালোলাগা কবিতার মাধ্যমে বলে বোঝাতে পারবো না
আমি আর অপেক্ষা করতে পারছি না কখন কলেজ খোলা হবে আর আপনার সাথে আমার দেখা হবে ।
সামনা সামনি হয়তো বলতে পারবো না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি তাই এভাবে আপনাকে জানালাম । যদি আমার এই পোস্টটি আপনার চোখের সামনে পড়ে দয়া করে কমেন্ট করবেন আমি নিজে আপনার ইনবক্সে মেসেজ দিব ।
ইতি , আমি সেই মেয়ে যাকে আপনি ইশারা দিয়ে হাসতে বলেছিলেন 😊

07/05/2025

From: স্টেশনে আপনার সামনাসামনি দাঁড়ানো ব্যক্তি।
To: চশমা পরহিত এক চাচীর পাশে বসা একজন শান্তশিষ্ট লোক।

ঢাকাগামী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন আপনি।
এই অপেক্ষাই আমার কাল হলো।
নাম জানা হলো না এড্রেস একাউন্ট কোনো কিছুই জানা হলো না।
শুধু হলো কিছুক্ষণ দৃষ্টি বিনিময়,
আচ্ছা এই দৃষ্টি বিনিময় কেন সাময়িকের ছিল কেন হলো না দীর্ঘ।
ট্রেন কেন ৫ টা ৫ এ চলে আসলো।
ট্রেন আসবার পর আপনি যখন মাথা নেড়ে বিদায় জানালেন তখন মনে হলো না জানি কত যুগের পরিচিত আমরা।

ইতি
গফরগাঁও স্টেশনের অপেক্ষাকৃত সেই মেয়ে।

From : তুমি ঠিকই চিন আমাকে 😑To :  সুহাসীনি ( Ononna Islam Onu )  Via : Admin and other guys কি দিয়ে শুরু করবো বুঝতে পার...
30/04/2025

From : তুমি ঠিকই চিন আমাকে 😑
To : সুহাসীনি ( Ononna Islam Onu )
Via : Admin and other guys

কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না,
ওহে আমার শখের মায়াবতী, তোমাকে আমি অনেক ভালবাসি। কিন্তু বলতে পারি না । প্রতিদিন এই নিয়ত করি যে আজকে ওকে বলেই ছাড়বো । কিন্তু ওর সামনে গেলেই আমার বুকটা কেমন যেন করে । মুখ থেকে কথা বের হয় । ওহে মায়াবতী কি মায়া লাগাইছো আমারে । মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে যে , একটা মানুষ এতটা সুন্দর হয় কেমনে । কি অপরূপ তোমার চোখের চাহনি দেখে পুরোই ফিদা আমি। তোমার কন্ঠটা অনেক সুন্দর লাগে আমার কাছে । এককথায় বলতে গেলে তুমি লাখো মানুষের মধ্যে অন্যতম একজন মায়াবী। তোমায মায়া এই জীবনে কখনোই শেষ হবে না । তোমাকে একটা কথা বলি " তুমি শুধু ভালোবাসা দিয়ে আগলাইয়া রাখো তোমার কাছে , তুমাকে ভালোবাসে আগলাইয়া রাখার ইচ্ছেটা যে আমার আছে । আর যা করো বা না করো তোমার নিজের শরীরের যত্ন নিও, কারণ তুমি যে একতরফা একান্তই আমার , তোমাকে চাঁদের সাথে তুলনা করি নাই , কারণ চাঁদের আলো ক্ষণস্থায়ী। তুমাকে আমি এই প্রকৃতির সাথে তোলনা করেছি কারন এর সৌন্দর্য দীর্ঘস্থায়ী।"
(( "তোমার লিখে শেষ করা যাবে না বর্ননা, কারন তুমি যে একান্তই আমার অনন্যা।" ))🥰
আপনারা যদি আমার হয়ে ওকে একটু বলে দিতেন যে আমি ওরে অনেকটা ভালোবাসি । ভাইয়ারা তোমার বোনেরা আমার আইচ্ছা একটা হলেই হয়লো , আপনারা আমার হয়ে ওকে বলে দিয়েন ।
আর আপনাকে অনেক ভালোবাসি আমার বলতে না পারা মায়াবতী। 🥰

আমার একতরফা একান্ত মায়াবতী
সুহাসীনি 🙂 🥰

29/04/2025

From: তোমার ভালোবাসার পাগলিটা
To: প্রিয় সাব্বির আহমেদ সানি

আমি তোমায় প্রথম আলাল মার্কেটের সামনে দেখি, কিন্তু ইদানীং তোমার দেখা পাচ্ছি না কেন, প্রিয়?
সত্যি বলতে, তোমায় যত দেখি, ততই আমার ভালো লাগে। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম, সেদিনই আমি তোমার উপর পুরো ফিদা হয়ে গেছি।
তোমার সব কিছুই — তোমার চলার ধরণ, কথাবার্তা — সবকিছুই আমার খুব ভালো লাগে। কিন্তু ঈদের পর থেকে তোমার আর দেখা পাচ্ছি না।

