
05/07/2025
🌿 পুরুষ কিডনিতে নয়, আটকায় নারীর আনুগত্য, ভালোবাসা ও সম্মানে। 🌿
আজকাল বলা হয় — “পুরুষ কিডনিতেও আটকায় না!”
কিন্তু সত্যি কি তাই?
🔸 একজন পুরুষ কিডনি নয়, আটকায়—
যখন তার স্ত্রী তাকে সম্মান করে 🕊️
তার কথাকে গুরুত্ব দেয় 🗣️
তার ওপর বিশ্বাস রাখে 🤝
দোয়া করে, দুঃখে পাশে থাকে 🤲
তাকে নেতৃত্ব দিতে দেয় 💬
এবং সর্বোপরি — আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীর আনুগত্য করে।
📜 রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন:
"যদি আমি কাউকে অন্য কারো কাছে সেজদা করার আদেশ দিতাম, তবে স্ত্রীকে তার স্বামীর কাছে সেজদা করতে বলতাম।"
(তিরমিযী)
👳♂️ একজন প্রকৃত পুরুষ কোনো অঙ্গপ্রত্যঙ্গে নয়, বরং নারীর আন্তরিকতা, মর্যাদা ও দীনদার ভালবাসায় জীবনভর বাঁধা পড়ে যায়।
📌 তাই দয়া করে ভুল বার্তা ছড়াবেন না। কিডনি দেওয়া মহান কাজ, কিন্তু একজন পুরুষের মন জয় হয় ইমানদারী ও ইসলামী আচরণে।
💔 যে নারী ভালোবাসার নামে তর্ক করে, কর্তৃত্ব টানে — সে হাজার কিডনি দিলেও সম্পর্ক ধরে রাখতে পারে না।