mirza soriful islam

mirza soriful islam the Only request to allah

03/01/2025

খেয়াল করলাম, আমি যতটা গুরুত্ব দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি - আমাকে কেউ ততটা গুরুত্ব নিয়ে বুঝতে চায়না। ব্যথায় আমার কেমন লাগছে ; আমি কি অনুভব করছি, সেটা ভাবার প্রয়োজনবোধ কেউ করে না।

আমার সাথে খুব সহজেই অভিমান করা যায়; সেই অভিমান ভাঙানোর যে অস্থিরতা আমার থাকে, আমার বেলায় ওই হাঁসফাঁস করা অনুভূতি কারো কাজ করে না। আমি দেখলাম আমিই শুধু ভাবি, আমার বেলায় কেউ খুব একটা ভাবে না।

Vocal - mirza soriful islam
Writer - Ashraf Ahmed

15/09/2024

"আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা
মুহাম্মাদ_ﷺ...🤍
-اللهم صل وسلم على نبينا محمد ﷺ

06/05/2024

আমি ধরেই নিয়ছি আর কখনও বিপ্লব ঘটবে নাহ
ঘুম হয় না ঠিকঠাক বহু রাত ।
নিঃসঙ্গতার সঙ্গে দেনা দরবার জমিয়েছি তবু তোমার সাথে আপোষের রাজনৈতি আমি পারবো নাহ ।
বুকের ভিতর আস্ত ফিলিস্তিন নিয়ে দাড়িয়ে আছি , কিছু করার নেই আর ।
এই যুদ্ধ থামার নয় ।
তুমি অবলীলায় হেটেঁ যাবে আমার কবরের উপর দিয়ে , হয়তো না জেনেই।
তুমি জানলে অবাক হবে আমি কেবল ফাল্গুনের নরম রোদে , গাছেদের আলো আধারিতে শুয়ে থাকা বেড়ালটির মতো সুখি হতে চেয়ছিলাম

05-05-24

26/03/2024
না জানি আয়নার কি অবস্থা হয়
23/03/2024

না জানি আয়নার কি অবস্থা হয়

22/03/2024

চলে যেতে চাইলেএই বেলায় চলে যান , নিঃশব্দে নিভয়ে , বিলিন হতে চাইলে কাক ডাকা ভোরে র আগে চলে যান । পাড়া মহলা য় বলে কইয়ে না , কাউ কে কিছু বলার প্রয়োজন নেই , জানানো র তাগদাও নেই । এই শহর কাউকে মনে রাখে না । হারিয়ে যাওয়া মানুষে র খোজ কেউ রাখে না , যোগাযোগ এর ফিল ইন দ্যা গ্যাপে নতুনত্ব বাসা বাধে । নতুন পেলে সবাই ছেড়ে যায় , ভুলে যায় কেউ খোজ রাখে না । বন্ধু পরম অত্মীয় আমাদের একান্ত মানুষ গুলো সবাই ভুলে যায় । পরম আনন্দে ই ভুলে যায়

22/03/2024

যে কথা তোমাকে বলবার কথা—সে কথা বলি
পাখির সঙ্গে। তুমি এ শহরেই আছো, তবু
তোমাকে দেখি না, উড়ে যাওয়া পাখি দেখি।🕊️
শ্রুভ পাখি

22/03/2024

যাদের অতীত আর চরিত্র খারাপ, একমাত্র তারাই "Past is past" থিওরিতে বিশ্বাস করে।

21/03/2024

চলে যাওয়া মানুষের স্মৃতি, বিশ্বাস ভে'ঙ্গে চলে যাওয়া মানুষের কথা আমরা চাইলেই ভুলতে পারিনা। বুকের ভিতর যে মানুষটা ছিলো, তাকে টেনে হি'চরে বের করতে পারিনা, মনের কোথাও না কোথাও আমরা অযত্নে রেখে দেই।
আমরা চাই,-মানুষটা থাকুক। আমাদের রাত জাগার কারণ হয়ে থাকুক, সেই শূন্যতার কারণ হয়ে থাকুক। দুঃখ কষ্ট আমরা পোষে রাখি বুকের ভিতর, মানুষ দুঃখ ভালোবাসে . মানুষ দুঃখ ভালোবাসে 😊

20/03/2024

অনেক দিন ধরে ভাবছিলাম একটা চিঠি ‍লিখবি কিন্তু কাঠ পেন্সিল নিয়ে লিখতে বসে ঠিকানা ভুলে গেছি

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when mirza soriful islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to mirza soriful islam:

Share