আজ হঠাৎ তোমার এত সুন্দর একটা ভিডিও আমার চোখে পড়লো, যা দেখে আমি রীতিমতো অবাক!
তুমি আসলেই একটা অন্যরকম মানুষ। তোমার এই ভিডিও দেখে আমি সত্যিই পাগল হয়ে গেছি।

এই ভিডিওটা দেখার পর থেকে আর কিছু ভালো লাগছে না — এখন শুধু তোমাকেই লাগছে।
ভাই, তোমাকে একটা কথাই বলতে চাই: আই লাভ ইউ, আমার গুলুমুলু বাচ্চাটা!

From: তোমার ভালোবাসার পাগলিটা

From:চিনেও অচেনাTo:Rifat Muntasirকিভাবে শুরু করবো বুঝতে পারছি না তাই শুরু থেকেই শুরু করি। আপনাকে স্টেশন এ প্রথম দেখা। আপ...
29/04/2025

From:চিনেও অচেনা
To:Rifat Muntasir
কিভাবে শুরু করবো বুঝতে পারছি না তাই শুরু থেকেই শুরু করি। আপনাকে স্টেশন এ প্রথম দেখা। আপনি আমার সামনে দিয়ে জান কিন্তু আমার দিকে ফিরেও তাকান নি। আপনার চলাফেরা,আচরন,আপনার চুল,আপনার ড্রেসিং সেন্স দেখে আমি ফিদা। আমি তখনি আপনার প্রেমে পরে জাই। আপনি সবসময় একা একা চলাফেরা করেন, এই জিনিস্টা আমাকে আরো পাগল করে দেয়। তারপরে আপনাকে আর দেখতে পাই নি কিছুদিন পরে আপনি আমাদের এলাকায় এসে বেডমিন্টন খেলেন। আমি আপনার খেলা দেখে একদম মুগ্ধ হয়ে জাই। তারপরে আপনার সাথে আবার আমাদের স্কুলে দেখা কিন্তু অইখানেউ আপনি একি কাজ করেন,আপনি আবার আমাকে ইগনোর করেন, তখন আমি পাগল হয়ে জাই আপনার প্রতি। তারপরে অনেক কষ্ট করে আপনার ফেইসবুক একাউন্ট পাই কিন্তু মেসেজ দেওয়ার সাহস হয়ে উঠে না।তাই এখানে মনের কথা বলা😌।
তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি যেখানেই থাকো না কেনো আমার হয়ে থেকো,অন্য কারো হয়ো না😌

From: সহজ কথায় আমি তোমার একান্ত মানুষটি 🫣❤️To: নাম বললে সরম লাগে❤️🥀আমি কখনো কাউকে ভালোবেসে ফেলবো বুঝতে পারিনি..অনেকদিন য...
29/04/2025

From: সহজ কথায় আমি তোমার একান্ত মানুষটি 🫣❤️
To: নাম বললে সরম লাগে❤️🥀

আমি কখনো কাউকে ভালোবেসে ফেলবো বুঝতে পারিনি..অনেকদিন যাবৎ তোমাকে লক্ষ্য করতেছিলাম।। তোমাকে দেখলে দেখতেই মন চায়.. তুমি আমার কাছের কেউ না তারপরেও তোমাকে মিস করা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে।। বিশেষ করে তোমার হাসিতে আমি মুগ্ধ।
অনেক বুঝাইছি কিন্ত তুমি মনে হয় প্রেমে পটু নও তাই বলে বুঝ নাই😑 তোমাকে আমার মনের কথা জানাবো কিন্ত সে সাহস আমার হয় না..তোমার বিষয়ে এতটুকুই জানতে পেরেছি! তোমাকে পেলে হয়ত আমি অনেক খুশি হবো সে দোয়া আল্লাহর কাছে করি।।।। আর আমাকে খুজে বের করার দায়িত্ব তোমার..আমি সে অপেক্ষায় থেকে যাব.....

ইতি
তোমার কেউ ☺️

From: আপনার ফ্রেন্ডলিস্টের একজন(যদি মন চায় খুঁজে নেবেন)To: Talhaঅনেক দিনের অনেক শখের একটা মানুষ আপনি।সুযোগ পেলেই আপনার আ...
22/04/2025

From: আপনার ফ্রেন্ডলিস্টের একজন
(যদি মন চায় খুঁজে নেবেন)
To: Talha

অনেক দিনের অনেক শখের একটা মানুষ আপনি।
সুযোগ পেলেই আপনার আইডিতে ঢুকে আপনার পিকগুলো দেখি আর বলি, কত সুন্দর করেই না আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন।
আপনাকে আমার মনে থাকা কিছু কথা না বললেই নয়…
রাতের ঘুম কেড়ে নিয়েছেন আপনি আমার,
তাই বাধ্য হয়ে কনফেশন দিতে হলো।
আবেগ দিয়ে নয়, বিবেকের দ্বারাই হয়তো আপনাকে ভালোবেসেছি, আপনি আমার ক্রাশ…
বেশি কিছু না, শুধু এতটুকুই জেনে রাখুন একটা মানুষ আপনাকে ভীষণ ভালোবাসে, ভীষণ।

ভালো থাকবেন সবসময়, নিজে হাসিখুশি থাকবেন,
আর হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ।
মনে হয় যেন এখনই বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় চলে যাই…
আপনার হাসি দেখলে আমি ফিদা হয়ে যাই।
সারাজীবন এভাবেই হাসিখুশি থাকবেন…
কখনো যেন আমি আপনার মন খারাপ না দেখি।
নিজের প্রতি খেয়াল রাখবেন।
আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাকে ভালো রাখুক।
মন চাইলে আমাকে খুঁজে নেবেন।

From : আল্লাহর গোলাম 🙂To : TonniHey dear,আমি কে ?সেটা না হয় পরে যেন। কিছু প্রশ্নের উত্তর তুমি নিজেও জেনে নিও🥰তোমার পিক ...
22/04/2025

From : আল্লাহর গোলাম 🙂
To : Tonni

Hey dear,

আমি কে ?সেটা না হয় পরে যেন। কিছু প্রশ্নের উত্তর তুমি নিজেও জেনে নিও🥰তোমার পিক যে আমি দিনে কতবার দেখি তা তুমি নিজেও জানবে না।

সুন্দর দেখে চেয়ে থাকি এ কি মোর অপরাধ ? 😌

ভালোবাসা কখন কার সাথে হয়ে যায় কেউ বলতে পারে না ঠিক তেমন ভাবে তোমাকে কখন ভালবেসে ফেলেছি ঠিক নিজেও জানিনা । তুমি আমার কাছে এক অন্যরকম মায়া সমাপ্তিতে বলব আমি তোমায় ভালোবেসে ফেলেছি নিজের অজান্তেই 💞 Will you be my future 🫴 I will wait for you all my life.

হেই প্রিয়, Israt Rupa 🖤.শব্দের কোনো কমতি নেই, অনুভূতি প্রকাশের ইচ্ছাও তীব্র।অনুভূতিগুলো এত তীব্র, তীব্র যেন—শূন্যতা মিশে...
18/03/2025

হেই প্রিয়, Israt Rupa 🖤.

শব্দের কোনো কমতি নেই, অনুভূতি প্রকাশের ইচ্ছাও তীব্র।
অনুভূতিগুলো এত তীব্র, তীব্র যেন—শূন্যতা মিশে গেছে অন্তরে।
লিখবো! নাকি লিখবো না?
অল্প কথায় কি স্বল্প শব্দে বলে ফেলা যায় রূপা?

“রূপা” মেয়েটি মায়াবী। স্কুল ড্রেসে খুব সাধারণ লাগতো, অথচ সবার থেকে একেবারেই আলাদা। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতাম স্কুল শেষে বাসায় ফেরার পথে। তার লম্বা চুল, বাতাসে ওগুলো উড়লে মনে হয়, কেউ যেন সুর তুলছে। হাসলে চোখ দুটো অর্ধচন্দ্র হয়ে যায়। সে বান্ধবীদের সঙ্গে অনেক কথা বলে, কিন্তু যখন বলে, তখন মনে হয়—পৃথিবীর সবচেয়ে জরুরি কথাগুলোই বলছে।
তুমার মধ্যে একটা মায়া আছে,যে মায়ায় মুগ্ধ আমার মন।
যদি তোমায় ভালো না বাসতাম, তাহলে হয়তো কবিতাটা সৃষ্টিলগ্নেই বিলীন হয়ে যেত কোনো প্রত্যাশার দীর্ঘশ্বাসে।

দৃশ্যের সীমানা পেরিয়ে, মৌনমুগ্ধ আমার মন,
আমার মনের গহীন প্রান্তরে রয়েছে যে জন।

শিরায় শিরায় বহমান জীবন,
রন্ধ্রে রন্ধ্রে সুবাসিত দেহ-মন।

গোলাপের পাপড়ি জড়িয়ে থাকে যে জন,
নিয়ে গেছে আমার নিদ্রা—আহার—ধন।

প্রেরক:
তোমার কাছের কেউ একজন, তুমিহীনা এই মায়াহীন সত্ত্বার নেই কোনো আপনজন।
ভোরের আলোর খোঁজে সবাই রাত জাগে না,
আর অপেক্ষায় আক্ষেপ চলে না।

যে তোমাকে বছরের পর বছর গোপনে ভালোবেসে গেছে।
কখনো বলা হয়নি,
তবে আজ মনে হচ্ছে—
দেরি হয়ে যাচ্ছে।

তোমার উত্তর “হ্যাঁ” হলে, আমি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা হয়ে যাবো…

Address

Mymensingh
2240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gafargaon crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Our Story

A National Newspaper Of Bangladesh